ICC Women’s T20I Player Rankings: কমনওয়েলথ গেমসে ১১ উইকেট, ব়্যাঙ্কিংয়ে উন্নতি রেনুকার

TV9 Bangla Digital | Edited By: দীপঙ্কর ঘোষাল

Aug 09, 2022 | 8:58 PM

ব্যাটিংয়ে কমনওয়েলথ গেমসে ধারাবাহিক ছিলেন জেমিমা রডরিগজ। পুরো টুর্নামেন্টে ১৪৬ রান করেন জেমিমা। ব্যাটারদের ক্রমতালিকায় সাত ধাপ উন্নতি হল।

ICC Women’s T20I Player Rankings: কমনওয়েলথ গেমসে ১১ উইকেট, ব়্যাঙ্কিংয়ে উন্নতি রেনুকার
বার্মিংহ্যাম গেমসে রুপোর পদকের ম্যাচের পর রেনুকা।
Image Credit source: PTI

Follow Us

দুবাই : কমনওয়েলথ গেমস (Commonwealth Games) ক্রিকেটে সোনার পদকের খুব কাছ থেকে ফিরেছে ভারত। লক্ষ্য বড় ছিল। শুরুটাও ভাল হয়নি। অধিনায়ক হরমনপ্রীত কৌর-জেমিমা রডরিগজ জুটির সৌজন্যে জয়ের পরিস্থিতি তৈরি হয়েছিল। এই জুটি ভাঙতেই ফের সব এলোমেলো হয়ে যায়। কমনওয়েলথ গেমসের মতো মাল্টি স্পোর্টস ইভেন্টে এবারই প্রথম যোগ হয়েছিল মেয়েদের ক্রিকেট। টুর্নামেন্টের শুরু এবং শেষ, ভারতীয় শিবিরে হতাশার। ফাইনালের মঞ্চে হার এবারই প্রথম এমন নয়। ২০১৭ ওয়ান ডে বিশ্বকাপ ফাইনাল, ২০২০ টি ২০ বিশ্বকাপ ফাইনালের পর কমনওয়েলথ গেমস ফাইনাল। শেষ দু-বারই প্রতিপক্ষ অস্ট্রেলিয়া। বার্মিংহ্যামে মাত্র ৯ রানে হার। ব্যক্তিগত পারফরম্যান্সের দিক থেকে ভারতীয় শিবিরে বেশ কিছু প্রাপ্তিও রয়েছে। তার মধ্যে অন্যতম পেসার রেনুকা সিং ঠাকুর (Renuka Singh)।

গ্রুপ পর্বের প্রথম ম্যাচে অস্ট্রেলিয়ার কাছে হারে ভারত। ইনিংসের শুরুতে অবশ্য খেই হারিয়েছিল অস্ট্রেলিয়া। সৌজন্যে রেনুকা সিং ঠাকুরের অনবদ্য বোলিং। প্রথম স্পেলেই অস্ট্রেলিয়ার টপ অর্ডারে ধস নামান রেনুকা। টানা চার ওভারের স্পেলে ৪ উইকেট নিয়েছেন রেনুকা। দ্বিতীয় ম্যাচে পাকিস্তানের বিরুদ্ধে ১ উইকেট নিলেও দিয়েছেন মাত্র ২০ রান। গ্রুপ পর্বের শেষ ম্যাচে বার্বাডোজের বিরুদ্ধে ফের ৪ উইকেট রেনুকার। সোনার পদকের ম্যাচে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে নিয়েছেন ২ উইকেট। সব মিলিয়ে ১১ উইকেট নিয়ে প্রতিযোগিতার সর্বাধিক উইকেট সংগ্রাহক রেনুকা। আইসিসি ব়্যাঙ্কিংয়েও তার পুরস্কার পেলেন এই পেসার। কেরিয়ার সেরা ১৮ তম স্থানে উঠলেন তিনি। বোলারদের তালিকায় প্রথম দশে ভারতের একমাত্র দীপ্তি শর্মা রয়েছেন। তাঁরও এক ধাপ অবনতি হয়েছে। বোলারদের ক্রমতালিকায় শীর্ষস্থান ধরে রেখেছেন ইংল্যান্ডের বাঁ হাতি স্পিনার সোফি এক্লেস্টোন।

ব্যাটিংয়ে কমনওয়েলথ গেমসে ধারাবাহিক ছিলেন জেমিমা রডরিগজ। পুরো টুর্নামেন্টে ১৪৬ রান করেন জেমিমা। ব্যাটারদের ক্রমতালিকায় সাত ধাপ উন্নতি হল। গত বছর অক্টোবরের পর ফের প্রথম দশে জায়গা করে নিলেন জেমিমা। সদ্য প্রকাশিত ক্রমতালিকায় দশম স্থানে জেমিমা। সতীর্থ মেগ ল্যানিংকে সরিয়ে ব্যাটিং ক্রমতালিকায় শীর্ষস্থানে ফিরলেন অস্ট্রেলিয়ার ওপেনার বেথ মুনি। কমনওয়েলথ গেমস ফাইনালে ৪১ বলে ৬১ রানের ইনিংস খেলেন মুনি। প্রতিযোগিতায় সবচেয়ে বেশি (১৭৯) রান সংগ্রাহক তিনিই। জেমিমা ছাড়া ভারতীয়দের মধ্যে প্রথম দশে রয়েছেন স্মৃতি মান্ধানা এবং শেফালি ভার্মা। ক্রমতালিকায় দু জনেরই অবনতি হয়েছে।

Next Article