স্লো ওভার রেট, জরিমানা কোহলি ও টিমকে

sushovan mukherjee |

Mar 21, 2021 | 8:15 PM

স্লো ওভার রেটের (slow over rate) জন্য শাস্তি ভারতীয় দল (Indian players) ও অধিনায়কর বিরাট কোহলির (Virat Kohli)।

স্লো ওভার রেট, জরিমানা কোহলি ও টিমকে
জিতেও শাস্তি টিম ইন্ডিয়ার। ছবি সৌজন্যে: টুইটার

Follow Us

আমদাবাদ: ইংল্যান্ডের বিরুদ্ধে টি-২০ সিরিজ জিতলেও স্লো-ওভার রেটের (slow over rate) শাস্তি টিম ইন্ডিয়ার অধিনায়ক বিরাট কোহলি (Kohli) ও দলের বাকি সদস্যদের। সিরিজের পঞ্চম ম্যাচে বোলিংয়ে নির্ধারিত সময়ের থেকেও বেশি সময় নেন টিম ইন্ডিয়ার বোলাররা। ২ ওভার কম বোলিং করেন ভারতীয় বোলাররা। ম্যাচ রেফারি জভাগল শ্রীনাথ ক্রিকেটারদের ম্যাচ ফির ২০ শতাংশ  জরিমানা করেছেন। অধিনায়ক কোহলিকে ৪০ শতাংশ (40 per cent) ম্যাচ ফি জরিমানা করা হয়েছে।

আরও পড়ুন : শুরুর আগেই ধাক্কা রয়্যালসদের, আইপিএলের প্রথম দিকে নেই আর্চার

মাঠের আম্পায়ারদের রিপোর্ট দেখে ও নিময় অনুয়াযী কিছুটা বাড়তি সময় হাতে রেখেও ভারতীয় বোলারদের ওভার রেট ছিল বেশি। কোহলি সহ ভারতীয় দলের ক্রিকেটারার নিজেদের দোষ মেনে নিয়েছেন। তাই কোনও শুনানির প্রয়োজন নেই। জানিয়েছেন ম্যাচ রেফারি শ্রীনাথ।

আরও পড়ুন : পুনের পথে বিরুষ্কার সঙ্গে ছোট্ট ভামিকা

বিভিন্ন মহলে খবর ছিল পঞ্চম ম্যাচে ইংল্যান্ডের জস বাটলারের সঙ্গে তর্কাতর্কি করায় বিরাট কোহলি ২ ম্যাচ পর্যন্ত নির্বাসিত হতে পারেন। যদিও এই নিয়ে ম্যাচ রেফারি বা আম্পায়রদের রিপোর্টে কোনও তথ্য উঠে আসেনি। সেই দিক থেকে স্বস্তিতে বিরাট ও ভারতীয় দল।

Next Article