পুনের পথে বিরুষ্কার সঙ্গে ছোট্ট ভামিকা

Mar 21, 2021 | 7:10 PM

ইংল্যান্ডের (England) বিরুদ্ধে মোতেরায় ৫ ম্যাচের টি-২০ সিরিজ জয়ের পর ভারতীয় টিমের ফোকাসে এবার পুনে (Pune)। আমদাবাদ ছেড়ে পুনে যাওয়ার পথে টিম ইন্ডিয়ার ক্রিকেটাররা ক্যামেরাবন্দি। আর সব ছবির মধ্যে নজরকাড়া ছবি কোহলি ফ্যামিলির। বাবা-মায়ের সঙ্গে দেখা গেল ছোট্ট ভামিকাকে (Vamika)।

1 / 5
এয়ারপোর্টে সপরিবারে বিরাট-অনুষ্কা। মায়ের কোলে ছোট্ট ভামিকা।

এয়ারপোর্টে সপরিবারে বিরাট-অনুষ্কা। মায়ের কোলে ছোট্ট ভামিকা।

2 / 5
সপরিবারে হার্দিক পান্ডিয়া।

সপরিবারে হার্দিক পান্ডিয়া।

3 / 5
চাহালের সফরসঙ্গী স্ত্রী ধনশ্রী।

চাহালের সফরসঙ্গী স্ত্রী ধনশ্রী।

4 / 5
সানগ্লাসের সঙ্গে কুল হিটম্যান।

সানগ্লাসের সঙ্গে কুল হিটম্যান।

5 / 5
ভারতের দুই তরুণ তুর্কির সেলফি টাইম। (সৌজন্যে-টুইটার)

ভারতের দুই তরুণ তুর্কির সেলফি টাইম। (সৌজন্যে-টুইটার)

Next Photo Gallery