শুরুর আগেই ধাক্কা রয়্যালসদের, আইপিএলের প্রথম দিকে নেই আর্চার

Mar 21, 2021 | 6:07 PM

আর্চারের (Jofra Archer) চোটের খবরে চাপে রয়্যালস (Rajasthan Royals) কর্তৃপক্ষ।

শুরুর আগেই ধাক্কা রয়্যালসদের, আইপিএলের প্রথম দিকে নেই আর্চার
শুরুর আগেই ধাক্কা রয়্যালসদের, প্রথম দিকে নেই আর্চার

Follow Us

পুনে: ভারত-ইংল্যান্ড (India vs England) সিরিজ শেষেই শুরু হবে আইপিএল (IPL)। অনুশীলনে নামার প্রস্তুতিও শুরু করে দিয়েছে দলগুলি। আইপিএল গভর্নিং কাউন্সিল জানিয়েছে ভারত ও ইংল্যান্ড দলের ক্রিকেটাররা সরাসরি বায়ো বাললে অংশ নিতে পারবেন। কিন্তু সেই তালিকা থেকে এ বার বাদ পড়তে চলেছেন ইংল্যান্ডের ফাস্ট বোলার জোফ্রা আর্চার (Jofra Archer)। চোটের জন্য ভারত-ইংল্যান্ড একদিনের সিরিজে নেই তিনি। খেলতে পারবেন না আইপিএলের প্রথম দিকের বেশ কিছু ম্যাচ।

 

 

মঙ্গলবার পুনেতে শুরু হতে চলেছে ভারত-ইংল্যান্ড ৩ ম্যাচের একদিনের সিরিজ (ODI series)। রবিবার এক বিবৃতিতে ইংল্যান্ড ও ওয়েলস ক্রিকেট বোর্ড (ECB) জানিয়েছে, ডান হাতের কুনুইয়ের চোটের চিকিৎসার জন্য দেশে ফিরে যাচ্ছেন জোফ্রা আর্চার। ইসিবির বিবৃতিতে জানানো হয়েছে, “আর্চারের কুনুইয়ের চোটের অবস্থা দিনদিন খারাপ হচ্ছে। চোটের মধ্যে টি-২০ সিরিজে খেলেছেন তিনি। ওর পারফরম্যান্সে চোটের প্রভাব পড়ছে। ৩ ম্যাচের একদিনের সিরিজে ও ফিট নয়। আর আমরাও ওকে নিয়েঝুঁকি নিতে রাজি নই।” ইংল্যান্ড ক্রিকেট বোর্ডের মোডিক্যাল টিম জোফ্রার পরিস্থিতি পর্যবেক্ষণ করছে। দ্রুত সেরে ওঠার জন্য আলাদা চিকিৎসার পরিকল্পনাও করছে মেডিক্যাল টিম। কোভিড বিধি অনুযায়ী ইংল্যান্ড থেকে রিহ্যাব পর্ব সেরে ভারতে ফেরার পর ১৪ দিনের কোয়ারান্টিন পর্বে থাকতে হবে ইংল্যান্ড পেসারকে। তারপর তিনি রাজস্থান রয়্যালসের অংশ হতে পারবেন। আর্চারের চোটের খবরে চাপে রয়্যালস কর্তৃপক্ষ।

আরও পড়ুন: আর্চারের চোট, অনিশ্চিত আইপিএলে

আর্চারের চোটের খবর দেওয়ার পাশাপাশি ভারতের বিরুদ্ধে একদিনের সিরিজের জন্য ১৪ জনের দল ঘোষণা করল ইংল্যান্ড বোর্ড। দলের সঙ্গে অতিরিক্ত হিসেবে থাকছেন জ্যাক বেল, ক্রিস জর্ডান এবং ডেভিড মালান। একদিনের সিরিজে ইংল্যান্ড দল- ইওন মর্গ্যান, মইন আলি, জনি বেয়ারস্টো, স্যাম বিলিংস, জস বাটলার, স্যাম কারেন, টম কারেন, লিয়াম লিভিংস্টোন, ম্যাট পার্কিনসন, আদিল রাশিদ, জেসন রয়, বেন স্টোকস, রিক টপলি, মার্ক উড।

 

Next Article