AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

IPL 2025 Captain: শুধু ট্রফি নয়, আইপিএলে কোন ক্যাপ্টেনের বেশি জয়? প্রথম পাঁচ…

Indian Premier League: সবচেয়ে বেশি আলোচনা হয়, কোন দল সবচেয়ে সফল এবং সেই সাফল্যের নেপথ্যে কারা। কোন ক্যাপ্টেনের ঝুলিতে কত বেশি ট্রফি, কত বেশি জয়। আজ কথা শুনব আইপিএলে জয়ের নেপথ্যে থাকা অধিনায়কদের নিয়েই। কারা কারা রয়েছেন এই তালিকায়?

IPL 2025 Captain: শুধু ট্রফি নয়, আইপিএলে কোন ক্যাপ্টেনের বেশি জয়? প্রথম পাঁচ...
Image Credit: BCCI
| Updated on: May 29, 2025 | 3:15 PM
Share

আইপিএল দেখেন? তা হলে তো জানারই কথা পুরো টুর্নামেন্ট জুড়েই সমর্থকদের নানা তরজা চলতে থাকে। কে কোন দলের সাপোর্টার, কার সাপোর্ট করা দল কত ভালো এমন অনেক আলোচনা। আর সবচেয়ে বেশি আলোচনা হয়, কোন দল সবচেয়ে সফল এবং সেই সাফল্যের নেপথ্যে কারা। কোন ক্যাপ্টেনের ঝুলিতে কত বেশি ট্রফি, কত বেশি জয়। কারা রয়েছেন এই তালিকায়?

তালিকায় প্রথমেই ভারতীয় ক্রিকেটের সবচেয়ে সফল অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি। দেশকে তিনটি আইসিসি ট্রফি দিয়েছেন। এই রেকর্ড এশিয়ার কোনও ক্যাপ্টেনের নেই। আইপিএলের মঞ্চেও একইরকম সফল। আইপিএলের জন্মলগ্ন থেকে খেলছেন। পাঁচবার ট্রফি দিয়েছেন চেন্নাই সুপার কিংসকে। এ মরসুমে অবশ্য প্লে-অফে যেতে পারেনি সিএসকে। আগামী মরসুমে ধোনি খেলবেই এখনও নিশ্চিত নয়। আইপিএলে ২৩৫টি ম্য়াচে নেতৃত্ব দিয়ে জিতেছেন ১৩৬টি।

তালিকায় দ্বিতীয় স্থানে ভারতের ওয়ান ডে ক্যাপ্টেন রোহিত শর্মা। ধোনির মতো তিনিও আইপিএলের সবচেয়ে সফল অধিনায়ক। ক্যাপ্টেন হিসেবে মুম্বই ইন্ডিয়ান্সকে পাঁচটি আইপিএল জিতিয়েছেন। আইপিএলে ১৫৮টি ম্যাচের মধ্যে তাঁর ক্য়াপ্টেন্সিতে জয় ৮৭টি।

তালিকায় তৃতীয় স্থানে রয়েছেন ভারতীয় দলের হেড কোচ গৌতম গম্ভীর। ২০০৯ থেকে ২০১৮ অবধি দিল্লি ও কলকাতাকে নেতৃত্ব দিয়েছেন গম্ভীর। ক্যাপ্টেন হিসেবে কেকেআরকে দুটি ট্রফি দিয়েছেন। আইপিএলে মোট ১২৯ ম্য়াচে নেতৃত্ব দিয়েছেন। জিতেছেন ৭১টি ম্যাচ।

তালিকায় চতুর্থ স্থানে দেশ তথা আরসিবির স্টার ব্য়াটার বিরাট কোহলি। সেই আইপিএল শুরুর সময় থেকে এখনও অবধি একটি দলের হয়েই খেলছেন বিরাট। ২০১১ থেকে ২০২৩ অবধি বেঙ্গালুরুর ক্য়াপ্টেন্সি করেছেন। মোট ১৪৩টির মধ্যে ৬৬টি ম্য়াচে বেঙ্গালুরুকে জিতিয়েছেন ক্যাপ্টেন বিরাট কোহলি।

তালিকায় পঞ্চম স্থানে জায়গা করে নিয়েছেন শ্রেয়স আইয়ার। দিল্লি, কেকেআর এবং বর্তমানে পঞ্জাব কিংসের ক্যাপ্টেন। গত মরসুমে তাঁর ক্যাপ্টেন্সিতে ট্রফি জিতেছে কেকেআর। দীর্ঘ ১১ বছরের ব্যবধানে এবার পঞ্জাবকে প্লে-অফে তুলেছেন। ট্রফিরও অন্যতম দাবিদার। তিনটি দলের হয়ে মোট ৮৪ ম্যাচে নেতৃত্ব দিয়েছেন। এর মধ্যে জয় ৪৭ ম্যাচে। পরিসংখ্যান আরও ভালো হবে, বলাই যায়।