কলকাতা: কেরল ম্যাচ জিতে হারানো আত্মবিশ্বাস ফিরে পেয়েছে ইস্টবেঙ্গল। এই ম্যাচটাই অক্সিজেন জুগিয়েছে লাল- হলুদের ড্রেসিংরুমে। সুপার সিক্সে ওঠার আশা জিইয়ে রাখতে রবিবার ঘরের মাঠে জিততেই হবে ইস্টবেঙ্গলকে। ডু অর ডাই পরিস্থিতি। আইএসএলের আসরে কখনও প্লে অফ খেলেনি ইস্টবেঙ্গল। এবছর শুরু থেকে সমর্থকরা আশা দেখলেও অচিরেই সেই স্বপ্নে অনেকটা ধাক্কা খেয়েছে। তবে আবারও সুযোগ ফিরে এসেছে ইস্টবেঙ্গলের কাছে। বাকি দুটো ম্যাচ থেকে ৬ পয়েন্ট দরকার লাল-হলুদের। একই সঙ্গে পয়েন্ট নষ্ট করতে হবে চেন্নাই আর নর্থ ইস্টকে। নিজেদের কাজটা সেরে ফেলতে মরিয়া ক্লেটন সিলভারা।
ইস্টবেঙ্গলের ঠিক ওপরেই আছে সুনীল ছেত্রীদের বেঙ্গালুরু। কোচ কার্লেস কুয়াদ্রাতের পুরনো দল। বেঙ্গালুরুকে আইএসএল জিতিয়েছেন। সেই দলের বিরুদ্ধেই এবার তিন পয়েন্ট তোলার চ্যালেঞ্জ লাল-হলুদের স্প্যানিশ কোচের কাছে। রাস্তা কঠিন হলেও, স্বপ্ন দেখা ছাড়তে চান না কুয়াদ্রাত। কার্ড সমস্যা মিটিয়ে বেঞ্চে ফিরছেন তিনি। এটাই দলের কাছে ইউএসপি।
বেঙ্গালুরু ম্যাচে ইস্টবেঙ্গলের ২০ জনের স্কোয়াডে থাকবেন মহিতোষ রায়। ম্যাচের আগে সাংবাদিক সম্মেলনেও সেকথা জানান কোচ কুয়াদ্রাত। লাল-হলুদ কোচ বললেন, ‘বেঙ্গালুরুর মতো কঠিন দলের বিরুদ্ধে মাঠে নামার আগে মানসিকভাবে প্রস্তুত আমার ছেলেরা। জেরার্ডের কোচিংয়ে বেঙ্গালুরু অনেক উন্নতি করেছে, আমাদের তাই সতর্ক থাকতে হবে। আইএসএলে প্রথমবার ইস্টবেঙ্গল প্লে অফের জন্য লড়াই করছে, ছেলেরা মানসিকভাবে উজ্জীবিত। আমাদের কাছে এই ম্যাচটা একপ্রকার ফাইনাল। জেতা ছাড়া উপায় নেই। চাইছি সমর্থকরা মাঠে এসে আমাদের জন্য গলা ফাটাক।’