মুম্বই: নতুন বছরের শুরুতে মাকে সারপ্রাইজ দিতে বাড়ি যাওয়ার পথে আকস্মিক দুর্ঘটনার শিকার হয়েছিলেন টিম ইন্ডিয়ার উইকেটকিপার-ব্যাটার ঋষভ পন্থ (Rishabh Pant)। ২০২২ সালের ৩০ ডিসেম্বর দিল্লি-দেরাদুন হাইওয়েতে ভয়াবহ গাড়ি দুর্ঘটনার কবলে পড়েন তিনি। সেই দুর্ঘটনায় ডান হাঁটুর লিগামেন্ট ছিঁড়ে যাওয়ার পাশাপাশি ডান হাতের কব্জি, গোড়ালি, পায়ের আঙুল এবং পিঠে আঘাত পেয়েছিলেন পন্থ। তাঁর হাঁটুর অস্ত্রোপচার (Operation) ইতিমধ্যেই হয়ে গিয়েছে। এখনও চিকিৎসাধীন পন্থ। ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছেন। সোশ্যাল মিডিয়ায় (Social Media) নিজেই নিজের হেলথ আপডেট দিয়েছেন তিনি। কেমন আছেন ঋষভ? তুলে ধরল TV9 Bangla।
ভয়াবহ দুর্ঘটনায় কোনও মতে প্রাণে বেঁচেছেন। তবে এখনও লড়াই জারি তাঁর। ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছেন। মঙ্গলবার ইনস্টাগ্রাম স্টোরিতে একটি ছবি দিয়ে ঋষভ লিখেছেন, “জানতাম না বাইরে বসে, আবার তাজা হাওয়ায় শ্বাস নিতে পারব! ভাগ্যবান মনে হচ্ছে নিজেকে।” কিছুদিন আগেও তাঁর শারীরিক অবস্থা এমন ছিল যে চিকিৎসকেরা নিশ্চিত করে বলতে পারছিলেন না কবে নিজের পায়ে হাঁটতে পারবেন তিনি। তবে এখন তাঁর অবস্থা অনেকটাই স্থিতিশীল। তা স্পষ্ট তাঁর কথায়। প্রিয় পন্থের এই আপডেটে খুশি ক্রিকেট মহল।
শারীরিক অবস্থার জন্য চলতি বছরে আসন্ন বর্ডার গাভাসকার ট্রফিতে খেলতে পারবেন না পন্থ। শুধু তাই নয়, এ বারের আইপিএলে তাঁকে পাবে না দিল্লি ক্যাপিটালসও। এর আগে ভারত-নিউজিল্যান্ড সিরিজেও তাঁকে পায়নি ভারতীয় দল। ঋষভকে ছাড়াই কিউয়িদের বিরুদ্ধে জিতেছে দ্রাবিড়ের ভারত। গত বছরের বর্ডার গাভাসকার ট্রফিতে নজির গড়েছিলেন ঋষভ। রেকর্ডের তালিকাতেও রয়েছে তাঁর নাম। এ বার তাঁকে ছাড়াই আসন্ন অজিদের বিরুদ্ধে নামবে ভারত। তাঁর পরিবর্তে উইকেটের পেছনে কাকে দলে নেওয়া হবে, সেই নিয়েও জল্পনা শুরু হয়েছে ইতিমধ্য়ে। পন্থের বিকল্প হিসেবে উঠে আসছে ঈশান কিষাণ ও কোনা শ্রীকর ভরতের নাম। পন্থকে বর্ডার গাভাসকর ট্রফিতে না পাওয়াটা নিশ্চিতভাবেই ভারতীয় দলের কাছে বড় ধাক্কা। তবে এখন ঋষভের পুরোপুরি সুস্থ হয়ে ওঠাটাই আসল। তাঁর দ্রুত সুস্থতা কামনা করছে ক্রিকেট মহল। সবার একটাই প্রার্থনা যত তাড়াতাড়ি সম্ভব সুস্থ হয়ে বাইশ গজে ফিরুক পন্থ।