হরমনপ্রীতদের অস্ট্রেলিয়া সফর স্থগিত

sushovan mukherjee |

Dec 31, 2020 | 2:03 PM

৮ মার্চ টি-২০ বিশ্বকাপ ফাইনালে শেষবার মাঠে নেমেছিলেন ভারতের মেয়েরা

হরমনপ্রীতদের অস্ট্রেলিয়া সফর স্থগিত
জানুয়ারিতে অস্ট্রেলিয়ায় যাচ্ছেন না স্মৃতি মান্ধানারা। ছবি-টুইটার।

Follow Us

TV9 বাংলা ডিজিটাল: পিছিয়ে গেল মিতালি রাজদের অস্ট্রেলিয়া সফর। নতুন বছরের শুরুতেই ক্যাঙ্গারুর দেশে পাড়ি দেওয়ার কথা ছিল মিতালি রাজ-হরমনপ্রীত কৌরদের। জানুয়ারিতে অস্ট্রেলিয়ার মেয়েদের সঙ্গে তিনটি একদিনের ম্যাচের সিরিজ খেলার কথা ছিল ভারতের মেয়েদের। করোনা ভাইরাসের প্রকোপের জন্যই এই সিরিজ পিছিয়ে দিল ক্রিকেট অস্ট্রেলিয়া। ২০২২ সালে অস্ট্রেলিয়া সফরে যাবে ভারতীয় মহিলা দল। একদিনের ম্যাচের সিরিজের সঙ্গে ৩টি টি-টোয়েন্টি ম্যাচের সিরিজও খেলবেন হরমনপ্রীতরা।

মূলত ২০২১ বিশ্বকাপের প্রস্তুতি হিসাবে অস্ট্রেলিয়ায় যাওয়ার কথা ছিল ভারতের মেয়েদের। করোনা পরিস্থিতির জন্য মেয়েদের বিশ্বকাপ এক বছর পিছিয়ে ২০২২ সালে হবে। তাই ২০২২ বিশ্বকাপের আগেই ডনের দেশে যাবেন স্মৃতি মান্ধানারা। ৮ মার্চ টি-২০ বিশ্বকাপ ফাইনালে শেষবার মাঠে নেমেছিলেন ভারতের মেয়েরা। তারপর আর জাতীয় দলের জার্সিতে মাঠে নামেননি হরমনপ্রীত-স্মৃতিরা। কোভিড পরিস্থিতির জন্য সমস্ত কিছুই থমকে গিয়েছে।

আরও পড়ুন:দেশে ফিরছেন উমেশ, সিডনিতে সম্ভবত শার্দূল

অস্ট্রেলিয়া সফর পিছিয়ে যাওয়ায় শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ডের সঙ্গে কথা চালাচ্ছে ভারতীয় ক্রিকেট বোর্ড। ফেব্রুয়ারিতে শ্রীলঙ্কার সঙ্গে দ্বিপাক্ষিক সিরিজ খেলতে পারে ভারতের মেয়েরা। সীমিত ওভারের ম্যাচ অনুষ্ঠিত হতে পারে দুই দেশের মধ্যে। ভারত না শ্রীলঙ্কা, কোথায় খেলা হবে তা এখনও চূড়ান্ত হয়নি।

Next Article