দেশে ফিরছেন উমেশ, সিডনিতে সম্ভবত শার্দূল

sushovan mukherjee |

Dec 31, 2020 | 1:52 PM

২ বছর আগে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে টেস্ট অভিষেক হয় শার্দূল ঠাকুরের।

দেশে ফিরছেন উমেশ, সিডনিতে সম্ভবত শার্দূল
উমেশের জায়গায় সিডনিতে খেলতে পারেন শার্দুল।

Follow Us

TV9 বাংলা ডিজিটাল: কাফ মাসেলে চোটের জন্য অস্ট্রেলিয়ার সফর থেকে ছিটকে গেলেন উমেশ যাদব। মেলবোর্ন টেস্টে খেলার সময় কাফ মাসেলে টান ধরে উমেশ যাদবের। খেলা চলাকালীনই মাঠের বাইরে চলে যান ভারতীয় পেসার। চোট পরীক্ষা করে দেখা যায়, কাফ মাসেল টিয়ার হয়েছে উমেশের। তৃতীয় এবং চতুর্থ টেস্টে খেলতে পারবেন না তিনি। ফলে রিহ্যাবের জন্য বেঙ্গালুরুর এনসিএ-তে ফেরত পাঠানো হচ্ছে উমেশ যাদবকে।

৭ জানুয়ারি থেকে সিডনিতে শুরু ভারত-অস্ট্রেলিয়া তৃতীয় টেস্ট। সূত্রের খবর, উমেশ যাদবের পরিবর্তে শার্দূল ঠাকুরকে সিডনি টেস্টে খেলানোর ভাবনা ভারতীয় টিম ম্যানেজমেন্টের। অনেকে ধারণা করেছেন যে উমেশ যাদবের বদলে হয়তো এগারো জনের দলে আসতে পারেন টি. নটরাজন। তবে বোর্ড সূত্রের খবর, নটরাজনের চেয়ে শার্দূল ঠাকুরকেই এগিয়ে রাখছে থিঙ্ক ট্যাঙ্ক। তামিলনাড়ুর হয়ে মাত্র একটি প্রথম শ্রেণির ম্যাচ খেলেছেন নটরাজন। সেখানে মুম্বইয়ের হয়ে ঘরোয়া ক্রিকেটে বেশ কয়েকটি ম্যাচ খেলার অভিজ্ঞতা রয়েছে শার্দূল ঠাকুরের। প্রথম শ্রেণির ক্রিকেটে ৬২টি ম্যাচে ২০৬ উইকেট নিয়েছেন তিনি। এমনকি ব্যাট হাতে ৬টি হাফ সেঞ্চুরিও করেছেন। লাল বলে বল করার অভিজ্ঞতা সিডনি টেস্টে এগিয়ে রাখছে মুম্বই পেসারকে।

আরও পড়ুন:ময়দানি সাতকাহন

২ বছর আগে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে টেস্ট অভিষেক হয় শার্দূল ঠাকুরের। তবে মাত্র ১০ বল করার পরই কুঁচকির চোটের জন্য সেই টেস্টে মাঠের বাইরে চলে যান তিনি।  সিডনি টেস্টে জাতীয় দলের হয়ে ফের টেস্ট খেলতে দেখা যেতে পারে তাকে। যদিও দলের কোচ রবি শাস্ত্রী, বোলিং কোচ ভরত অরুণ এবং অধিনায়ক অজিঙ্কা রাহানে শেষ সিদ্ধান্ত নেবেন।

Next Article