AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

ময়দানি সাতকাহন

করোনার প্রকোপ থাকলেও ২০২০তে বাংলার খেলাধুলো দেখেছে একাধিক ছোট-বড় ঘটনা। তেমনই সাতটি ঘটনা নিয়ে টিভি ৯ বাংলা ডিজিটালের প্রতিবেদন ময়দানি সাতকাহন।

| Updated on: Dec 31, 2020 | 12:45 PM
Share
করোনা আবহে ২০২০ সালের আই লিগ শেষ করা যায়নি। কিন্তু লিগ বন্ধ হওয়ার আগেই চ্যাম্পয়নশিপ নিশ্চিত করে কিভু ভিকুনার মোহনবাগান। (ছবি-মোহনবাগান টুইটার)

করোনা আবহে ২০২০ সালের আই লিগ শেষ করা যায়নি। কিন্তু লিগ বন্ধ হওয়ার আগেই চ্যাম্পয়নশিপ নিশ্চিত করে কিভু ভিকুনার মোহনবাগান। (ছবি-মোহনবাগান টুইটার)

1 / 7
সবুজ মেরুন ও লাল হলুদ। কলকাতা ফুটবলের দুই ঐতিহ্য ২০২০ সালে পা রাখে ইন্ডিয়ান সুপার লিগে। (ছবি-আইএসএল টুইটার)

সবুজ মেরুন ও লাল হলুদ। কলকাতা ফুটবলের দুই ঐতিহ্য ২০২০ সালে পা রাখে ইন্ডিয়ান সুপার লিগে। (ছবি-আইএসএল টুইটার)

2 / 7
আইএসএলে কলকাতার দুই প্রধান যোগ দেওয়ার সঙ্গে সঙ্গেই উন্মাদনার পারদ চড়েছিল ডার্বি ম্যাচ নিয়ে। করোনা পরিস্থিতিতে দর্শকহীন স্টেডিয়ামে হয় প্রথম বড় ম্যাচ। এসসি ইস্টবেঙ্গলকে হারিয়ে আইএসএলের প্রথম বড় ম্যাচ জেতে সবুজ-মেরুন। (ছবি-আইএসএল টুইটার)

আইএসএলে কলকাতার দুই প্রধান যোগ দেওয়ার সঙ্গে সঙ্গেই উন্মাদনার পারদ চড়েছিল ডার্বি ম্যাচ নিয়ে। করোনা পরিস্থিতিতে দর্শকহীন স্টেডিয়ামে হয় প্রথম বড় ম্যাচ। এসসি ইস্টবেঙ্গলকে হারিয়ে আইএসএলের প্রথম বড় ম্যাচ জেতে সবুজ-মেরুন। (ছবি-আইএসএল টুইটার)

3 / 7
ইস্টবেঙ্গল-মোহনবাগান যখন পাড়ি দিল আইএসএলে, তখন ২০২০ সালে দ্বিতীয় ডিভিশন আইলিগ চ্যাম্পিয়ন হয়ে, প্রথম ডিভিশনে পা দিল বাংলার তৃতীয় প্রধান মহমেডান স্পোর্টিং। (ছবি-টুইটার)

ইস্টবেঙ্গল-মোহনবাগান যখন পাড়ি দিল আইএসএলে, তখন ২০২০ সালে দ্বিতীয় ডিভিশন আইলিগ চ্যাম্পিয়ন হয়ে, প্রথম ডিভিশনে পা দিল বাংলার তৃতীয় প্রধান মহমেডান স্পোর্টিং। (ছবি-টুইটার)

4 / 7
২০২০ সালে ২৭তম ফুটবলার হিসেবে অর্জুন পুরস্কার পেলেন জাতীয় দলের ডিফেন্ডার সন্দেশ ঝিঙ্ঘান।(ছবি-সন্দেশ ঝিঙ্ঘান ইন্সটাগ্রাম)

২০২০ সালে ২৭তম ফুটবলার হিসেবে অর্জুন পুরস্কার পেলেন জাতীয় দলের ডিফেন্ডার সন্দেশ ঝিঙ্ঘান।(ছবি-সন্দেশ ঝিঙ্ঘান ইন্সটাগ্রাম)

5 / 7
২০২০ সালে আরও একবার রঞ্জি চ্যাম্পিয়ন হওয়ার সুযোগ এসেছিল বাংলার সামনে। কিন্তু রাজকোটে ফাইনাল ম্যাচে সৌরাষ্ট্রের কাছে হার মানতে হয় অভিমন্যু ঈশ্বরণদের  (ছবি-উনাদকট টুইটার)

২০২০ সালে আরও একবার রঞ্জি চ্যাম্পিয়ন হওয়ার সুযোগ এসেছিল বাংলার সামনে। কিন্তু রাজকোটে ফাইনাল ম্যাচে সৌরাষ্ট্রের কাছে হার মানতে হয় অভিমন্যু ঈশ্বরণদের (ছবি-উনাদকট টুইটার)

6 / 7
বছরের শেষে বেঙ্গল অলিম্পিক অ্যাসোশিয়েসনের নির্বাচন। মুখোমুখি দাদা ও ভাই। অজিত বন্দ্যোপাধ্যায়কে হারিয়ে বিওএ সভাপতি নির্বাচিত হলেন ভাই স্বপন বন্দোপাধ্যায়। দুজনই রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাই। (নিজস্ব চিত্র)

বছরের শেষে বেঙ্গল অলিম্পিক অ্যাসোশিয়েসনের নির্বাচন। মুখোমুখি দাদা ও ভাই। অজিত বন্দ্যোপাধ্যায়কে হারিয়ে বিওএ সভাপতি নির্বাচিত হলেন ভাই স্বপন বন্দোপাধ্যায়। দুজনই রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাই। (নিজস্ব চিত্র)

7 / 7