ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের গত মরসুমে তুফানি বোলিং দেখা গিয়েছে। ভারতের এক তরুণ পেসার ১৫০ কিমি/ঘণ্টায় বোলিং করছেন। তাও একবার নয়, বারবার। ক্রমশ গতি বাড়ে। এমনকি ১৫৬.৭ কিমি/ঘণ্টা গতিতেও বোলিং করেন লখনউ সুপার জায়ান্টসের তরুণ পেসার মায়াঙ্ক যাদব। তাঁকে নিয়ে হইচই পড়ে যায়। এই গতি ধরে রাখা খুবই চ্যালেঞ্জের। আর সেখানেই অস্বস্তি তৈরি হয়। চোট পেয়ে পুরো আইপিএলে খেলা হয়নি মায়াঙ্ক যাদবের। তবে ভারতীয় ক্রিকেটে মায়াঙ্ক যে নেক্সট বিগ থিং হতে চলেছেন, এ বিষয়ে সন্দেহ নেই। ভারতের এই তরুণ পেসারকে ‘রোলস রয়েস’ প্রশংসায় ভরিয়ে দিয়েছেন প্রাক্তন প্রোটিয়া ক্রিকেটার জন্টি রোডস।
লখনউ সুপার জায়ান্টসের ফিল্ডিং কোচ জন্টি রোডস। মায়াঙ্ককে খুব কাছ থেকে দেখেছেন। সব কিছু ঠিক থাকলে ২০২৩ সালের ইন্ডিয়ান প্রিমিয়ার লিগেই অভিষেক হত তাঁর। নেটে বোলিংয়ের সময় চোট পেয়েছিলেন। গত আইপিএলে অবশেষে অভিষেক। পরপর দু ম্যাচে সেরার পুরস্কারও জেতেন। তাঁকে নিয়ে লখনউ সুপার জায়ান্টসের ফিল্ডিং কোচ জন্টি রোডস বলছেন, ‘আমি বোলিং কোচ নই। তবে গত মরসুমে মর্নে মর্কেল বলেছিল-এই ছেলেটা পুরো রোলস রয়েসের মতো। আমরা অ্যালান ডোনাল্ডের ক্ষেত্রে এটা বলে থাকতাম।’
ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের গত মরসুমে সবচেয়ে দ্রুতগতির বোলিং মায়াঙ্ক যাদবই করেছেন। রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বিরুদ্ধে ১৫৬.৭কিমি/ঘণ্টা গতি তুলেছিলেন। গুজরাট টাইটান্সের বিরুদ্ধে চোট পেয়ে ছিটকে গিয়েছিলেন। জাতীয় ক্রিকেটে অ্যাকাডেমিতে তাঁর রিহ্যাব পর্ব চলছে। অনেকের মতে, অস্ট্রেলিয়া সফরে নিয়ে যাওয়া উচিত মায়াঙ্ক যাদবের মতো এক্সপ্রেস গতির পেসারকে। সবটাই অবশ্য তাঁর ফিটনেসের উপর নির্ভর করছে। তার আগে ঘরোয়া ক্রিকেটেও খেলতে হবে।