IND vs SA, T20I Squad: দলে ওয়াপসি হার্দিকের, শর্তসাপেক্ষে ফিরলেন গিল; কেমন হল ভারতের টি-২০ টিম?
India's squad for T20I series against South Africa: রায়পুরে ভারত-দক্ষিণ আফ্রিকা দ্বিতীয় ওডিআই ম্যাচের মাঝেই আগামী টি-টোয়েন্টি সিরিজের জন্য ভারতীয় স্কোয়াড ঘোষণা করল বোর্ড। দীর্ঘদিন পর আবার ভারতীয় টিমে ফিরলেন হার্দিক পান্ডিয়া।

কলকাতা: ক্রিকেট মহলে কান পাতলে বারবার শোনা যাচ্ছিল, রায়পুরে ভারত-দক্ষিণ আফ্রিকা (India vs South Africa) দ্বিতীয় ওডিআইয়ের মাঝেই ঘোষণা হবে টি-২০ সিরিজের জন্য ভারতীয় স্কোয়াড। হলও তেমনটাই। ৯ ডিসেম্বর থেকে শুরু হতে চলা ভারত-দক্ষিণ আফ্রিকার ৫ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের জন্য ঘোষিত হল ভারতীয় স্কোয়াড। ১৫ সদস্যের এই টিমে ফিরেছেন হার্দিক পান্ডিয়া (Hardik Pandya)। শর্তসাপেক্ষে নাম রয়েছে শুভমন গিলের (Shubman Gill)। তবে জায়গা পাননি সকলের প্রিয় রিঙ্কু সিং।
আসন্ন ভারত-দক্ষিণ আফ্রিকা টি-টোয়েন্টি সিরিজের জন্য ১৫ সদস্যের যে ভারতীয় স্কোয়াড ঘোষণা হয়েছে, তাতে জায়গা পেয়েছেন – সূর্যকুমার যাদব (অধিনায়ক), শুভমন গিল (সহ-অধিনায়ক)*, অভিষেক শর্মা, তিলক ভার্মা, হার্দিক পান্ডিয়া, শিবম দুবে, অক্ষর প্যাটেল, জীতেশ শর্মা (উইকেটকিপার), সঞ্জু স্যামসন (উইকেটকিপার), জসপ্রীত বুমরা, বরুণ চক্রবর্তী, অর্শদীপ সিং, কুলদীপ যাদব, হর্ষিত রানা ও ওয়াশিংটন সুন্দর। {*শুভমন গিলকে এই সিরিজের জন্য বেছে নেওয়া হয়েছে ঠিকই, কিন্তু বোর্ডের প্রকাশিত বিবৃতিতে লেখা হয়েছে, তিনি বিসিসিআইয়ের সেন্টার অব এক্সেলেন্সের ফিটনেস ক্লিয়ারেন্স সার্টিফিকেট পেলে খেলার সুযোগ পাবেন।}
এশিয়া কাপে চোট পেয়ে ২২ গজ থেকে ছিটকে গিয়েছিলেন হার্দিক। সম্প্রতি সৈয়দ মুস্তাক আলি ট্রফিতে তিনি ফিট হয়ে ফিরেছেন। এ বার জাতীয় দলেও ফিরতে চলেছেন। অপরদিকে শুভমন গিল ইডেন টেস্টে ঘাড়ে চোট পেয়েছিলেন। বোর্ডের এক সূত্র জানিয়েছে, তিনি ফিট। এ বার দেখার আসন্ন টি-২০ সিরিজে তাঁকে অ্যাকশনে দেখআ যায় কি না।
এক ঝলকে দেখে নিন ভারত-দক্ষিণ আফ্রিকার ৫ ম্যাচের টি-২০ সিরিজের সময়, তারিখ ও ভেনু —
১. ৯ ডিসেম্বর (মঙ্গলবার) সন্ধে ৭টা থেকে ভারত ও দক্ষিণ আফ্রিকার প্রথম টি-২০ ম্যাচ হবে কটকে।
২. ১১ ডিসেম্বর (বৃহস্পতিবার) সন্ধে ৭টা থেকে ভারত ও দক্ষিণ আফ্রিকার দ্বিতীয় টি-২০ ম্যাচ হবে নিউ চণ্ডীগড়ে।
৩. ১৪ ডিসেম্বর (রবিবার) সন্ধে ৭টা থেকে ভারত ও দক্ষিণ আফ্রিকার তৃতীয় টি-২০ ম্যাচ হবে ধর্মশালায়।
৪. ১৭ ডিসেম্বর (বুধবার) সন্ধে ৭টা থেকে ভারত ও দক্ষিণ আফ্রিকার চতুর্থ টি-২০ ম্যাচ হবে লখনউতে।
৫. ১৯ ডিসেম্বর (শুক্রবার) সন্ধে ৭টা থেকে ভারত ও দক্ষিণ আফ্রিকার পঞ্চম টি-২০ ম্যাচ হবে আমেদাবাদে।
