IPL 2025, RCB: ট্রফির স্বপ্নে ফের ধাক্কা! চোটের জন্য ফেরার সুযোগ ক্ষীণ আরসিবি তারকার
Indian Premier League: পরিবর্ত হিসেবে নেওয়া হয়েছে অভিজ্ঞ ব্যাটার মায়াঙ্ক আগরওয়ালকে। কিন্তু সমস্যা বেড়েছে অন্য জায়গায়। বোলিংয়ের প্রধান ভরসার চোট। তাঁকে আইপিএলের বাকি পর্বেই আর পাবে কি না আরসিবি, এই নিয়ে বড় রকমের প্রশ্নচিহ্ন রয়েছে।

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ দ্রুতই শুরু হবে। সরকারি ভাবে বাকি ম্যাচগুলির সূচি ঘোষণা বাকি। এ বার ট্রফির দৌড়ে অন্যতম ফেভারিট রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। টুর্নামেন্টে দুর্দান্ত খেলছে তারা। ঘরের মাঠে ম্যাচগুলোয় প্রথম দিকে সমস্যা হচ্ছিল। পরে অবশ্য ঘরেও জেতা শুরু করেছে। চোটের কারণে দেবদত্ত পাড়িক্কল ছিটকে যাওয়ায় পরিবর্ত হিসেবে নেওয়া হয়েছে অভিজ্ঞ ব্যাটার মায়াঙ্ক আগরওয়ালকে। কিন্তু সমস্যা বেড়েছে অন্য জায়গায়। বোলিংয়ের প্রধান ভরসার চোট। তাঁকে আইপিএলের বাকি পর্বেই আর পাবে কি না আরসিবি, এই নিয়ে বড় রকমের প্রশ্নচিহ্ন রয়েছে।
চোটের কারণে আরসিবির শেষ ম্যাচটায় খেলানো হয়নি অজি তারকা পেসার জশ হ্যাজলউডকে। এমনকি যেদিন আইপিএল স্থগিত করা হয় এক সপ্তাহের জন্য, সূচি অনুযায়ী সেই দিন লখনউয়ের বিরুদ্ধেও তাঁর খেলা নিয়ে সন্দেহ ছিল। আইপিএল স্থগিত হওয়ায় দেশে ফিরেছেন জশ হ্যাজলউড। আদৌ তিনি ফিরবেন কি না, সন্দেহ রয়েছে। তার প্রথম কারণ নিঃসন্দেহে চোট। দ্বিতীয় কারণ বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ।
আগামী ১১ জুন লর্ডসে শুরু বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল। মুখোমুখি হতে চলেছে দক্ষিণ আফ্রিকা ও অস্ট্রেলিয়া। ফাইনালের জন্য হ্যাজলউডকে রেডি হতে দিতে চাইবে অস্ট্রেলিয়া ক্রিকেট বোর্ড। চোট নিয়ে আইপিএলে খেললে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল থেকে ছিটকে যেতে পারেন হ্যাজলউড। আবার আইপিএলে না খেললে আরসিবির বোলিং লাইন আপের উপর চাপ বাড়বে। ভালো জায়গায় থাকলেও হ্যাজলউডের চোটের কারণে ট্রফির স্বপ্নে বড় ধাক্কা রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর।





