IPL 2021 : পাক সিরিজ না খেলে আইপিএল! ক্ষুব্ধ ইনজামাম

TV9 Bangla Digital | Edited By: raktim ghosh

Aug 11, 2021 | 5:14 PM

IPL 2021 : নিজের ইউ টিউব চ্যানেলে ক্ষুব্ধ ইনজি বলেছেন, "যেখানেই পাকিস্তান সিরিজ খেলতে যায়, সেখানে প্রতিপক্ষের সেরা ক্রিকেটারদের বিরুদ্ধে খেলতে পারছেননা আমাদের ক্রিকেটাররা।"

IPL 2021 : পাক সিরিজ না খেলে আইপিএল! ক্ষুব্ধ ইনজামাম
আইসিসির দৃষ্টি আকর্ষণ ইনজামামের

Follow Us

করাচিঃ মঙ্গলবারই ৩ নিউজিল্যান্ড ক্রিকেটার জানিয়েছিলেন তাঁরা দেশের হয়ে পাকিস্তানের বিরুদ্ধে সিরিজে নয়, খলবেন আইপিএলে। তাঁদের মধ্যে রয়েছেন তিন তারকা কিউই ক্রিকেটার। কেন উইলিয়ামসন, জেমিসন ও ট্রেন্ট বোল্ট। এই তিন ক্রিকেটারের সিদ্ধান্তে এবার প্রচন্ড চটেছেন প্রাক্তন পাক অধিনায়ক ইনজামাম উল হক। আইসিসির দৃষ্টি আকর্ষণ করেছেন ইনজি।

মঙ্গলবারই উইলিয়ামসন, বোল্টের মত তারকারা জানিয়ে দিয়েছিলেন তাঁরা এবার আইপিএল খেলবেন। পাকিস্তানের বিরুদ্ধে সিরিজে নয়। এই খবরের পর বেজায় চটেছেন ইনজামাম। নিজের ইউ টিউব চ্যানেলে ক্ষুব্ধ ইনজি বলেছেন, “যেখানেই পাকিস্তান সিরিজ খেলতে যায়, সেখানে প্রতিপক্ষের সেরা ক্রিকেটারদের বিরুদ্ধে খেলতে পারছেননা আমাদের ক্রিকেটাররা।গত এপ্রিলে আমরা যখন দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে সিরিজ খেলতে গিয়েছিলাম, তখনও সে দেশের তারকা ক্রিকেটাররা ব্যস্ত ছিলেন আইপিএলে। এবারও নিউজিল্যান্ডের ক্রিকেটাররা পাকিস্তানের বিরুদ্ধে সিরিজ না খেলে যাচ্ছেন আইপিএলে। আমার মনে হয় সেরা খেলোয়াড়দের বিরুদ্ধে খেলার সুযোগ পাচ্ছেনা আমাদের দলের ক্রিকেটাররা। আইসিসি আপনারা কি কিছু দেখছেননা?”

ক্ষুব্ধ ইনজামাম, এই সমস্যা সমাধানের জন্য এবার আইসিসির দৃষ্টি আকর্ষণ করেছে। তবে ইনজির এই দাবি কতটা মানা হবে, সে নিয়ে প্রশ্ন রয়েছে খোদ ক্রিকেটমহলে।

Next Article