ফের করোনার থাবা, এ বার শিকার দিল্লির নর্টজে

sushovan mukherjee |

Apr 14, 2021 | 6:34 PM

দক্ষিণ আফ্রিকান পেস বোলার পাকিস্তানের বিরুদ্ধে দুটো ওয়ান ডে ম্যাচ খেলে যোগ দিয়েছিলেন আইপিএলে (IPL)। দিল্লিতে আসার পর নিয়ম মতো যে পরীক্ষা হয়েছিল, তাতে রিপোর্ট নেগেটিভ এসেছিল নর্টজের (Anrich Nortje)। কিন্তু নতুন কোভিড পরীক্ষার রিপোর্ট পজেটিভ এসেছে তাঁর। আইপিএলের নিয়ম মতো তাঁকে টিমের বাইরে কোয়ারান্টিনে রাখা হয়েছে।

ফের করোনার থাবা, এ বার শিকার দিল্লির নর্টজে
করোনা আক্রান্ত নর্টজে। ছবি: টুইটার

Follow Us

নয়াদিল্লি: করোনাভাইরাসের প্রভাব সারা দেশে বাড়ছে। আইপিএল শুরুর আগেও এই আতঙ্ক মাথা চাড়া দিয়েছিল। আরও একবার করোনা থাবা বসাল। এবারও টিমের নাম দিল্লি। অক্ষর প্যাটেলের পর সংক্রমিত এনরিখ নর্টজে (Anrich Nortje)।

দক্ষিণ আফ্রিকান পেস বোলার পাকিস্তানের বিরুদ্ধে দুটো ওয়ান ডে ম্যাচ খেলে যোগ দিয়েছিলেন আইপিএলে (IPL)। দিল্লিতে আসার পর নিয়ম মতো যে পরীক্ষা হয়েছিল, তাতে রিপোর্ট নেগেটিভ এসেছিল নর্টজের (Anrich Nortje)। কিন্তু নতুন কোভিড পরীক্ষার রিপোর্ট পজেটিভ এসেছে তাঁর। আইপিএলের নিয়ম মতো তাঁকে টিমের বাইরে কোয়ারান্টিনে রাখা হয়েছে। ১০ দিন পর ফের করোনা পরীক্ষা হবে তাঁর। ওই রিপোর্ট নেগেটিভ এলে তবেই টিমের সঙ্গে যোগ দিতে পারবেন। তবে, তার আগে নর্টজেকে (Anrich Nortje) খতিয়ে দেখবেন চিকিৎসকরা। টিমের এক কর্তা বলেছেন, ‘খুব দুর্ভাগ্যজনক ঘটনা। ও যখন এসেছি তখন কোভিড রিপোর্ট নেগেটিভ ছিল। কিন্তু নিয়মমাফিক যে টেস্ট করানো হয়েছে, তার রিপোর্ট পজেটিভ এসেছে। আপাতত আইসোলেশনে রাখা হয়েছে ওকে।’

আরও পড়ুন: IPL 2021: কিং খানকে ঠান্ডা করলেন রাসেল

দেশের মধ্যে মুম্বইয়ে হাল সবচেয়ে খারাপ। করোনার শিকার অনেকেই। এই অবস্থায় আইপিএলের অন্যতম ভেনু মুম্বইয়ে যে টিমগুলো খেলছে, তারাও যে নিরাপদ নয়, টুর্নামেন্ট শুরুর আগে প্রমাণ হয়ে গিয়েছিল। কিন্তু মাঝে কিছু দিন পরিস্থিতি সামাল দেওয়া গিয়েছিল। আবার তা নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে। তার থেকেও বড় তথ্য হল, আইপিএলের ঠিক আগেই করোনার প্রভাব পড়েছিল দিল্লি ক্যাপিটালসে। ঋষভ পন্থের টিমেরই বাঁহাতি স্পিনার অক্ষর প্যাটেল করোনা আক্রান্ত হয়েছিলেন। নর্টজের করোনায় সংক্রমণ কিন্তু দুশ্চিন্তা বাড়াচ্ছে বোর্ডের। এই পরিস্থিতিতে কোন পথে হাঁটতে চাইছে, তা অবশ্য পরিষ্কার নয়। শুরু থেকেই কড়া হাতে করোনা সামাল দেওয়ার চেষ্টা করছে বোর্ড। ফ্র্যাঞ্চাইজিরা অবশ্য বোর্ডের নিয়ম মেনে চলারই চেষ্টা করছে। তবু যাবতীয় নিয়ন্ত্রণরেখা ভেঙে আবার আইপিএলের পিচে নেমে পড়েছে করোনা।

Next Article