SRH vs RCB, IPL 2021 Match 6 Result: ব্যাঙ্গালোরের জয়ের নায়ক বাংলার শাহবাজ

সঙ্ঘমিত্রা চক্রবর্ত্তী | Edited By: sushovan mukherjee

Apr 14, 2021 | 11:31 PM

SRH vs RCB Live Score in Bengali: সানরাইজার্স হায়দরাবাদ (Sunrisers Hyderabad) বনাম রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর (Royal Challengers Bangalore) ম্যাচের পুঙ্খানুপুঙ্খ লাইভ আপডেটস।

SRH vs RCB, IPL 2021 Match 6 Result: ব্যাঙ্গালোরের জয়ের নায়ক বাংলার শাহবাজ

Follow Us

আইপিএলে (IPL) চেন্নাইয়ে আজ মুখোমুখি ডেভিড ওয়ার্নারের সানরাইজার্স হায়দরাবাদ (Sunrisers Hyderabad) ও বিরাট কোহলির রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর (Royal Challengers Bangalore)। আইপিএলের উদ্বোধনী ম্যাচে মুম্বই ইন্ডিয়ান্সকে হারিয়ে আরসিবির মনোবল তুঙ্গে। অপরদিকে প্রথম ম্যাচে কেকেআরের কাছে হেরেছিল হায়দরাবাদ। প্রথম ম্যাচে কেকেআরের কাছে হেরে গেলেও আজকে ২ পয়েন্ট তুলে নেওয়ার জন্য মরিয়া লড়াই করবেন ওয়ার্নাররা। অপরদিকে জয় ধরে রাখার চেষ্টা চালিয়ে যাবে বিরাটবাহিনী।

LIVE NEWS & UPDATES

The liveblog has ended.
  • 14 Apr 2021 11:25 PM (IST)

    এক ওভারে ৩ উইকেট, বিরাটদের জয়ের নায়ক বাংলার শাহবাজ

    মাত্র ২ ওভার বল করে ৭ রান দিয়ে তিন উইকেট নিলেন বাংলার তরুণ ক্রিকেটার।

  • 14 Apr 2021 11:11 PM (IST)

    সানরাইজার্সকে হারিয়ে দ্বিতীয় জয় বিরাটদের

    বিরাটের রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর ৬ রানে হারাল ওয়ার্নারের সানরাইজার্স হায়দরাবাদকে।


  • 14 Apr 2021 11:04 PM (IST)

    বাকি ১ ওভার

    বাকি আর মাত্র ৬টি বল, বিরাটদের হারাতে সানরাইজার্সের চাই ১৬ রান।

  • 14 Apr 2021 10:58 PM (IST)

    আউট বিজয় শঙ্কর, ১২ বলে চাই ২৭ রান

    আরসিবিকে হারেত শেষ ১২ বলে ২৭  রান চাই অরেঞ্জ আর্মির। বিজয় শঙ্করের উইকেট হারিয়ে চাপে এসআরএইচ।

  • 14 Apr 2021 10:51 PM (IST)

    পঞ্চম উইকেট হারাল সানরাইজার্স

    এক ওভারে তিনটি উইকেট নিলেন শাহবাজ। এবার আউট আবদুল সামাদ। ১৮ বলে চাই ৩৪ রান।

  • 14 Apr 2021 10:49 PM (IST)

    আবার উইকেট শাহবাজের

    আউট মণীশ পাণ্ডে। পরপর দুই বলে ২ উইকেট শাহবাজ আহমেদের

  • 14 Apr 2021 10:46 PM (IST)

    আউট জনি

    শাহবাজ আহমেদের বলে আউট জনি বেয়াস্টো

  • 14 Apr 2021 10:44 PM (IST)

    বাকি ৪ ওভারের খেলা

    ম্যাচ জিততে ২৪ বলে ৩৫ রান চাই অরেঞ্জ আর্মির।

  • 14 Apr 2021 10:35 PM (IST)

    শেষ ৬ ওভারে চাই ৪৮ রান

    ম্যাচ জিততে ৩৬ বলে ৪৮ রান চাই সানরাইজার্স হায়দরাবাদের।

  • 14 Apr 2021 10:32 PM (IST)

    আউট ওয়ার্নর

    জেমিসনের বলে অধিনায়কের উইকেট হারাল সানরাইজার্স। ৫৪ রানে প্যাভেলিয়ানে ফিরলেন ওয়ার্নর।

  • 14 Apr 2021 10:27 PM (IST)

    ওয়ার্নারের হাফ সেঞ্চুরি

    ৩১ বলে হাফ সেঞ্চুরি অরেঞ্জ আর্মির অধিনায়ক ডেভিড ওয়ার্নারের।

  • 14 Apr 2021 10:16 PM (IST)

    ৬০ বলে ৭৩ রান চাই ওয়ার্নারদের

    শেষ প্রথম ১০ ওভার। সানরাইজার্স হায়দরাবাদ ৭৭/১। শেষ ৬০ বলে ম্যাচ জিততে চাই ৭৩ রান। ৫০ রানের পার্টনারশিপ ওয়ার্নার পাণ্ডের।

  • 14 Apr 2021 10:09 PM (IST)

    জয়ের লক্ষ্যে এগিয়ে চলেছে সানরাইজার্স হায়দরাবাদ

    ৯ ওভার শেষে ১ উইকেট হারিয়ে ৭০ রান হায়দরাবাদের।

  • 14 Apr 2021 09:55 PM (IST)

    পাওয়ার প্লে শেষে ৫০ রান

    ৬ ওভার শেষে ১ উইকেট হারিয়ে ৫০ রান সানরাইজার্স হায়দরাবাদের

  • 14 Apr 2021 09:40 PM (IST)

    প্রথম উইকেট হারাল সানরাইজার্স

    রান তাড়া করতে নেমে প্রথম উইকেট হারাল সানরাইজার্স হায়দরাবাদ। সিরাজের বলে আউট ঋদ্ধিমান সাহা।

  • 14 Apr 2021 09:09 PM (IST)

    ম্যাচ জিততে হায়দরাবাদের চাই ১৫০ রান

    ২০ ওভার শেষে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের রান  ১৪৯/৮

    হাফ সেঞ্চুরি ম্যাক্সওয়েলের। তিনটি উইকেট নিলেন জেসন হোল্ডার।

  • 14 Apr 2021 08:46 PM (IST)

    ৪ ওভার বাকি আরসিবি ইনিংসের

    ১৬ ওভার শেষে বিরাটের দলের রান ১০৬/৫

  • 14 Apr 2021 08:43 PM (IST)

    আরও একটা উইকেট হারাল আরসিবি

    রাশিদের বলে আউট ওয়াশিংটন সুন্দর

  • 14 Apr 2021 08:33 PM (IST)

    বিরাটের পর আউট এবিডি

    রাশিদের বলে ওয়ার্নারের হাতে ক্যাচ, মাত্র ১ রানে ফিরলেন এবি ডেভিলিয়ার্স

  • 14 Apr 2021 08:26 PM (IST)

    আউট বিরাট কোহলি

    হোল্ডারের বলে বিজয় শঙ্করের হাতে ক্যাচ আউট বিরাট। ২৮ বলে ৩৩ রান কিং কোহলির।

  • 14 Apr 2021 08:19 PM (IST)

    দুরন্ত ম্যাক্সওয়েল-বিরাট

    নাদিমের এক ওভারে ২২ রান বিরাট-ম্যাক্সওয়েল জুটির

  • 14 Apr 2021 08:16 PM (IST)

    ১০ ওভার শেষ

    ১০ ওভার শেষে বিরাটের দলের রান ৬২/২

  • 14 Apr 2021 08:00 PM (IST)

    শাহাবাজের বলে আউট শাহাবাজ

    দ্বিতীয় উইকেট হারাল বিরাটের দল। ১৪ রানে আউট শাহবাজ নদিমের বলে আউট শাহাবাজ আহমেদ।

  • 14 Apr 2021 07:58 PM (IST)

    শেষ পাওয়ার প্লে

    ছয় ওভার শেষে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের রান  ৪৭/১

  • 14 Apr 2021 07:45 PM (IST)

    ব্যাট হাতে বাংলার শাহবাজ

    তিন নম্বরে ব্যাট করতে নামলেন বাংলার শাহবাজ আহমেদ

  • 14 Apr 2021 07:43 PM (IST)

    প্রথম উইকেট হারাল আরসিবি

    ভুবির বলে শাহবাজ নদিমের হাতে ক্যাচ দিলেন পাড়িক্কল। প্রথম উইকেট হারাল বিরাটের দল।

  • 14 Apr 2021 07:38 PM (IST)

    ২ ওভার শেষ

    দ্বিতীয় ওভারের শেষে ব়য়্যালসের রান  ১৬/০

  • 14 Apr 2021 07:31 PM (IST)

    চার মেরে খাতা খুললেন বিরাট

    প্রথম ওভারের দ্বিতীয় বলে চার বিরাটের

  • 14 Apr 2021 07:29 PM (IST)

    শুরু লড়াই

  • 14 Apr 2021 07:16 PM (IST)

    দুই দলের প্রথম একাদশ

  • 14 Apr 2021 07:03 PM (IST)

    টস জিতলেন ওয়ার্নার

    প্রথমে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত সানরাইজার্স হায়দরাবাদের

  • 14 Apr 2021 06:49 PM (IST)

    চেন্নাইয়ে ওয়ার্নার-বিরাট দ্বৈরথ