১৮ ফেব্রুয়ারি আইপিএলের নিলাম

Jan 22, 2021 | 7:33 PM

দেশের মাঠেই আইপিএল করার ভাবনা সৌরভ গঙ্গোপাধ্যায়ের।

১৮ ফেব্রুয়ারি আইপিএলের নিলাম
সৌজন্যে-টুইটার

Follow Us

নয়াদিল্লি: আইপিএল ১৪-র জন্য মিনি নিলাম (IPL auction 2021) ১৮ ফেব্রুয়ারি। বিসিসিআইয়ের (BCCI) এক কর্তা বলেছেন, “আগামী ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের জন্য নিলাম হবে ১৮ ফেব্রুয়ারি। ভেনু নির্বাচন এখনও হয়নি।”

করোনার কারণে ত্রয়োদশ আইপিএল অনুষ্ঠিত হয়েছিল আরব আমিরশাহিতে। ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্ট দিয়েই ঘরের মাঠে ফিরতে চলেছে ক্রিকেট। ঘরের মাঠে টেস্ট আয়োজন হচ্ছে বলে, চলতি বছরের আইপিএল দেশের মাঠে আয়োজন করার কথা বলছেন বোর্ড সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায়।

ক্রিকেটারদের সঙ্গে চুক্তি নবীকরণের শেষ দিন ছিল ২০ জানুয়ারি। আইপিএলের আটটা টিম আগামী মরসুমে যে ক্রিকেটারদের টিমে রাখতে চায় না, তাঁদের ছেড়ে দিয়েছে। তার পাশাপাশি নতুন ক্রিকেটার বাছাই করার কাজেও নেমে পড়েছেন কোচরা। মিনি নিলামে কোন দল, কোন ক্রিকেটারদের নেবে তা ঠিক করার জন্য সৈয়দ মুস্তাক আলি ট্রফি খুঁটিয়ে দেখছেন কোচরা।

Next Article