IPL 2021 CSK vs RCB Live Streaming: জেনে নিন কখন এবং কীভাবে দেখবেন আইপিএলে চেন্নাই সুপার কিংস বনাম রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের ম্যাচ

সঙ্ঘমিত্রা চক্রবর্ত্তী | Edited By: sushovan mukherjee

Apr 25, 2021 | 9:10 AM

আইপিএলের (IPL) পয়েন্ট টেবলের এক নম্বর ও দুই নম্বরে থাকা দুই দলের লড়াই আজ।

IPL 2021 CSK vs RCB Live Streaming: জেনে নিন কখন এবং কীভাবে দেখবেন আইপিএলে চেন্নাই সুপার কিংস বনাম রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের ম্যাচ
সৌজন্যে-টুইটার

Follow Us

কলকাতা: আইপিএলের ১৯তম ম্যাচে আজ মুখোমুখি মহেন্দ্র সিং ধোনির চেন্নাই সুপার কিংস (Chennai Super Kings) ও বিরাট কোহলির রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর (Royal Challengers Bangalore)। পয়েন্ট টেবলের এক নম্বর ও দুই নম্বরে থাকা দুই দলের লড়াই আজ। এ বারের আইপিএলে চারটি ম্যাচে খেলেছেন বিরাটরা। আরসিবি টানা ৪টি ম্যাচই জিতেছে। অন্যদিকে ধোনিরাও এখনও পর্যন্ত ৪টি ম্যাচে খেলেছেন। তার মধ্যে তিনটিতে জিতেছেন রায়না-জাডেজারা। আরসিবির বিজয়রথ থামাতে পারবে কি চেন্নাই? নাকি দীপক চাহারদের কাছ থেকে ম্যাচ বের করে নিয়ে যাবেন এবিডিরা? আজকের ম্যাচে নজর থাকবে সেদিকেই।

চেন্নাই সুপার কিংস (Chennai Super Kings) বনাম রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর (Royal Challengers Bangalore)

চেন্নাই সুপার কিংস বনাম রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের ম্যাচটি কবে হবে?

চেন্নাই সুপার কিংস বনাম রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর ম্যাচটি (২৫ এপ্রিল) আজ, রবিবার হবে।

চেন্নাই সুপার কিংস বনাম রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের ম্যাচটি কোথায় হবে?

চেন্নাই সুপার কিংস বনাম রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের ম্যাচটি মুম্বইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে হবে।

চেন্নাই সুপার কিংস বনাম রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের ম্যাচটি কখন শুরু হবে?

ভারতীয় সময় অনুসারে চেন্নাই সুপার কিংস বনাম রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের ম্যাচটি শুরু হবে বিকেল ৩.৩০। ম্যাচের আগে ৩ টে-তে টস হবে।

কোথায় দেখা যাবে চেন্নাই সুপার কিংস বনাম রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর ম্যাচের লাইভ স্ট্রিমিং?

চেন্নাই সুপার কিংস বনাম রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের ম্যাচটির লাইভ স্ট্রিমিং (Live streaming) দেখা যাবে টিভিতে স্টার স্পোর্টস নেটওয়ার্কে। মোবাইলে দেখা যাবে ডিজনি প্লাস হটস্টার অ্যাপ্লিকেশনে। এ ছাড়া দর্শকরা জিও টিভি অ্যাপ্লিকেশনেও দেখতে পাবেন আইপিএল ম্যাচের লাইভ স্ট্রিমিং।

Next Article