শারজা: আইপিএলের (IPL) ৫১তম ম্যাচে আজ মুখোমুখি সঞ্জু স্যামসনের রাজস্থান রয়্যালস (Rajasthan Royals) ও রোহিত শর্মার মুম্বই ইন্ডিয়ান্স (Mumbai Indians)। পয়েন্ট টেবলের ছয় ও সাত নম্বরে থাকা দুটি দলের লড়াই আজ। ইতিমধ্যেই প্লে অফের জায়গা পাকা করে ফেলেছে চেন্নাই সুপার কিংস, দিল্লি ক্যাপিটালস ও রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর। প্লে অফে চার নম্বর দল হিসেবে কারা যাবে সেই দৌড়ে রয়েছে কলকাতা নাইট রাইডার্স, পঞ্জাব কিংস, রাজস্থান রয়্যালস ও মুম্বই ইন্ডিয়ান্স। তাই দুই দলই আজ শারজায় ঝাঁপাবে ২ পয়েন্টের জন্য। তাই নজর রাখতে হবে আজকের ম্যাচে।
রাজস্থান রয়্যালস বনাম মুম্বই ইন্ডিয়ান্স ম্যাচটি কবে হবে?
রাজস্থান রয়্যালস বনাম মুম্বই ইন্ডিয়ান্স ম্যাচটি (৫ অক্টোবর) আজ, মঙ্গলবার হবে।
রাজস্থান রয়্যালস বনাম মুম্বই ইন্ডিয়ান্সের ম্যাচটি কোথায় হবে?
রাজস্থান রয়্যালস বনাম মুম্বই ইন্ডিয়ান্সের ম্যাচটি শারজা ক্রিকেট স্টেডিয়ামে হবে।
রাজস্থান রয়্যালস বনাম মুম্বই ইন্ডিয়ান্স ম্যাচটি কখন শুরু হবে?
ভারতীয় সময় অনুসারে রাজস্থান রয়্যালস বনাম মুম্বই ইন্ডিয়ান্সের ম্যাচটি শুরু হবে সন্ধ্যে ৭.৩০ টায়। ম্যাচের আগে ৭ টায় টস হবে।
কোথায় দেখা যাবে রাজস্থান রয়্যালস বনাম মুম্বই ইন্ডিয়ান্স ম্যাচের লাইভ স্ট্রিমিং?
রাজস্থান রয়্যালস বনাম মুম্বই ইন্ডিয়ান্স ম্যাচটির লাইভ স্ট্রিমিং (Live streaming) দেখা যাবে টিভিতে স্টার স্পোর্টস নেটওয়ার্কে। মোবাইলে দেখা যাবে ডিজনি প্লাস হটস্টার অ্যাপ্লিকেশনে। এ ছাড়া দর্শকরা জিও টিভি অ্যাপ্লিকেশনেও দেখতে পাবেন আইপিএল ম্যাচের লাইভ স্ট্রিমিং।
আরও পড়ুন: