শারজা: আজ, বৃহস্পতিবার আইপিএলের (IPL) ৪৪তম ম্যাচে আজ মুখোমুখি কেন উইলিয়ামসনের সানরাইজার্স হায়দরাবাদ (Sunrisers Hyderabad) ও মহেন্দ্র সিং ধোনির চেন্নাই সুপার কিংস (Chennai Super Kings)। লিগ টেবলের প্রথম ও শেষ দলের লড়াই আজ। নিজেদের শেষ ম্যাচে দুই দলই জিতেছে। ধোনির চেন্নাই জিতেছে কেকেআরের বিরুদ্ধে। রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে জিতেছে অরেঞ্জ আর্মি। ধোনিদের প্লে অফের রাস্তা কার্যত নিশ্চিত। অপরদিকে হায়দরাবাদের প্লে অফের আশা শেষ। তাও উইলিয়ামসনরা কি পারবে ধোনিদের হারিয়ে নিয়মরক্ষার ম্যাচে জয় তুলে নিতে? শারজায় আজকের ম্যাচে নজর থাকবে সেদিকেই।
সানরাইজার্স হায়দরাবাদ বনাম চেন্নাই সুপার কিংস ম্যাচটি কবে হবে?
সানরাইজার্স হায়দরাবাদ বনাম চেন্নাই সুপার কিংসের ম্যাচটি (৩০ সেপ্টেম্বর) আজ, বৃহস্পতিবার হবে।
সানরাইজার্স হায়দরাবাদ বনাম চেন্নাই সুপার কিংস ম্যাচটি কোথায় হবে?
সানরাইজার্স হায়দরাবাদ বনাম চেন্নাই সুপার কিংসের ম্যাচটি শারজা ক্রিকেট স্টেডিয়ামে হবে।
সানরাইজার্স হায়দরাবাদ বনাম চেন্নাই সুপার কিংস ম্যাচটি কখন শুরু হবে?
ভারতীয় সময় অনুসারে সানরাইজার্স হায়দরাবাদ বনাম চেন্নাই সুপার কিংসের ম্যাচটি শুরু হবে সন্ধ্যে ৭.৩০ টায়। ম্যাচের আগে ৭ টায় টস হবে।
কোথায় দেখা যাবে সানরাইজার্স হায়দরাবাদ বনাম চেন্নাই সুপার কিংস ম্যাচের লাইভ স্ট্রিমিং?
সানরাইজার্স হায়দরাবাদ বনাম চেন্নাই সুপার কিংসের ম্যাচটির লাইভ স্ট্রিমিং (Live streaming) দেখা যাবে টিভিতে স্টার স্পোর্টস নেটওয়ার্কে। মোবাইলে দেখা যাবে ডিজনি প্লাস হটস্টার অ্যাপ্লিকেশনে। এ ছাড়া দর্শকরা জিও টিভি অ্যাপ্লিকেশনেও দেখতে পাবেন আইপিএল ম্যাচের লাইভ স্ট্রিমিং।
আরও পড়ুন: IPL 2021: নারিন ছন্দে ফিরতেই প্লে অফের আশা দেখছে কেকেআর