মুম্বই: আগামীকাল, বৃহস্পতিবার আইপিএল-১৫-এর (IPL 2022) ৫০তম ম্যাচে মুখোমুখি হতে চলেছে ঋষভ পন্থের দিল্লি ক্যাপিটালস (Delhi Capitals) ও কেন উইলিয়ামসনের সানরাইজার্স হায়দরাবাদ (Sunrisers Hyderabad)। এ বারের আইপিএলে দিল্লি ও হায়দরাবাদ এখনও অবধি ৯টি করে ম্যাচে খেলেছে। এবং তার মধ্যে ৪টিতে জয় ও ৫টিতে হারের মুখ দেখেছেন পৃথ্বী শ-রা। দিল্লির নেট রান রেট +০.৫৮৭। অন্যদিকে হায়দরাবাদ ৫টি ম্যাচে জিতেছে এবং ৪টি ম্যাচে হেরেছে। অরেঞ্জ আর্মির নেট রান রেট +০.৪৭১। এবং শেষ দুটি ম্যাচে হেরেছেন উইলিয়ামসনরা। ফলে কাল হারলে হারের হ্যাটট্রিক হয়ে যাবে নিজামের শহরের দলের। ব্র্যাবোর্ন স্টেডিয়ামে বৃহস্পতিবারের ম্যাচে কোন দল জেতে সেদিকে বিশেষ নজর থাকবে ক্রিকেটপ্রেমীদের।
এখনও অবধি আইপিএলে মোট ২০ বার মুখোমুখি হয়েছে এই দুই দল। তার মধ্যে ৯ বার জিতেছে দিল্লি ও ১১ বার জিতেছে হায়দরাবাদ।
দিল্লি ক্যাপিটালস বনাম সানরাইজার্স হায়দরাবাদের ম্যাচটি কবে হবে?
দিল্লি ক্যাপিটালস বনাম সানরাইজার্স হায়দরাবাদের ম্যাচটি (৫ মে) আগামীকাল, বৃহস্পতিবার হবে।
দিল্লি ক্যাপিটালস বনাম সানরাইজার্স হায়দরাবাদের ম্যাচটি কোথায় হবে?
দিল্লি ক্যাপিটালস বনাম সানরাইজার্স হায়দরাবাদের ম্যাচটি মুম্বইয়ের ব্র্যাবোর্ন স্টেডিয়ামে হবে।
দিল্লি ক্যাপিটালস বনাম সানরাইজার্স হায়দরাবাদের ম্যাচটি কখন শুরু হবে?
ভারতীয় সময় অনুসারে দিল্লি ক্যাপিটালস বনাম সানরাইজার্স হায়দরাবাদ ম্যাচটি শুরু হবে সন্ধ্যা ৭টা ৩০মিনিট। ম্যাচের আগে ৭টা নাগাদ টস হবে।
কোথায় দেখা যাবে দিল্লি ক্যাপিটালস বনাম সানরাইজার্স হায়দরাবাদের ম্যাচের লাইভ স্ট্রিমিং?
দিল্লি ক্যাপিটালস বনাম সানরাইজার্স হায়দরাবাদ ম্যাচটির লাইভ স্ট্রিমিং (Live streaming) দেখা যাবে টিভিতে স্টার স্পোর্টস নেটওয়ার্কে। মোবাইলে দেখা যাবে ডিজনি প্লাস হটস্টার অ্যাপ্লিকেশনে। এ ছাড়া দর্শকরা জিও টিভি অ্যাপ্লিকেশনেও দেখতে পাবেন আইপিএল ম্যাচের লাইভ স্ট্রিমিং। পাশাপাশি আইপিএল ২০২২ এর প্রতিটি ম্যাচের লাইভ আপডেট দেখতে পাওয়া যাবে TV9Bangla ওয়েবসাইটে।
দিল্লি ক্যাপিটালস স্কোয়াড: পৃথ্বী শ, অনরিখ নর্টজে, ঋষভ পন্থ, অক্ষর প্যাটেল, ডেভিড ওয়ার্নার, মিচেল মার্শ, শার্দূল ঠাকুর, মুস্তাফিজুর রহমান, কুলদীপ যাদব, অশ্বিন হেব্বার, সরফরাজ খান, কমলেশ নাগরকোটি, কেএস ভরত, মনদীপ সিং, খলিল আহমেদ, চেতন সাকারিয়া , ললিত যাদব, রিপল প্যাটেল, যশ ধুল, রোভম্যান পাওয়েল, প্রবীণ দুবে, লুনগি এনগিডি, টিম সেইফার্ট, ভিকি ওস্টওয়াল।
সানরাইজার্স হায়দরাবাদ স্কোয়াড: কেন উইলিয়ামসন, আব্দুল সামাদ, উমরান মালিক, ওয়াশিংটন সুন্দর, নিকোলাস পুরান, টি নটরাজন, ভুবনেশ্বর কুমার, প্রিয়ম গর্গ, রাহুল ত্রিপাঠী, অভিষেক শর্মা, কার্তিক ত্যাগী, শ্রেয়স গোপাল, জগদীশা সুচিথ, এইডেন মার্করাম, মার্কো জ্যানসেন, রোমারিও শেফার্ড, শন অ্যাবট, আর সমর্থ, শশাঙ্ক সিং, সৌরভ দুবে, বিষ্ণু বিনোদ, গ্লেন ফিলিপস, ফজলহক ফারুকী।