IPL 2022: টিভি ভিউয়ারশিপ পড়ছে আইপিএলের, চিন্তা বাড়ছে বিজ্ঞাপনী দুনিয়ার

TV9 Bangla Digital | Edited By: সঙ্ঘমিত্রা চক্রবর্ত্তী

Apr 19, 2022 | 11:30 AM

আইপিএলের মাধুর্য কি কমছে? টিভি রেটিংয়ের পতন কিন্তু এই প্রশ্ন তুলে দিচ্ছে। প্রথম দুটো সপ্তাহে আইপিএলের বিউগল ছাড়া আর অন্য কিছু শুনতে পাওয়া যায় না। এ বার কিন্তু তা হচ্ছে না।

IPL 2022: টিভি ভিউয়ারশিপ পড়ছে আইপিএলের, চিন্তা বাড়ছে বিজ্ঞাপনী দুনিয়ার
আইপিএল ট্রফি (ছবি-আইপিএল টুইটার)

Follow Us

মুম্বই: আইপিএল (IPL 2022) ঘিরে কি আগ্রহ কমছে দর্শকদের? সাম্প্রতিক পরিস্থিতি কিন্তু সেই কথাই বলছে। আইপিএলের প্রথম সপ্তাহের টিভি রেটিং বলছে, ৩৩ শতাংশ কমছে ভিউয়ারশিপ। দ্বিতীয় সপ্তাহে কিছুটা উন্নতি হয়েছে ঠিকই, কিন্তু রেটিং ২৮ শতাংশ কমেছে। যা বিসিসিআইকে (BCCI) কিছুটা হলেও চিন্তায় ফেলে দিয়েছে। এ বারই আইপিএল হচ্ছে ১০ টিমের। দুটো নতুন টিম বাড়ায় ম্যাচের সংখ্যাও অনেক বেড়ে গিয়েছে। ভাবা হয়েছিল, টিম ও ম্যাচ বাড়লে আইপিএল ঘিরে মানুষের আগ্রহও সমান তালে বাড়বে। কিন্তু ঘটনা উল্টো। যা কিছুটা হলেও ব্যাকফুটে ঠেলে দিয়েছে বোর্ডকে। আগের ১৪টা সংস্করণে কিন্তু আইপিএল নিয়ে বিন্দুমাত্র চিন্তা ছিল না বিসিসিআইয়ের। উল্টে ক্রিকেট বিশ্বের সেরা ফ্র্যাঞ্চাইজি লিগ (Franchise League) এই আইপিএল। বিপুল অর্থের কারণেই বিদেশি ক্রিকেটাররাও এই লিগে খেলাকে প্রাধান্য দেয়। শুধু তাই নয়, ব্যবসার দুনিয়াতেও আইপিএলকে অত্যন্ত লাভজনক ‘প্রোডাক্ট’ হিসেবেই দেখা হয়। টিমের দাম থেকে শুরু করে স্পনসর, মিডিয়া সত্ত্ব বিক্রি করে বিপুল টাকা আয় করে বিসিসিআই। এই আইপিএলের জন্যই এখন বিশ্বের সবচেয়ে ধনী বোর্ড বিসিসিআই। ফলে আইপিএলের টিভি ভিউয়ারশিপ পড়ে যাওয়ায় কিছুটা হলেও চিন্তায় পড়ে গিয়েছেন ক্রিকেট কর্তারা।

বোর্ডের এক সিনিয়র কর্তা বলছেন, ‘টিভি ভিউয়ারশিপের পুরো রিপোর্ট এখনও আমরা হাতে পাইনি। কিন্তু টিভি রেটিংয়ে কোনও রকম পতন কিন্তু চিন্তার বিষয়। আইপিএলে যে কোনও ম্যাচ এবং তার মান কিন্তু বিশ্বমানের। আমরা নিশ্চিত, আগামী কয়েক সপ্তাহে টিভি রেটিং বেড়ে যাবে আইপিএলে।’

টিভি রেটিংয়ের সঙ্গে বিজ্ঞাপনের দুনিয়ায় ওতোপ্রতো ভাবে জড়িত। রেটিং কমলে বিজ্ঞাপনের দরও পড়বে। বিজ্ঞাপনী দুনিয়া কিন্তু আইপিএলের টিভি রেটিংয়ের পতন সম্পর্কে যথেষ্ট ওয়াকিবহাল। একটি সংস্থার এক কর্ণধার বলেছেন, ‘এটা আইপিএলের মতো একটা প্রোডাক্টের কাছ থেকে প্রত্য়াশিত নয়। রেটিং যে কমছে, তা নিয়ে কোনও সন্দেহ নেই। সবচেয়ে বড় কথা হল, আইপিএলের রেটিং এ ভাবে কখনও পড়েনি। ২০ থেকে ৩০ শতাংশ টিভি ভিউয়ারশিপ কমেছে। এটার সঙ্গে কিন্তু টিভি বিজ্ঞাপনের হারকে মেলানো যাচ্ছে না। গতবারের তুলনায় এ বার ২৫ শতাংশ বেড়ে গিয়েছে বিজ্ঞাপনের রেট। আমরা কিন্তু এ নিয়ে কথা বলা শুরু করে দিয়েছি। যাতে একটা সমাধানসূত্র বেরিয়ে আসে।’

বার্কের রিপোর্ট অনুযায়ী, আইপিএল প্রথম দু’সপ্তাহে সবচেয়ে বেশি রেটিং পেয়ে থাকে। আগের ১৪টা সংস্করণের ক্ষেত্রে তাই হয়েছে। কিন্তু এ বার ব্যতিক্রম দেখা যাচ্ছে। ২০২১ সালে প্রথম সপ্তাহে আইপিএলের রেটিং ছিল ৩.৭৫। যা কমে গিয়ে এ বার হয়েছে ২.৫২। শুধু রেটিং নয়, রিচও ১৪ শতাংশ কমেছে আইপিএলের। যা বেশ চিন্তার। আইপিএলের মিডিয়া রাইটসের জন্য টেন্ডার দিয়েছে বোর্ড। তাতে কি প্রভাব ফেলতে পারে টিভি রেটিং?

Next Article