IPL 2022 MI vs PBKS Live Streaming: জেনে নিন কখন এবং কীভাবে দেখবেন আইপিএলে মুম্বই ইন্ডিয়ান্স বনাম পঞ্জাব কিংসের ম্যাচ
চলতি আইপিএলের (IPL 2022) ২৩তম ম্যাচে মুখোমুখি হতে চলেছে রোহিত শর্মার (Rohit Sharma) মুম্বই ইন্ডিয়ান্স (Mumbai Indians) ও মায়াঙ্ক আগরওয়ালের (Mayank Agarwal) পঞ্জাব কিংস (Punjab Kings)।
পুনে: আজ, বুধবার আইপিএল-১৫-র ১৯তম দিন। চলতি আইপিএলের (IPL 2022) ২৩তম ম্যাচে মুখোমুখি হতে চলেছে রোহিত শর্মার (Rohit Sharma) মুম্বই ইন্ডিয়ান্স (Mumbai Indians) ও মায়াঙ্ক আগরওয়ালের (Mayank Agarwal) পঞ্জাব কিংস (Punjab Kings)। এ বারের আইপিএলে এখনও পর্যন্ত পাঁচবারের চ্যাম্পিয়ন মুম্বই টানা ৪টে ম্যাচে হেরেছে। অন্যদিকে পঞ্জাব চারটে ম্যাচের ২টোতে জিতেছে ২টোতে হেরেছে। তাই দুই দলই আজকের ম্যাচে জিততে চাইবে। মঙ্গলবারের ম্যাচে চেন্নাই সুপার কিংস জয়ের স্বাদ পেয়েছে। ধোনিরাও এ বারের আইপিএলের টানা ৪ ম্যাচে হেরেছিল। এ বার মুম্বই সমর্থকরাও আশায় বুক বেঁধেছে যে আজ প্রীতির দলকে হারিয়ে প্রথম জয় পাবে মুম্বই। আর মায়াঙ্করাও ফোকাস করছে জয় না পাওয়া মুম্বইকে হারিয়ে জয়ে ফিরতে। তাই বিশেষ নজর রাখতে হবে আজকের ম্যাচে।
আইপিএলের মঞ্চে এখনও পর্যন্ত ২8টি ম্যাচে মুখোমুখি হয়েছে মুম্বই ও পঞ্জাব। যার মধ্যে ১৫ বার জিতেছে মুম্বই। আর ১৩ বার জিতেছে পঞ্জাব।
মুম্বই ইন্ডিয়ান্স বনাম পঞ্জাব কিংসের ম্যাচটি কবে হবে?
মুম্বই ইন্ডিয়ান্স বনাম পঞ্জাব কিংস ম্যাচটি (১৩ এপ্রিল) আজ, বুধবার হবে।
মুম্বই ইন্ডিয়ান্স বনাম পঞ্জাব কিংসের ম্যাচটি কোথায় হবে?
মুম্বই ইন্ডিয়ান্স বনাম পঞ্জাব কিংসের ম্যাচটি পুনের এমসিএ স্টেডিয়ামে হবে।
মুম্বই ইন্ডিয়ান্স বনাম পঞ্জাব কিংসের ম্যাচটি কখন শুরু হবে?
ভারতীয় সময় অনুসারে মুম্বই ইন্ডিয়ান্স বনাম পঞ্জাব কিংসের ম্যাচটি শুরু হবে সন্ধ্যে ৭.৩০ টায়। ম্যাচের আগে ৭ টায় টস হবে।
কোথায় দেখা যাবে মুম্বই ইন্ডিয়ান্স বনাম পঞ্জাব কিংসের ম্যাচের লাইভ স্ট্রিমিং?
মুম্বই ইন্ডিয়ান্স বনাম পঞ্জাব কিংসের ম্যাচটির লাইভ স্ট্রিমিং (Live streaming) দেখা যাবে টিভিতে স্টার স্পোর্টস নেটওয়ার্কে। মোবাইলে দেখা যাবে ডিজনি প্লাস হটস্টার অ্যাপ্লিকেশনে। এ ছাড়া দর্শকরা জিও টিভি অ্যাপ্লিকেশনেও দেখতে পাবেন আইপিএল ম্যাচের লাইভ স্ট্রিমিং। পাশাপাশি আইপিএল ২০২২ এর প্রতিটি ম্যাচের লাইভ আপডেট দেখতে পাওয়া যাবে TV9Bangla ওয়েবসাইটে।
পঞ্জাব কিংস স্কোয়াড: মায়াঙ্ক আগরওয়াল, অর্শদীপ সিং, লিয়াম লিভিংস্টোন, কাগিসো রাবাডা, শাহরুখ খান, শিখর ধাওয়ান, জনি বেয়ারস্টো, ওডেন স্মিথ, রাহুল চাহার, হরপ্রীত বরার, রাজ বাওয়া, বৈভব আরোরা, নাথান এলিস, প্রভসিমরন সিং, ভানুকা রাজাপাকশে, ঋষি ধাওয়ান, সন্দীপ শর্মা, বেনি হাওয়েল, ঈশান পোড়েল, ঋত্বিক চট্টোপাধ্যায়, জীতেশ শর্মা, প্রেরক মাঁকড়, বলতেজ ধান্ডা, অংশ প্যাটেল ও অথর্ব তাইডে।
মুম্বই ইন্ডিয়ান্সের স্কোয়াড: রোহিত শর্মা, সূর্যকুমার যাদব, কায়রন পোলার্ড, জশপ্রীত বুমরা, ঈশান কিষাণ, ডিওয়াল্ড ব্রেভিস, বাসিল থাম্পি, মুরুগান অশ্বিন, জয়দেব উনাদকট, মায়াঙ্ক মার্কান্ডেয়, এন তিলক ভর্মা, সঞ্জয় যাদব, জোফ্রা আর্চার, ড্যানিয়েল স্যামস, টাইমাল মিলস, টিম ডেভিড, আর্শাদ খান, আনমোলপ্রীত সিং, রমনদীপ সিং, রাহুল বুদ্ধি, হৃতিক শোকিন, অর্জুন তেন্ডুলকর, ফ্যাবিয়ান অ্যালেন, আরিয়ান জুয়াল, রাইলি মেরেডিথ।
আরও পড়ুন: MI vs PBKS IPL 2022 Match Prediction: পঞ্জাবের বিরুদ্ধে হারের খরা কাটানোর চ্যালেঞ্জ মুম্বইয়ের