GT IPL 2023 Auction: ফাঁকফোকর মেটাতে কাদের খোঁজে গত বারের চ্যাম্পিয়ন গুজরাট?

TV9 Bangla Digital | Edited By: সঙ্ঘমিত্রা চক্রবর্ত্তী

Dec 22, 2022 | 11:22 AM

IPL 2023 Auction, GT: আইপিএলের মঞ্চে অভিষেক মরসুমেই চ্যাম্পিয়ন হয়েছে গুজরাট। ডিসেম্বরের মিনি নিলামে (IPL 2023 Auction) কী হতে পারে গুজরাট টাইটান্সের কৌশল?

GT IPL 2023 Auction: ফাঁকফোকর মেটাতে কাদের খোঁজে গত বারের চ্যাম্পিয়ন গুজরাট?
IPL 2023 Auction: ফাঁকফোকর মেটাতে কাদের খোঁজে গত বারের চ্যাম্পিয়ন গুজরাট?

Follow Us

কলকাতা: দেখতে দেখতে চলে এল ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (IPL 2023) ১৬তম সংস্করণের জন্য নিলাম। এই মিনি নিলামের আসর বসবে ২৩ ডিসেম্বর। এ বারের নিলামের জন্য মোট ৪০৪ জন ক্রিকেটারকে বেছে নেওয়া হয়েছে। এ বারের নিলামে ক্রিকেট প্রেমীদের নিশ্চিতভাবে বিশেষ নজর থাকবে হার্দিক পান্ডিয়ার গুজরাট টাইটান্সের (Gujarat Titans) দিকে। হার্দিকরা মোট ৭ জন ক্রিকেটার কিনতে পারবে নিলাম থেকে। যার মধ্যে ৩ জন বিদেশি ক্রিকেটার নেওয়া যাবে। এই মিনি নিলামের জন্য ফ্র্যাঞ্চাইজির কাছে রয়েছে ১৯.৪৫ কোটি টাকা। আইপিএলের মঞ্চে অভিষেক মরসুমেই চ্যাম্পিয়ন হয়েছে গুজরাট। ডিসেম্বরের মিনি নিলামে (IPL 2023 Auction) কী হতে পারে টাইটান্সের কৌশল, জেনে নিন TV9 Bangla-র এই প্রতিবেদনে।

নিলামের আগে গুজরাট দল কেমন রয়েছে

হার্দিক পান্ডিয়া (অধিনায়ক), অভিনব সদারঙ্গানি, আলজারি জোসেফ, সাই সুদর্শন, দর্শন নালকান্ডে, ডেভিড মিলার, জয়ন্ত যাদব, ম্যাথিউ ওয়েড, মহম্মদ সামি, নুর আহমেদ, প্রদীপ সাঙ্গওয়ান, সাই কিশোর, রাহুল তেওয়াটিয়া, রশিদ খান, শুভমন গিল, বিজয় শঙ্কর, ঋদ্ধিমান সাহা, যশ দয়াল।

দল সাজাতে কাদের প্রয়োজন?

গুজরাট টাইটান্স গত আইপিএলে কার্যত ব্যাটে-বলে-ফিল্ডিংয়ে সবতেই দারুণ পারফর্ম করেছিল। তাও এ বারের নিলামে তাদের নজর থাকবে পাওয়ার হিটারদের ওপর, অলরাউন্ডারদের ওপর। বেন স্টোকস, স্যাম কারান, ক্যামেরন গ্রিনের মতো অলরাউন্ডারের দিকে চোখ থাকবে গুজরাটের। ইংল্যান্ডের তারকা ক্রিকেটার জেসন রয়কে ছেড়ে দিয়েছে গুজরাট। যে কারণে হার্দিকদের হয়ে ওপেন করতে পারবে কিংবা ৩ নম্বরে নামতে পারবেন এমন টপ অর্ডারের ব্যাটার প্রয়োজন গুজরাটের। লকি ফার্গুসনকে গুজরাট কেকেআরে ট্রেড করায়, তাঁর বদলি হিসেবে আশিষ নেহরাদের এক অভিজ্ঞ ক্রিকেটার প্রয়োজন।

যে ক্রিকেটারদের উপর থাকবে নজর

মিনি নিলামে ইংল্যান্ডের তারকা স্যাম কারানকে কিনতে পারে গুজরাট। বল হাতে যিনি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করার পাশাপাশি ব্যাটিংয়েও দক্ষ। এবং ফার্গুসনের জায়গায় ফিট হতে পারেন স্যাম। রিস টপলির ইয়র্কার গুজরাট দলের সঙ্গে জুড়ে গেলে হার্দিকরা নিঃসন্দেহে শক্তিশালী হবেন। মায়াঙ্ক আগরওয়ালের দিকেও মিনি নিলামে নজর থাকবে গুজরাটের। জয়দেব উনাদকটের দিকে চোখ থাকতে পারে গুজরাটের। তিনি সৌরাষ্ট্রকে চলতি মাসে ৫০ ওভারের বিজয় হাজারে ট্রফির শিরোপা জিততে সাহায্য করেছেন। মায়াঙ্ক-স্যামদের পাশাপাশি কেন উইলিয়ামসনকেও টার্গেট করতে পারে গুজরাট। তিনি টাইটান্সদের হয়ে ওপেন করতে পারেন কিংবা তিন নম্বরেও নামতে পারেন।

গুজরাট টাইটান্স যে ক্রিকেটারদের রিলিজ করেছে 

আইপিএল-২০২৩ এর মিনি নিলামের আগে ডমিনিক ড্রেকস, গুরকীরত সিং, জেসন রয়, বরুণ অ্যারনদের রিলিজ করেছে গুজরাট টাইটান্স।

 

Next Article