CSK vs PBKS Highlights, IPL 2023: চেন্নাইয়ের ডেরায় গব্বরদের দাদাগিরি, রুদ্ধশ্বাস ম্যাচে জয় পঞ্জাবের
Chennai Super Kings vs Punjab Kings Live Score in Bengali : ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে ১৬তম সংস্করণে আজ মুখোমুখি চেন্নাই সুপার কিংস এবং পঞ্জাব কিংস। ম্যাচের পুঙ্খানুপুঙ্খ আপডেটের জন্য় নজর রাখুন এই পেজে।
চেন্নাই: সিএসকের ঘরে ঢুকে ম্যাচ জিতে এলেন শিখর ধাওয়ানরা। টানটান রুদ্ধশ্বাস ম্যাচ ৪ উইকেটে জিতল পঞ্জাব। প্রথমে ব্যাট করে ৪ উইকেট হারিয়ে ২০০ রান তোলে সিএসকে। অপরাজিত ৯২ রান ডেভন কনওয়ের। তাঁর ইনিংস ব্যর্থ করে চেন্নাইকে ঘরের মাঠে হারের স্বাদ দিল পঞ্জাব কিংস। টানা দুটো ম্যাচে হার সিএসকের। শেষ ম্যাচে লখনউ সুপার জায়ান্টসের বিরুদ্ধে বিশাল রানের লক্ষ্য তাড়া করতে পারেনি। এদিন ২০১ রান তাড়া করে জিতল পঞ্জাব। শেষ বলে তিন রান নিয়ে ম্যাচ জেতালেন সিকন্দর রাজা।
LIVE Cricket Score & Updates
-
জিতল পঞ্জাব
শেষ বলে ৩ রানের প্রয়োজন ছিল পঞ্জাবের। প্রবল টেনশন। দুই রান হলে সুপার ওভার। বাউন্ডারি হাঁকানোর চেষ্টা করেছিলেন সিকন্দর রাজা। জাডেজা বাউন্ডারি আটকালেও দৌড়ে তিন রান পূর্ণ করে নেন রাজা ও শাহরুখ খান। ৪ উইকেটে ম্যাচ জিতল পঞ্জাব।
-
৬ বলে ৯ রান
শেষ ৬ বলে ৯ রানের প্রয়োজন পঞ্জাবের।
-
-
আউট জীতেশ
আউট হলেন জীতেশ শর্মা। ইমপ্যাক্ট প্লেয়ার শেখ রশিদের দুরন্ত ক্যাচ। ১৮.৪ ওভারে ১৮৬-৬ পঞ্জাব। ২১ রান জীতেশের। শেষ ৮ বলে ১৫ রান প্রয়োজন পঞ্জাবের।
-
আউট স্যাম কারান
ম্যাচ নিজেদের দিকে ঘোরাচ্ছে চেন্নাই। লিভিংস্টোনের পর ফিরলেন স্যাম কারান। মাথিশা পাথিরানা অক্সিজেন দিলেন চেন্নাইকে। এখনও ১৭ বলে ৩১ রানের প্রয়োজন পঞ্জাবের।
-
ফিরলেন লিভিংস্টোন
চাপ বাড়াচ্ছিলেন লিভিংস্টোন। তুষার দেশপান্ডে চিপকের গ্যালারির চাপ কমালেন। ঋতুরাজের হাতে ক্যাচ দিয়ে ফিরলেন লিভিংস্টোন। পঞ্জাব ১৫.৫ ওভারে ১৫১-৪।
-
-
১৫ ওভারে ১২৯-৩
১৫ ওভার শেষে পঞ্জাবের স্কোর ১২৯-৩। ক্রিজে লিয়াম লিভিংস্টোন এবং স্যাম কারান।
-
আউট অথর্ব তাইডে
১৫ বলে ১৩ রান করে আউট অথর্ব তাইডে। জাডেজার দুই উইকেট। ১০.২ ওভারে পঞ্জাবের স্কোর ৯৪-৩।
-
আউট প্রভসিমরন
বড় ধাক্কা পঞ্জাবের। ছন্দে দেখাচ্ছিল প্রভসিমরন সিংকে। দ্রুত রান তোলার তাড়ায় উইকেট খুইয়ে বসলেন। উইকেট নিলেন রবীন্দ্র জাডেজা। পঞ্জাবের স্কোর ৮.৩ ওভারে ৮১-২।
-
পাওয়ার প্লে ওভার শেষ
৬ ওভারে পঞ্জাবের খাতায় উঠল ১ উইকেট খুইয়ে ৬২ রান। ক্রিজে প্রভসিমরন সিং এবং অথর্ব তাইডে।
-
আউট ধাওয়ান
৪.২ ওভারে শিখর ধাওয়ানকে ফেরালেন তুষার দেশপান্ডে। ১৫ বলে ২৮ রান শিখরের। পঞ্জাবের স্কোর ১ উইকেট খুইয়ে ৫২।
-
রান তাড়া শুরু পঞ্জাবের
২০১ রানের বড় লক্ষ্য। পঞ্জাব কিংসের হয়ে ওপেনিংয়ে শিখর ধাওয়ান এবং প্রভসিমরন সিং। বল হাতে তুষার দেশপান্ডে।
-
সিএসকের খাতায় ২০০ রান
শেষ ওভারের পরপর শেষ দুটি বলে ছক্কা ধোনির। সেঞ্চুরি হল না ডেভন কনওয়ের। ২০ ওভারে ৪ উইকেট হারিয়ে ২০০ রান সিএসকের।
-
আউট জাডেজা
১৯.১ ওভারে স্যাম কারান ফেরালেন রবীন্দ্র জাডেজা। চেন্নাইয়ের ইনিংস শেষ হতে পাঁচ বল বাকি। ক্রিজে নামলেন ধোনি। চিপকের গ্যালারিতে উচ্ছ্বাস।
-
ফিরলেন মইন আলি
৬ বলে ১০ রানে ফিরলেন মইন আলি। রাহুল চাহারের বলে স্টাম্প আউট মইন।
-
১৫ ওভারে ১৪৬/২
দুরন্ত ব্যাটিং ডেভন কনওয়ের। ৭০ রানে ব্যাট করছেন তিনি। ১৫ ওভারে ২ উইকেট খুইয়ে ১৪৬ রান সিএসকের।
-
আউট শিবম দুবে
অর্শদীপ সিং ফেরালেন শিব দুবেকে। শাহরুখ খানের হাতে ক্যাচ। ১৬ বলে ২৮ রান শিবমের।
-
অর্ধশতরান কনওয়ের
হাফ সেঞ্চুরি এল ডেভন কনওয়ের ব্যাটে। ৩০ বলে ৫০ রান। ১২ ওভার শেষ চেন্নাইয়ের স্কোর ১০৭-১।
-
আউট ঋতুরাজ
সিকন্দর রাজার বলে স্টাম্প আউট ঋতুরাজ গায়কোয়াড়। ৩০ বলে ৩৭ রান। ৯.৪ ওভারে পঞ্জাবের স্কোর ৮৬-১।
-
পাওয়ার প্লে ওভার শেষ
৬ ওভারে বিনা উইকেট খুইয়ে ৫৭ রান চেন্নাই সুপার কিংসের। ঋতুরাজ ৩০ ও কনওয়ে ২৩ রানে ব্যাট করছেন।
-
ঋতুরাজের ব্যাটে বাউন্ডারি
প্রথম ওভারের দ্বিতীয় বলে ম্যাচের প্রথম বাউন্ডারি এল ঋতুরাজের ব্যাটে।
-
শুরু ম্যাচ
চিপকে শুরু ম্যাচ। চেন্নাইয়ের ওপেনিংয়ে ঋতুরাজ গায়কোয়াড় এবং ডেভন কনওয়ে। বোলিংয়ের সূচনায় অর্শদীপ সিং।
-
পঞ্জাব কিংস একাদশ
শিখর ধাওয়ান, অথর্ব তাইডে, লিয়াম লিভিংস্টোন, সিকন্দর রাজা, স্যাম কারান, জীতেশ শর্মা, শাহরুখ খান, হরপ্রীত ব্রার, কাগিসো রাবাডা, রাহুল চাহার, অর্শদীপ সিং
সাবস্টিটিউট: প্রভসিমরন সিং, ম্যাথু শর্ট, ঋষি ধাওয়ান, মোহিত রাঠী, শিবম সিং
-
চেন্নাই সুপার কিংস একাদশ
চেন্নাই সুপার কিংস একাদশে কোনও পরিবর্তন নেই।
ঋতুরাজ গায়কোয়াড়, ডেভন কনওয়ে, অজিঙ্ক রাহানে, মইন আলি, অম্বাতি রায়াডু, শিবম দুবে, রবীন্দ্র জাডেজা, এমএস ধোনি, পাথিরানা, তুষার দেশপান্ডে, মহেশ থিকসানা
সাবস্টিটিউট: আকাশ সিং, ডোয়েন প্রিটোরিয়াস, শুভ্রাংশ সেনাপতি, শেখ রশিদ, আরএস হ্যাঙ্গারকার
-
টস আপডেট
টস জিতল চেন্নাই সুপার কিংস। প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত মহেন্দ্র সিং ধোনির।
-
তৈরি সিএসকে ফ্যানরা
ঘরের মাঠে প্রিয় দলের হয়ে গলা ফাটাতে তৈরি সিএসকে ফ্যানরা।
Anbuden Welcome, Superfans! ?
7️⃣5️⃣0️⃣ superfans Kanyakumari, Tirunelveli, Dindigul, Madurai and Trichy will be whistling from the stands today! ?#WhistlePoduExpress ? pic.twitter.com/J4vFOwqZtD
— Chennai Super Kings (@ChennaiIPL) April 30, 2023
Published On - Apr 30,2023 2:30 PM