IPL 2023 GT vs KKR Live Streaming: জেনে নিন কখন এবং কীভাবে দেখবেন আইপিএলে গুজরাট টাইটান্স বনাম কলকাতা নাইট রাইডার্সের ম্যাচ

TV9 Bangla Digital | Edited By: সঙ্ঘমিত্রা চক্রবর্ত্তী

Apr 08, 2023 | 3:30 PM

Gujarat Titans vs Kolkata Knight Riders, IPL Live Streaming: আইপিএলের ১৬তম সংস্করণ চলছে। আগামী কাল রবিবার রয়েছে গুজরাট বনাম কেকেআর ম্যাচ।

IPL 2023 GT vs KKR Live Streaming: জেনে নিন কখন এবং কীভাবে দেখবেন আইপিএলে গুজরাট টাইটান্স বনাম কলকাতা নাইট রাইডার্সের ম্যাচ
জেনে নিন কখন এবং কীভাবে দেখবেন আইপিএলে GT vs KKR ম্যাচ
Image Credit source: Graphics - TV9Bangla

Follow Us

আমেদাবাদ: হইহই করে এগিয়ে চলেছে ১৬তম ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ। মে মাস অবধি চলবে বিনোদনে ভরপুর আইপিএল। আগামী কাল আইপিএল-১৬-তে (IPL 2023) রয়েছে ডাবল হেডার। রবি-বিকেলে মুখোমুখি হতে চলেছে হার্দিক পান্ডিয়ার গুজরাট টাইটান্স (Gujarat Titans) ও নীতীশ রানার কলকাতা নাইট রাইডার্স (Kolkata Knight Riders)। দুই দলই নিজেদের শেষ ম্যাচে জিতেছে। ফলে হার্দিকদের যেমন আত্মবিশ্বাসের অভাব নেই, তেমনই রানাদেরও আত্মবিশ্বাস তুঙ্গে রয়েছে। আপাতত লিগ টেবলের দুই নম্বরে রয়েছে গুজরাট টাইটান্স। আর ৪ নম্বরে রয়েছে নাইটরা। রবি-বিকেলে গুজরাট খেলবে হোম গ্রাউন্ডে। রবি-রাতে মুখোমুখি হবে এইডেন মার্করামের সানরাইজার্স হায়দরাবাদ ও শিখর ধাওয়ানের পঞ্জাব কিংস। TV9Bangla-র এই প্রতিবেদনে জেনে নিন কখন, কীভাবে দেখবেন ১৬তম আইপিএলে গুজরাট বনাম কেকেআরের ম্যাচ।

হেড টু হেডে নজর দিলে দেখা যাবে এর আগে আইপিএলের মঞ্চে ১ বার মুখোমুখি হয়েছিল দুই দল। সেই ম্যাচে জিতেছিল গুজরাট। এ বার দেখার নতুন মরসুমে কলকাতা কি টেক্কা দিতে পারে গুজরাটকে?

গুজরাট টাইটান্স বনাম কলকাতা নাইট রাইডার্সের ম্যাচটি কবে হবে?

গুজরাট টাইটান্স বনাম কলকাতা নাইট রাইডার্সের ম্যাচটি (৯ এপ্রিল) আগামী কাল, রবিবার হবে।

গুজরাট টাইটান্স বনাম কলকাতা নাইট রাইডার্সের ম্যাচটি কোথায় হবে?

গুজরাট টাইটান্স বনাম কলকাতা নাইট রাইডার্সের ম্যাচটি আমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে হবে।

গুজরাট টাইটান্স বনাম কলকাতা নাইট রাইডার্সের ম্যাচটি কখন শুরু হবে?

ভারতীয় সময় অনুসারে গুজরাট টাইটান্স বনাম কলকাতা নাইট রাইডার্সের ম্যাচটি শুরু হবে বিকেল ৩.৩০ মিনিটে। ম্যাচের আগে ৩টে নাগাদ টস হবে।

কোথায় দেখা যাবে গুজরাট টাইটান্স বনাম কলকাতা নাইট রাইডার্সের ম্যাচের লাইভ স্ট্রিমিং?

গুজরাট টাইটান্স বনাম কলকাতা নাইট রাইডার্সের ম্যাচটির লাইভ স্ট্রিমিং (Live streaming) দেখা যাবে টিভিতে স্টার স্পোর্টস নেটওয়ার্কে। এ ছাড়া দর্শকরা জিও সিনেমা অ্যাপ্লিকেশনেও দেখতে পাবেন আইপিএল ম্যাচের লাইভ স্ট্রিমিং। পাশাপাশি আইপিএল ২০২৩ এর প্রতিটি ম্যাচের লাইভ আপডেট দেখতে পাওয়া যাবে TV9Bangla ওয়েবসাইটে।

Next Article