আমেদাবাদ: বৃষ্টিতে ধুয়ে গিয়েছে রবিবারের ফাইনাল। সোমবার চেন্নাই-গুজরাট ফাইনাল হওয়া নিয়েও রয়েছে সংশয়। বৃষ্টির পূর্বাভাস রয়েছে আজও। এ বছরের আইপিএল শেষের দিনই প্রশ্ন উঠছে আগামী বছরের ধোনির খেলা নিয়ে। আদৌ কি মাহিকে পরের আইপিএলে দেখা যাবে? উত্তরের খোঁজে ক্রিকেটপ্রেমীরাও। ধোনি নিজেও অবসর প্রসঙ্গ নিয়ে পরিষ্কার করেননি। ৪২ বছরেও তিনি অপ্রতিরোধ্য। চেন্নাই সুপার কিংসের বোলিং কোচ ডোয়েন ব্র্যাভো মনে করেন, আইপিএলে ইমপ্যাক্ট প্লেয়ার নিয়ম কার্যকর হওয়ায় পরের বছরও ধোনিকে খেলতে দেখা যাবে। যদিও ব্র্যাভোর এই মন্তব্যের একেবারে উল্টো সুর ভারতের প্রাক্তন ওপেনার বীরেন্দ্র সেওয়াগের। তিনি মনে করেন, ইমপ্যাক্ট প্লেয়ার হিসেবে নয়, প্রথম এগারোর ক্রিকেটার হিসেবেই মাঠে থাকার দাবিদার মহেন্দ্র সিং ধোনি। বিস্তারিত জেনে নিন TV9Bangla Sports-এর এই প্রতিবেদনে।
এই প্রসঙ্গে এক সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে সেওয়াগ বলেন, ‘ধোনির ক্ষেত্রে ইমপ্যাক্ট প্লেয়ার রুল কার্যকর নয়। কারণ ও একমাত্র খেলোয়াড় যে ক্যাপ্টেন্সির কারণে খেলা চালিয়ে যেতে পারে। নেতৃত্বের কারণেই ওর মাঠে থাকাটা ভীষণ জরুরি। ইমপ্যাক্ট প্লেয়ার রুল তাদের ক্ষেত্রেই কার্যকর হয়, যারা শুধুমাত্র ব্যাটিং বা বোলিং করে। ধোনির ক্ষেত্রে ২০ ওভারই মাঠে থাকা জরুরি। ও যদি ক্যাপ্টেন না থাকে, তাহলে ইমপ্যাক্ট প্লেয়ার হিসেবেও ও খেলবে না। তখন মেন্টর বা ক্রিকেটের ডিরেক্টর পদে ওকে দেখা যাবে।’
ধোনির ফিটনেসের প্রশংসাও করেন সেওয়াগ। প্রাক্তন সতীর্থ প্রসঙ্গে বীরু বলেন, ‘ফিট থাকলে ৪০ বছরেও ক্রিকেট খেলা চালিয়ে যাওয়া সম্ভব। ওর কাছে তো এটা কঠিনই নয়। আর এ বছর ও সেরকম ব্যাটিংও করেনি। হাঁটুতে চোট থাকায় বেশি ঝুঁকিও নেয়নি। বেশিরভাগ সময়ই শেষ ২ ওভার বাকি থাকতে ও ব্যাটিং করতে এসেছে। আমি যদি সব মিলিয়ে হিসেব করি, দেখব এই মরসুমে ৪০ থেকে ৫০টা ডেলিভারি ও খেলেছে।’
আজ বৃষ্টির কারণে ফাইনাল ধুয়ে গেলে সেক্ষেত্রে গুজরাট টাইটান্সকে বিজয়ী ঘোষণা করা হবে। কারণ, লিগ পর্বে পয়েন্ট টেবলে শীর্ষস্থানে ছিলেন হার্দিক পান্ডিয়ারা। এ দিকে ধোনির হাতে কাপ দেখার জন্য সারারাত আমেদাবাদের প্ল্যাটফর্মেই কাটান মাহিভক্তরা।