KKR Opening problem : গত মরসুম থেকে ৯টি ভিন্ন ওপেনিং জুটি! সমস্যা কীভাবে মিটবে কেকেআরের?
IPL 2023, Kolkata Knight Riders : এ বার চতুর্থ ম্য়াচে কি নতুন জুটি দেখা যাবে কেকেআরের? দলের সঙ্গে যোগ দিয়েছেন বাংলাদেশের কিপার-ব্য়াটার লিটন দাস। তিনিও ওপেনার। তবে সমস্য়া হল, লিটনকে খেলাতে হলে অন্য় কোনও বিদেশিকে বসাতে হবে।
কলকাতা : হার দিয়ে মরসুম শুরু হয়েছিল। অনবদ্য প্রত্য়াবর্তন করেছে কলকাতা নাইট রাইডার্স। এর পর টানা দুই ম্যাচে জয়। ইডেন গার্ডেন্সে রয়্য়াল চ্য়ালেঞ্জার্স ব্য়াঙ্গালোরকে ৮১ রানের বিশাল ব্য়বধানে হারানো। তবে এ বারের আইপিএলের সেরা ম্যাচ এখনও অবধি গুজরাট টাইটান্স বনাম কলকাতা নাইট রাইডার্স। শেষ ওভারে রিঙ্কু সিংয়ের কামাল। টানা পাঁচটি ছক্কা মেরে ম্যাচ জেতান রিঙ্কু সিং। কেকেআর পরপর দু-ম্যাচে জিতলেও একটা চিন্তা তাড়া করে বেরাচ্ছে। ওপেনিং সমস্যা। এ মরসুমে তিন ম্যাচ খেলেছে কলকাতা নাইট রাইডার্স। তিন ম্যাচেই ভিন্ন ওপেনিং জুটি দেখা গিয়েছে। পঞ্জাব কিংসের বিরুদ্ধে প্রথম ম্যাচে ওপেন করেন রহমানুল্লা গুরবাজ ও মনদীপ সিং। ইডেনে আরসিবির বিরুদ্ধে গুরবাজের সঙ্গে ওপেন করেন ভেঙ্কটেশ আইয়ার। গুজরাট টাইটান্সের বিরুদ্ধে শেষ ম্যাচে গুরবাজের সঙ্গে নারায়ণ জগদীশন। ওপেনিংয়ে কী সমস্যা কেকেআরের? বিস্তারিত TV9Bangla-য়।
এ বারের মরসুমে প্রথম ম্যাচে পঞ্জাব কিংসের বিরুদ্ধে ওপেন করেন মনদীপ সিং ও রহমানুল্লা গুরবাজ। বৃষ্টিবিঘ্নিত ম্যাচে ডাকওয়ার্থ লুইসে মাত্র ৭ রানে হার কলকাতার। তবে তার চেয়েও অস্বস্তি, ওপেনিং জুটিতে যোগ হয় মাত্র ১৩ রান। ঘরের মাঠে রয়্য়াল চ্য়ালেঞ্জার্স ব্য়াঙ্গালোরের বিরুদ্ধে কেকেআরের হয়ে ওপেন করেন রহমানুল্লা গুরবাজ ও ভেঙ্কটেশ আইয়ার। ওপেনিং জুটি ভাঙে ২৬ রানে। ভেঙ্কটেশ আইয়ার আউট হন মাত্র ৩ রান করে। গত ম্য়াচে গুজরাট টাইটান্সের বিরুদ্ধে শেষ ওভারে রুদ্ধশ্বাস জয় কেকেআরের। ওপেনিং জুটি সাফল্য় পেলে হয়তো এত চাপের মুহূর্ত তৈরি হত না। এই ম্যাচেও নতুন জুটি। গুরবাজের সঙ্গে নারায়ণ জগদীশন। জুটিতে যোগ হয় মাত্র ২০ রান। গুরবাজের নতুন ওপেনিং পার্টনার জগদীশন করেন ৬ রান।
সমস্যাটা শুধু এই মরসুমের নয়। কেকেআর এবং ওপেনিং জুটির পরিসংখ্যান খুবই হতাশার। গত মরসুমের শুরু থেকে ৯টি ভিন্ন ওপেনিং জুটি। মাত্র এক বার ৫০ রানের পার্টনারশিপ হয়েছে। যা এসেছিল ভেঙ্কটেশ আইয়ার-অজিঙ্ক রাহানে জুটিতে। ভেঙ্কটেশ-রাহানে ৭ ম্য়াচে ওপেন করেছিলেন। সবমিলিয়ে জুটিতে অবদান ১৮৫ রান! বাকি জুটিগুলোর পরিসংখ্যানে নজর দেওয়া যাক : ভেঙ্কটেশ-গুরবাজ ১ ম্যাচে ২৬ রান, জগদীশন-গুরবাজ ১ ম্যাচে ২০ রান, অ্যারন ফিঞ্চ-বাবা ইন্দ্রজিৎ ২ ম্যাচে ১৬ রান, অ্যারন ফিঞ্চ-ভেঙ্কটেশ আইয়ার ২ ম্যাচে ১৫ রান, মনদীপ সিং-গুরবাজ ১ ম্যাচে ১৩ রান, স্য়াম বিলিংস-সুনীল নারিন ১ ম্যাচে ৫ রান, অ্যারন ফিঞ্চ-সুনীল নারিন ১ ম্যাচে ০, ভেঙ্কটেশ আইয়ার-অভিজিৎ তোমর ১ ম্যাচে ০।
এ বার চতুর্থ ম্যাচে কি নতুন জুটি দেখা যাবে কেকেআরের? দলের সঙ্গে যোগ দিয়েছেন বাংলাদেশের কিপার-ব্য়াটার লিটন দাস। তিনিও ওপেনার। তবে সমস্য়া হল, লিটনকে খেলাতে হলে অন্য় কোনও বিদেশিকে বসাতে হবে। গুরবাজ ভালো ছন্দে রয়েছেন। ফলে তাঁকে বসিয়ে লিটনকে খেলানোর সম্ভাবনা কম। ওপেনিং জুটির সমস্যা মেটাতে বিকল্প ভাবতেই হবে কেকেআরকে।