কলকাতা: শেষ ওভারে ৩২ রানের প্রয়োজন। ঘরের মাঠে আরও একবার রিঙ্কু সিংয়ের ব্যাটে ম্যাজিক দেখার অপেক্ষায় ছিল ইডেন গার্ডেন্স। কিন্তু অসম্ভবকে সম্ভব তো রোজ করা যায় না। মরিয়া চেষ্টা করলেন রিঙ্কু সিং, ক্যাপ্টেন নীতীশ রানা। সানরাইজার্স হায়দরাবাদের ২২৯ রানের লক্ষ্য তাড়া করতে গিয়ে ২০৫ রানে থামল কেকেআর। ইডেনে সূর্যাস্ত হল না। ঘরের মাঠে ২৩ রানে হার কেকেআরের।
২২৯ রান তাড়া করতে নেমে ২০৫ রানে থামল কেকেআর। শেষ ওভারে ৩২ রানের প্রয়োজন ছিল। গত ম্যাচের ম্যাজিক দেখা গেল রিঙ্কু সিংয়ের ব্যাটে। তবে অর্ধশতরানের ইনিংস খেলে লড়লেন তিনি। ক্যাপ্টেন নীতীশ রানাও অনবদ্য। তবে প্রচেষ্টা ব্যর্থ। ঘরের মাঠে ২৩ রানে হার কলকাতা নাইট রাইডার্সের।
ওভারের প্রথম বলেই আউট শার্দূল ঠাকুর। মাঠে নামলেন উমেশ যাদব।
রিঙ্কুর ক্যাচ ফেললেন ফিলিপস। বাউন্ডারি হয়ে গেল। শেষ ৬ বলে ৩২ রানের প্রয়োজন। গত ম্যাচের ম্যাজিক ফিরিয়ে আনতে পারবেন রিঙ্কু সিং? অর্ধশতরান পূর্ণ করে ফেলেছেন। শেষ ওভারে বল হাতে উমরান মালিক।
শেষ ২ ওভারে ৪৮ রানের প্রয়োজন কেকেআরের। ক্রিজে রিঙ্কু এবং শার্দূল।
জয়ের জন্য় শেষ ৩ ওভারে ৫৮ রান প্রয়োজন নাইটদের।
৪১ বলে ৭৫ রান করে ফিরলেন নীতীশ রানা। নটরাজনের ফুলটস বল সোজা গিয়ে জমা হল ওয়াশিংটন সুন্দরের হাতে। ষষ্ঠ উইকেট হারাল কেকেআর।
নীতীশ রানার সহজ ক্যাচ মিস করলেন ওয়াশিংটন সুন্দর।
১৫ ওভারে কেকেআরের স্কোর ১৪২/৫। ক্রিজে রানা-রিঙ্কু জুটি।
আত্মবিশ্বাসী রিঙ্কু। টি নটরাজনের বলে পেল্লাই ছয় হাঁকালেন।
২৫ বলে ৫০ রান নীতীশ রানার। ঘরের মাঠে গুরুত্বপূর্ণ মুহূর্তে জ্বলে উঠলেন রানা।
১০ ওভারে ৯৬ রান কেকেআরের খাতায়। ক্রিজে নামলেন রিঙ্কু সিং। প্রবল চিৎকারে রিঙ্কুকে স্বাগত জানাল ইডেনের জনতা।
৬ বলে ৩ রান। আউট আন্দ্রে রাসেল। মায়াঙ্ক মার্কান্ডের দ্বিতীয় উইকেট।
কে নামবেন এই নিয়ে একপ্রস্থ নাটক কেকেআর শিবিরে। রাসেল ড্রেসিং রুম থেকে রাসেল বের হন প্রস্তুত হয়ে। আবার দেখা গেল শার্দূল ঠাকুর নামছেন। কিছুটা এগিয়ে গিয়ে ফিরে এলেন শার্দূল। নামলেন রাসেল।
মায়াঙ্ক মার্কন্ডের বলে ফিরলেন জগদীশন। ২১ বলে ৩৬ রান। চার ব্যাটার হারাল কেকেআর।
ডিপ মিড উইকেটে জগদীশনের সহজ ক্যাচ ছাড়লেন রাহুল ত্রিপাঠী।
৬ ওভারে কেকেআর ৬২/৩। জগদীশনকে সঙ্গে নিয়ে ব্যাট চালাচ্ছেন নীতীশ রানা।
পরপর দু বলে উইকেট মার্কো জানসেনের। শূন্য রানে ফিরলেন সুনীল নারিন। মার্করামের হাতে ক্যাচ।
১০ রানে আউট ভেঙ্কটেশ আইয়ার। ৩০ রানে ২ উইকেট হারাল কেকেআর।
শূন্য রানে ফিরলেন গুরবাজ। উমরান মালিকের হাতে ক্যাচ দিয়ে ফিরলেন। ক্রিজে ইমপ্যাক্ট প্লেয়ার ভেঙ্কটেশ্বর আইয়ার।
রান তাড়া করতে নামলেন গুরবাজ-জগদীশন। বল হাতে ভুবনেশ্বর কুমার।
১. টস জিতে প্রথমে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত কেকেআরের
২. প্রথম থেকেই বিধ্বংসী রূপ দেখা গিয়েছে হ্যারি ব্রুকের
৩. ৫৫ বলে ১০০ রান ব্রুকের
৪. এ বারের আইপিএলের প্রথম সেঞ্চুরি
৫. হায়দরাবাদ ক্যাপ্টেন এইডেন মার্করাম খেললেন ২৬ বলে ৫০ রানের ইনিংস
৬. ১৭ বলে ৩২ রান করে নজর কাড়লেন অভিষেক শর্মা
৮. তিন উইকেট আন্দ্রে রাসেলের
৯. মরসুমে প্রথম বার বল হাতে নেমেই সাফল্য রাসেলের
১০. তবে চোট পেয়ে মাঠ ছাড়েন তিনি
হ্যারি ব্রুকের সেঞ্চুরি, ক্যাপ্টেন এইডেন মার্করামের অর্ধশতরানের দৌলতে সানরাইজার্স হায়দরাবাদের খাতায় উঠল ৪ উইকেট খুইয়ে ২২৮ রান।
১৬তম আইপিএলে প্রথম সেঞ্চুরি হ্যারি ব্রুকের। ৫৫ বলে ১০০ রান তাঁর। ইডেনে অনবদ্য ব্রুক।
ফিরেই উইকেট নিলেন রাসেল। সাজঘরে অভিষেক শর্মা (১৭ বলে ৩২ রান)। উইকেট নিয়েই মাঠে শুয়ে পড়লেন রাসেল! এরপর সতীর্থদের সাহায্যে মাঠ ছাড়লেন।
২০০ পার করল সাইরাইজার্স হায়দরাবাদের স্কোর।
চোট আতঙ্ক কাটিয়ে বল করতে এলেন রাসেল। চিন্তা কমল কেকেআরের।
১৫ ওভারে সাইরাইজার্স হায়দরাবাদের স্কোর ১৫৭/৩।
পরপর উইকেট ফেলার সুযোগ মিস। হ্যারি ব্রুকের ক্যাচ ছাড়লেন শার্দূল ঠাকুর।
হায়দরাবাদ ক্যাপ্টেন এইডেন মার্করামকে ফেরালেন বরুণ চক্রবর্তী। বাউন্ডারি লাইনে ক্যাচ রাসেলের হাতে। ১২.৫ ওভারে ১২৯/৩।
সানরাইজার্স হায়দরাবাদের রান ১০০-র গণ্ডি পার করল। ক্রিজে ব্রুক-মার্করাম জুটি।
৩২ বলে হাফ সেঞ্চুরি হ্যারি ব্রুকের।
১০ ওভারে সানরাইজার্সের স্কোর ৯৪/৪।
ড্রেসিংরুম থেকে বেরোলেন রাসেল। মাঠে নামলেন। সাময়িক উদ্বেগের পর স্বস্তি ফিরল ইডেনে।
আন্দ্রে রাসেল ২ ওভার বল করেই খোঁড়াচ্ছেন। মাঠ থেকে বেরিয়ে গেলেন ফিজিওর সঙ্গে। বরাবরই চোটপ্রবণ রাসেল। কেকেআর শিবিরে কি চিন্তা বাড়ল!
জোড়া উইকেট রাসেলের। মায়াঙ্কের পর ফেরালেন রাহুল ত্রিপাঠীকে (৯)। মায়াঙ্কের উইকেট দিয়ে ওভার শুরু, শেষ হল রাহুলকে দিয়ে। পাওয়ার প্লেতে দুটো উইকেট তুলে চাপে ফেলে দিলেন হায়দরাবাদকে।
বোলার রাসেলের অনবদ্য প্রত্য়াবর্তন। নিজের ওভারের প্রথম বলেই উইকেট পেলেন। ১৩ বলে ৯ রান করে ফিরলেন মায়াঙ্ক আগরওয়াল। ৪ ওভারে সানরাইজার্স ৪৬/১। নতুন ব্যাটার রাহুল ত্রিপাঠী। কেকেআরের প্রাক্তনী।
বল হাতে নামলেন আন্দ্রে রাসেল। মরসুমে প্রথম বল হাতে রাসেল। এই আইপিএলে অনুশীলনে বোলিংয় করলেও ম্য়াচে তাঁকে বোলিংয়ে দেখা যায়নি। পাওয়ার প্লে-তেই তাঁকে আক্রমণে আনলেন নীতীশ রানা।
এ বারের আইপিএলে হ্যারি ব্রুকের প্রথম ছয়। ২.৫ ওভারে উমেশ যাদবের বল কভার দিয়ে সীমানার বাইরে ফেললেন ব্রুক। ওভারের শেষ বলেও ছয় এসেছে। ৩ ওভার শেষে সানরাইজার্সের স্কোর বিনা উইকেট হারিয়ে ৪৩।
পরপর বাউন্ডারি হ্যারি ব্রুকের। প্রথম ওভারে উমেশ যাদবের বলে তিনটি চার হাঁকালেন ব্রুক। প্রথম, চতুর্থ ও পঞ্চম বলে।
সানরাইজার্সের ওপেনিংয়ে মায়াঙ্ক আগরওয়ালের সঙ্গে হ্যারি ব্রুক। বোলিংয়ের সূচনায় উমেশ যাদব। প্রথম বলে বাউন্ডারি হাঁকিয়ে ম্যাচ শুরু করলেন ব্রুক।
রহমানুল্লাহ গুরবাজ, সুনীল নারিন, নারায়ন জগদীশন, নীতীশ রানা (অধিনায়ক), আন্দ্রে রাসেল, রিঙ্কু সিং, শার্দূল ঠাকুর, লকি ফার্গুসন, উমেশ যাদব, সূয়াশ শর্মা, বরুণ চক্রবর্তী
সাবস্টিটিউট: মনদীপ সিং, অনুকূল রয়, ভেঙ্কটেশ আইয়ার, ডেভিড উইজে, কুলবন্ত খেজরোলিয়া
সানরাইজার্সের একাদশে একটাই পরিবর্তন। ওয়াশিংটন সুন্দরের পরিবর্তে অভিষেক শর্মা।
একাদশ: মায়াঙ্ক আগরওয়াল, হ্যারি ব্রুক, রাহুল ত্রিপাঠী, এইডেন মার্করাম, হেনরিখ ক্লাসেন, অভিষেক শর্মা, মার্কো জানসেন, মায়াঙ্ক মার্কন্ডে, ভুবনেশ্বর কুমার, টি নটরাজন, উমরান মালিক
সাবস্টিটিউট: আবদুল সামাদ, বিভ্রান্ত শর্মা, গ্লেন ফিলিপস, মায়াঙ্ক ডাগার, ওয়াশিংটন সুন্দর।
টস জিতলেন কেকেআর অধিনায়ক। ইডেনে প্রথমে ফিল্ডিং করবে নাইটরা। কেকেআরের একাদশে কোনও পরিবর্তন নেই।
আরসিবির বিরুদ্ধে ঘরের মাঠে অনবদ্য পারফর্ম করেছিলেন রিঙ্কু সিং। তারপর গুজরাটের বিরুদ্ধে তাণ্ডব চালান। আজও ঘরের মাঠে ধারাবাহিক পারফর্ম করতে চান রিঙ্কু।
কেকেআরের জার্সিতে আজ মাঠে নামবেন ওপার বাংলার লিটন দাস? জল্পনা চলছে। নাকি সুযোগ পাবেন জেসন রয়। লিটন কিংবা জেসনকে খেলাতে হলে কোনও এক বিদেশিকে বসাতে হবে। নয়তো ওয়েটিং লিস্টেই থাকতে হবে তাঁদের।