LSG vs MI Highlights, IPL 2023 : রুদ্ধশ্বাস জয়ে প্লে-অফে এক পা রাখল লখনউ
Lucknow Super Giants vs Mumbai Indians Live Score in Bengali : ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে ১৬তম সংস্করণে আজ মুখোমুখি লখনউ সুপার জায়ান্টস ও মুম্বই ইন্ডিয়ান্স। ম্যাচের পুঙ্খানুপুঙ্খ আপডেটের জন্য নজর রাখুন এই পেজে।
লখনউ : ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের গ্রুপ পর্ব শেষের দিকে। গুজরাট টাইটান্স প্রথম দল হিসেবে প্লে-অফ নিশ্চিত করেছে। শুধু তাই নয়, শীর্ষ দুইয়ে থাকাও নিশ্চিত হার্দিকদের। তেমনই লড়াই থেকে পুরোপুরি ছিটকে গিয়েছে দিল্লি ক্যাপিটালস ও সানরাইজার্স হায়দরাবাদ। বাকি ৭টি দলই প্লে-অফের লড়াইয়ে রয়েছে। ফলে এখন প্রতিটি ম্যাচই নকআউট। একটা হার মানেই অঙ্ক জটিল হওয়া। আজ ঘরের মাঠে রোহিত শর্মার নেতৃত্বাধীন মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে নেমেছিল লখনউ সুপার জায়ান্টস। দু-দলের পয়েন্টের পার্থক্য ছিল মাত্র ১। হার মানেই অঙ্ক জটিল। ঘরের মাঠে কিছুটা হলেও এগিয়ে ছিল লখনউ। শেষ অবধি রুদ্ধশ্বাস জয় ছিনিয়ে নিল তারা। টস হেরে প্রথমে ব্যাট করে লখনউ। মার্কাস স্টইনিসের বিধ্বংসী ইনিংসে মুম্বইকে ১৭৮ রানের লক্ষ্য দেয় তারা। শেষ ওভারে মুম্বইয়ের প্রয়োজন ছিল ১১ রান। স্নায়ুর চাপ সামলে মাত্র ৫ রান দেন। শেষ ওভারে ৫ রানের রুদ্ধশ্বাস জয় ছিনিয়ে নিল লখনউ। ম্যাচের লাইভ আপডেটের জন্য নজর রাখুন TV9Bangla Sports এর এই পেজে।
LIVE Cricket Score & Updates
-
এক নজরে
- লখনউয়ের মন্থর পিচে লো-স্কোরিং ম্যাচের আশঙ্কা ছিল।
- টস জিতে রান তাড়ার সিদ্ধান্ত নিয়েছিল মুম্বই।
- প্রথমে ব্যাট করে মুম্বইকে ১৭৮ রানের লক্ষ্য দেয় লখনউ।
- ওপেনিং জুটিতে ৯০ রান যোগ করেন অধিনায়ক রোহিত শর্মা ও ঈশান কিষাণ।
- দুর্দান্ত ফর্মে থাকা স্কাইকে ফেরান যশ ঠাকুর।
- শেষ ওভারে মুম্বই ইন্ডিয়ান্সের লক্ষ্য দাঁড়ায় ১১ রান।
- বাঁ হাতি পেসার মহসিন খান অনবদ্য বোলিং করেন।
- শেষ ওভারে মাত্র ৫ রান দেন মহসিন।
- মাত্র ৫ রানের রুদ্ধশ্বাস জয় লখনউ সুপার জায়ান্টসের।
-
এক নজরে
- টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয় মুম্বই ইন্ডিয়ান্স।
- তিন ওভারের মধ্যেই ২ উইকেট হারায় লখনউ।
- অধিনায়ক ক্রুনাল পান্ডিয়া ৪৯ রান করে আহত অবসৃত হয়ে মাঠ ছাড়েন।
- মার্কাস স্টইনিসের বিধ্বংসী ব্যাটিং।
- শেষ তিন ওভারে ৫৪ রান তোলে লখনউ।
- নির্ধারিত ১০ ওভারে ৩ উইকেট হারিয়ে ১৭৭ রান করে লখনউ।
- মার্কাস স্টইনিস ৪৭ বলে ৮৯ রানে অপরাজিত।
-
-
অভিজ্ঞতা
আক্রমণে এসেই উইকেট। লখনউকে তৃতীয় ধাক্কা দিলেন পীযুষ চাওলা। ক্রিজে মার্কাস স্টইনিস।
-
জোড়া ধাক্কা
দীপক হুডার পরের বলে ফিরলেন গত ম্যাচের নায়ক প্রেরক মানকড়। গোল্ডেন ডাক। হ্যাটট্রিকের সামনে বেহরেনডর্ফ। চতুর্থ ওভারেই স্পিন। হৃতিক শোকিনকে আক্রমণে আনলেন রোহিত।
-
নতুন জুটি
লখনউয়ের নতুন ওপেনিং জুটি! কুইন্টন ডি’ককের সঙ্গে ক্রিজে দীপক হুডা। এর আগে দেশের হয়ে আয়ার্ল্যান্ড সফরে ওপেন করেছিলেন। দ্বিতীয় ওভারের প্রথম বলেই তাঁর ক্যাচ পড়ল। কঠিন সুযোগ, বল অবধি পৌঁছলেও হাতে জমাতে পারলেন না টিম ডেভিড।
-
-
একাদশ আপডেট
লখনউ সুপার জায়ান্টস : ক্রুনাল পান্ডিয়া, কুইন্টন ডি’কক, দীপক হুডা, প্রেরক মানকড়, মার্কাস স্টইনিস, নিকোলাস পুরান, আয়ুষ বাদোনি, নবীন উল হক, রবি বিষ্ণোই, স্বপ্নীল সিং, মহসিন খান
সাবস্টিটিউট: যশ ঠাকুর, কৃষ্ণাপ্পা গৌতম, ড্যানিয়েল স্যামস, যুধবীর সিং, কাইল মেয়ার্স
মুম্বই ইন্ডিয়ান্স : রোহিত শর্মা, ঈশান কিষাণ, ক্যামেরন গ্রিন, সূর্যকুমার যাদব, নেহাল ওয়াদেরা, টিম ডেভিড, ক্রিস জর্ডন, হৃতিক শোকিন, পীযুষ চাওলা, জেসন বেহরেনডর্ফ, আকাশ মাধওয়াল
সাবস্টিটিউট: রমনদীপ সিং, বিষ্ণু বিনোদ, ত্রিস্তান স্টাবস, কুমার কার্তিকেয়, রাঘব গোয়েল
-
কেমন পরিস্থিতি?
ম্যাচ শুরুর আগে বিস্তারিত পড়ে নিন প্রিভিউ : হাইস্কোরিং ওয়াংখেড়ে থেকে লখনউ, স্পিন পরীক্ষার সামনে স্কাইরা!
-
রি-ইউনিয়ন
লখনউ সুপার জায়ান্টস বনাম মুম্বই ইন্ডিয়ান্স। অনেক প্লেয়ারের কাছেই রিইউনিয়ন। লখনউ কিপার ব্যাটার একটা সময় খেলেছেন মুম্বই ইন্ডিয়ান্সে। লখনউ অধিনায়ক ক্রুনাল পান্ডিয়াও। তবে আজ রোহিত শর্মা, সূর্যকুমার যাদবরা শুধুই প্রতিপক্ষ। আইপিএলে লখনউ সুপার জায়ান্টস বনাম মুম্বই ইন্ডিয়ান্স ম্যাচের লাইভ আপডেটের জন্য নজর রাখুন TV9Bangla Sports-এর এই লিঙ্কে।
Published On - May 16,2023 6:30 PM