Mahendra Singh Dhoni : ট্যাক্স দিয়েছেন ৩৮ কোটি! মহেন্দ্র সিং ধোনির আয় কত?

TV9 Bangla Digital | Edited By: দীপঙ্কর ঘোষাল

Apr 04, 2023 | 5:19 PM

Chennai Super Kings: লখনউয়ের বিরুদ্ধে ১২ রানেই জেতে চেন্নাই সুপার কিংস। বোলিংয়ে প্রচুর অতিরিক্ত রান দেওয়ায় চাপ বেড়েছিল সিএসকে-র। ধোনির ক্ষুরধার মস্তিষ্ক আরও এক বার পার্থক্য গড়ে দেয় ম্যাচে।

Mahendra Singh Dhoni : ট্যাক্স দিয়েছেন ৩৮ কোটি! মহেন্দ্র সিং ধোনির আয় কত?
Image Credit source: IPL

Follow Us

চেন্নাই : মাঠেই তাঁকে নিয়ে শুধু মাতামাতি হয়, তা নয়। মাঠের বাইরেও ব্র্যান্ড ভ্যালু আগের মতোই। আন্তর্জাতিক ক্রিকেট ছেড়েছেন বহুদিন। এখন শুধু আইপিএলেই খেলেন। এ বারের মরসুমে দুটি ম্য়াচ খেলেছে চেন্নাই সুপার কিংস। উদ্বোধনী ম্যাচে হারলেও ঘরের মাঠে জয়ে ফিরেছে মহেন্দ্র সিং ধোনির চেন্নাই সুপার কিংস। প্রথম ম্য়াচে ৭ বলে ১৪ রানের ক্যামিও ইনিংস খেলেছিলেন। সোমবার ঘরের মাঠে লখনউ জায়ান্টসের বিরুদ্ধে নামলেন পাঁচ বল বাকি থাকতে। প্রথম বলেই ছয়। পরের বলেও পুল শটে বল পাঠান গ্যালারিতে। অল্পের জন্য ছয়ের হ্যাটট্রিক হয়নি। তাঁর ৩ বলে ১২ রানের ইনিংসই শেষ অবধি পার্থক্য় গড়ে দিল। লখনউয়ের বিরুদ্ধে ১২ রানেই জেতে চেন্নাই সুপার কিংস। বোলিংয়ে প্রচুর অতিরিক্ত রান দেওয়ায় চাপ বেড়েছিল সিএসকে-র। ধোনির ক্ষুরধার মস্তিষ্ক আরও এক বার পার্থক্য গড়ে দেয় ম্যাচে। মাঠে যেভাবে ছক্কা মারছেন তেমনই ট্যাক্সের দিক থেকেও। ঝাড়খণ্ডের সবচেয়ে বেশি করদাতা হলেন মহেন্দ্র সিং ধোনি। বিস্তারিত TV9Bangla-য়।

ঝাড়খণ্ড আয়কর বিভাগের তথ্য অনুযায়ী ২০২২-২৩ অর্থবর্ষে ৩৮ কোটি টাকার ট্যাক্স দিয়েছেন মহেন্দ্র সিং ধোনি. ২০২১-২২ অর্থবর্ষেও একই অঙ্কের ট্য়াক্স দিয়েছিলেন বলে আয়কর বিভাগ সূত্রে খবর। টানা দ্বিতীয় বার একই অঙ্কের ট্যাক্স দেওয়া থেকে একটা বিষয় আন্দাজ করা যায়, মহেন্দ্র সিং ধোনির ব্র্যান্ড ভ্যালু এক থাকলেও আয় বাড়েনি। গত অর্থবর্ষে ঝাড়খণ্ডের সবচেয়ে বেশি করদাতা হয়েছিলেন মহেন্দ্র সিং ধোনি। এ বারও ঝাড়খণ্ডে সবচেয়ে বেশি কর দিয়েছেন চেন্নাই সুপার কিংস অধিনায়ক।

ধোনির আয়ের উৎস কী?

ভারতের সর্বকালের অন্য়তম সফল অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি। তাঁর আয়ের নানা উৎস রয়েছে। ধোনির নেতৃত্বে তিনটি আইসিসি ট্রফি জিতেছে ভারত। এশিয়ার একমাত্র অধিনায়ক হিসেবে ওডিআই, টি-টোয়েন্টি বিশ্বকাপ এবং চ্য়াম্পিয়ন্স ট্রফি জিতেছেন মহেন্দ্র সিং ধোনি। ভারতের প্রাক্তন অধিনায়ক হিসেবে তাঁর একটা ব্র্য়ান্ড ভ্য়ালু রয়েছেই।

এ ছাড়াও বেশ কিছু ব্র্যান্ড এনডোর্স করেন মহেন্দ্র সিং ধোনি।

ধোনির একটি বিনোদন সংস্থা রয়েছে, সেখান থেকেও আয় করেন।

এ ছাড়া ক্রিকেট কোচিংয়ের সঙ্গে যুক্ত বেশ কিছ সংস্থার মাধ্যমে আয় হয় ধোনির।

শিক্ষাক্ষেত্রেও পা রেখেছেন ধোনি। সেখান থেকেও বড় আয় রয়েছে।

 

 

 

Next Article