নয়াদিল্লি : এ বারের আইপিএলে এই নিয়ে চতুর্থ ওপেনিং জুটি। রহমানুল্লা গুরবাজের সঙ্গে মনদীপ সিং, ভেঙ্কটেশ আইয়ার, নারায়ণ জগদীশনরা জুটি বেঁধেছেন এ মরসুমে। দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে দু-প্রান্তেই পরিবর্তন হল। গুরবাজ, জগদীশন দু-জনই একাদশের বাইরে। ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে অভিষেক হল বাংলাদেশের কিপার ব্যাটার লিটন দাসের। তেমনই কলকাতা নাইট রাইডার্স জার্সিতে অভিষেক ম্যাচ খেলতে নেমেছেন ইংল্যান্ডের বিধ্বংসী ব্যাটার জেসন রয়। প্রত্যাশা ছিল, এ বার হয়তো ওপেনিং সমস্যার সমাধান হতে পারে কলকাতা নাইট রাইডার্সের। গত মরসুম থেকে এই নিয়ে দশম ভিন্ন ওপেনিং জুটি দেখা গেল কলকাতা নাইট রাইডার্সে। গত মরসুমে একটিই মাত্র ৫০ প্লাস রানের ওপেনিং পার্টনারশিপ হয়েছিল। সেটি করেছিল রাহানে-ভেঙ্কটেশ আইয়ার জুটি। বাকি সব ম্যাচেই ওপেনিং জুটি ব্যর্থ। এই মরসুমের চতুর্থ ওপেনিং জুটিও। বিস্তারিত জেনে নিন TV9Bangla Sports-এর এই প্রতিবেদনে।
গত মরসুম অতীত। এ বার প্রথম ম্যাচে কেকেআরের হয়ে ওপেন করেন গুরবাজ ও মনদীপ সিং। জুটিতে উঠেছিল মাত্র ১৩ রান। দ্বিতীয় ম্য়াচে গুরবাজের সঙ্গে জুটি বাঁধেন ভেঙ্কটেশ আইয়ার। এই ম্যাচে জুটিতে ওঠে ২৬ রান। গুজরাট টাইটান্স, সানরাইজার্স হায়দরাবাদ, মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে ওপেন করেন রহমানুল্লা গুরবাজ ও নারায়ণ জগদীশন। এই তিন ম্যাচে ওপেনিং জুটিতে যোগ হয় যথাক্রমে ২০, ০ ও ১১ রান।
দিল্লি ক্য়াপিটালসের বিরুদ্ধে দলে একাধিক পরিবর্তন করে কলকাতা নাইট রাইডার্স। এর মধ্যে অন্য়তম সিদ্ধান্ত ছিল ওপেনিং জুটির বদল। কলকাতা নাইট রাইডার্স এ বার নিয়েছিল বাংলাদেশের দুই ক্রিকেটার লিটন দাস এবং সাকিব আল হাসানকে। জাতীয় দলের খেলা থাকায় এই দু-জনকে দেরিতে পাওয়া যাবে প্রাথমিক ভাবে এমন পরিস্থিতিই ছিল। শেষ অবধি আইপিএল থেকে সরে দাঁড়ান সাকিব আল হাসান। লিটন দাস স্কোয়াডে যোগ দিলেও আইপিএলে তাঁর অভিষেক হল দিল্লি ম্য়াচেই। সাকিব আল হাসানের পরিবর্তে সই করানো হয়েছিল জেসন রয়কে। কেকেআর জার্সিতে তাঁরও অভিষেক হল। ওপেনও করলেন এই দু-জন। তবে জুটিতে সাফল্য এল না। দিল্লির বিরুদ্ধে মাত্র ১৫ রান যোগ হল ওপেনিংয়ে। বাংলাদেশের ক্রিকেটার লিটন ফিরলেন মাত্র ৪ রান করে। এখন এটাই প্রশ্ন, কেকেআরের ওপেনিং জুটিতে কবে সাফল্য আসবে?