PBKS vs LSG Highlights, IPL 2023 : বিশাল জয় লখনউয়ের, পঞ্জাব অলআউট ২০১ রানে
Punjab Kings vs Lucknow Super Giants Live Score in Bengali : ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে ১৬তম সংস্করণে আজ মোহালির পঞ্জাব ক্রিকেট অ্যাসোসিয়েশনের মাঠে মুখোমুখি পঞ্জাব কিংস ও লখনউ সুপার জায়ান্টস। ম্যাচের পুঙ্খানুপুঙ্খ আপডেটের জন্য় নজর রাখুন এই পেজে।
মোহালি: সাতটি ম্যাচ খেলে চারটিতে জয় ও তিনটি ম্যাচে হার। পঞ্জাব কিংস ও লখনউ সুপার জায়ান্টস (PBKS vs LSG) দুটো দলেরই পরিস্থিতি ছিল এরকম। চলতি মরসুমের প্রথম সাক্ষাতে অল্পের জন্য হেরে গিয়েছিল পঞ্জাব। এ দিকে লখনউ ঘরের মাঠে শেষ ম্যাচে হেরেছিল গুজরাট জায়ান্টসের কাছে। পঞ্জাব শিবিরে শুরুতে স্বস্তি ছিল নিয়মিত অধিনায়ক শিখর ধাওয়ানের ফেরা। তবে শেষটা হল বিরাট অস্বস্তিতে। মরসুমে দ্বিতীয় সাক্ষাতেও জিতল লখনউ। তাও আবার ৫৬ রানের বিশাল ব্যবধানে। টস জিতে লখনউকে ব্যাটিংয়ে আমন্ত্রণ জানিয়েছিলেন পঞ্জাব অধিনায়ক শিখর ধাওয়ান। প্রথম বলেই লোকেশ রাহুলের ক্যাচ ফসকায়। তিনি বড় রান করতে পারেননি। তবে মার্কাস স্টইনিস, নিকোলাস পুরান, কাইল মেয়ার্স, আয়ুষ বাদোনিদের বিধ্বংসী ইনিংসে ২৫৭-৭ এর বিশাল স্কোর গড়ে লখনউ। জবাবে ২০১ রানে অলআউট পঞ্জাব।
LIVE Cricket Score & Updates
-
এক নজরে
- টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয় পঞ্জাব।
- নির্ধারিত ২০ ওভারে ২৫৭-৫ এর জায়ান্ট স্কোর লখনউয়ের।
- শুরুতেই জোড়া ধাক্কা পঞ্জাবের।
- অথর্ব তাইডে-সিকান্দার রাজা জুটি ৪৭ বলে ৭৮ রান যোগ করে।
- নিয়মিত ব্য়বধানে উইকেট নিতে থাকে লখনউ।
- শেষ অবধি ২০১ রানে অলআউট পঞ্জাব কিংস।
- ৫৬ রানের বিশাল জয় লখনউ সুপার জায়ান্টসের।
-
বোলিংয়েও অনবদ্য
ব্য়াট হাতে বিধ্বংসী ইনিংস খেলেছিলেন মার্কাস স্টইনিস। প্রথম ওভারেই পঞ্জাব অধিনায়ক শিখর ধাওয়ানকে ফেরালেন।
-
-
অবশেষে উইকেট
স্য়াম কারানের বোলিংয়ে ফিরলেন মার্কাস স্টইনিস। ৪০ বলে ৭২ রানের বিধ্বংসী ইনিংস।
-
স্টইনিসের অর্ধশতরান
এ বারের আইপিএলে দ্বিতীয় অর্ধশতরান মার্কাস স্টইনিসের।
-
পার্টনারশিপ
মার্কাস স্টইনিস-আয়ুষ বাদোনি পার্টনারশিপ ৫০ পেরিয়েছে। ৪৭ বলে ৮৯ রানে জুটি ভাঙল।
-
-
কাইল মেয়ার্স
এ বারের আইপিএলে চতুর্থ অর্ধশতরান কাইল মেয়ার্সের। মাত্র ২০ বলে হাফসেঞ্চুরি পূর্ণ করলেও লখনউ সুপার জায়ান্টস ওপেনার।
-
সুযোগ কাজে লাগাতে পারলেন না
ইনিংসের প্রথম বলেই তাঁর ক্যাচ ফসকেছিলেন অথর্ব তাইডে। চতুর্থ ওভারে আক্রমণে কাগিসো রাবাডা। ছয় দিয়ে ওভার শুরু করেন। দ্বিতীয় বলেই ওয়াইড স্লিপে ক্যাচ শাহরুখের। ৯ বলে ১২ রানে ফিরলেন রাহুল।
-
হতাশার অভিষেক!
গুরনুর ব্রারের অভিষেক ম্যাচ। প্রথম বলেই তাঁর ক্যাচ মিস। লোকেশ রাহুলের উইকেটে অভিষেক হতে পারতো গুরনুরের। পয়েন্টে তাঁর ক্যাচ ফেলেন অথর্ব তাইডে।
-
লখনউ সুপার জায়ান্টস একাদশ
লোকেশ রাহুল (অধিনায়ক), কাইল মায়ার্স, নিকোলাস পুরান, দীপক হুডা, মার্কাস স্টইনিস, ক্রুণাল পান্ডিয়া, আয়ুষ বাদোনি, যশ ঠাকুর, নবীন উল হক, আবেশ খান, রবি বিষ্ণোই
-
পঞ্জাব কিংস একাদশ
ফিরলেন ধাওয়ান এবং রাবাডা। ম্যাথু শর্টের পরিবর্তে সিকন্দর রাজা।
একাদশ: অথর্ব তাইডে, শিখর ধাওয়ান (অধিনায়ক), সিকন্দর রাজা, লিয়াম লিভিংস্টোন, স্যাম কারান, জীতেশ শর্মা (উইকেটকিপার), শাহরুখ খান, কাগিসো রাবাডা, রাহুল চাহার, গুরনুর ব্রার এবং অর্শদীপ সিং
-
টস আপডেট
চোট সারিয়ে ফিরলেন শিখর ধাওয়ান। টস জিতে পঞ্জাব কিংস অধিনায়কের প্রথমে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত। কাঁধের চোটমুক্ত। জানালেন ধাওয়ান।
-
মোহালিতে দুরন্ত ডি’কক
মোহালির ক্রিকেট গ্রাউন্ড কুইন্টন ডি’ককের জন্য পয়া। এই স্টেডিয়ামে দক্ষিণ আফ্রিকান ক্রিকেটারের আইপিএলে স্ট্রাইক রেট ১৬২.৩২ এবং দুটি অর্ধশতরান রয়েছে। এই পরিসংখ্যানের জেরে আজ কী লখনউয়ের ইনিংসের সূচনায় ডি’কক?
-
নেই মার্ক উড
দলের মুখ্য পেসার মার্ক উডকে পাচ্ছে না লখনউ। অসুস্থতার জন্য ১৫ এপ্রিল থেকে খেলছেন না তিনি। কবে ফিরবেন জানা নেই।
-
তৈরি দুই দল
মোহালির মাঠে শুক্রবার আরও একটা থ্রিলার?
Another thrilling match tonight ?
Will @PunjabKingsIPL win again or will @LucknowIPL make it even for the season? ?
Find out ? ⏳#TATAIPL | #PBKSvLSG pic.twitter.com/6iRV9rQa9v
— IndianPremierLeague (@IPL) April 28, 2023
Published On - Apr 28,2023 6:30 PM