RCB vs LSG Highlights, IPL 2023 : শেষ বলে নাটকীয় জয় লখনউ সুপার জায়ান্টসের

| Edited By: | Updated on: Apr 11, 2023 | 12:01 AM

Royal Challengers Bangalore vs Lucknow Super Giants Live Score in Bengali : ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে ১৬তম সংস্করণে আজ বেঙ্গালুরুর চিন্নাস্বামী স্টেডিয়ামে মুখোমুখি রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর ও লখনউ সুপার জায়ান্টস। ম্যাচের পুঙ্খানুপুঙ্খ আপডেটের জন্য নজর রাখুন এই পেজে।

RCB vs LSG Highlights, IPL 2023 : শেষ বলে নাটকীয় জয় লখনউ সুপার জায়ান্টসের
Image Credit source: TV9 Bangla Graphics

বেঙ্গালুরু : ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটের মেগা শো সবদিক থেকেই জমে উঠেছে। সুপার সানডে-তে ডাবল হেডারের প্রথম ম্যাচের রেশ থেকে এখনও কেউ বেরোতে পারছেন না। আইপিএলের ইতিহাসে অন্যতম রুদ্ধশ্বাস জয় দেখা গিয়েছে। তেমনই আরও একটা রুদ্ধশ্বাস ম্যাচ দেখা গেল। ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের ১৬তম সংস্করণ চলছে। টুর্নামেন্টের ১৫ তম ম্যাচে আজ মুখোমুখি হয়েছিল রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর ও লখনউ সুপার জায়ান্টস। দীর্ঘ সময় পর হোম অ্যাওয়ে ফরম্যাটে হচ্ছে আইপিএল। ঘরের মাঠে এ বারের মরসুম শুরু করেছিল আরসিবি। শক্তিশালী মুম্বই ইন্ডিয়ান্সকে ৮ উইকেটের বিশাল ব্যবধানে হারিয়েছিল তারা। যদিও অ্যাওয়ে ম্যাচে কলকাতা নাইট রাইডার্সের কাছে মুখ থুবরে পড়ে। এ বার ঘরের মাঠেও হার আরসিবির। বোর্ডে ২১৩ রানের বিশাল লক্ষ্য ছিল লখনউ সুপার জায়ান্টসের সামনে। শেষ বলে ১ উইকেটের নাটকীয় জয় লখনউয়ের। রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর বনাম লখনউ সুপার জায়ান্টস ম্যাচের লাইভ আপডেটের জন্য নজর রাখুন TV9Bangla-র এই পেজে।

Key Events

টপ থ্রি

লখনউ সুপার জায়ান্টসের বিরুদ্ধে আরসিবির টপ থ্রি ব্যাটারই অর্ধশতরান করল। আইপিএলে আরসিবির প্রথম বার।

নিকোলাস পুরান

এ বারের আইপিএলের দ্রুততম অর্ধশতরান নিকোলাস পুরানের ব্যাটে। মাত্র ১৫ বলে হাফসেঞ্চুরি পুরানের।

LIVE Cricket Score & Updates

The liveblog has ended.
  • 10 Apr 2023 11:41 PM (IST)

    এক নজরে

    • টস জিতে রান তাড়ার সিদ্ধান্ত লখনউ সুপার জায়ান্টসের।
    • আরসিবির টপ থ্রি ব্যাটার অর্ধশতরান করেন।
    • নির্ধারিত ২০ ওভারে মাত্র ২ উইকেট হারিয়ে ২১২ রান করে আরসিবি।
    • লক্ষ্য বড় হলেও এই মাঠে রান তাড়া সহজ।
    • লখনউ পাওয়ার প্লে-তে ৩ উইকেটে ৩৭ রানে চাপে পড়ে।
    • মার্কাস স্টইনিস, নিকোলাস পুরানের বিধ্বংসী ইনিংস।
    • এ বারের আইপিএলে দ্রুততম অর্ধশতরান নিকোলাস পুরানের।
    • শেষ বলে ১ রানের লক্ষ্য দাঁড়ায় লখনউয়ের। বাকি ছিল এক উইকেট।
    • শেষ বলে বাই রান নিয়ে ১ উইকেটের রুদ্ধশ্বাস জয় লখনউয়ের।
  • 10 Apr 2023 11:29 PM (IST)

    শেষ সুযোগ

    ১ বল, ১ রান, ১ উইকেট! কে জিতবে!

  • 10 Apr 2023 11:24 PM (IST)

    ফুলটসে আউট উড

    ফুলটসে বোল্ড মার্ক উড। হর্ষলের স্লোয়ারে পরাস্থ মার্ক উড। আইপিএলে শততম উইকেট হর্ষলের।

  • 10 Apr 2023 11:20 PM (IST)

    হিট উইকেট!

    অদ্ভূত পরিস্থিতিতে আউট হলেন আয়ুষ বাদোনি। স্কুপ শটে হিট উইকেট। বল বাউন্ডারির বাইরে। ছয়ের পরিবর্তে আউট হয়ে ফিরলেন বাদোনি।

  • 10 Apr 2023 11:10 PM (IST)

    অনবদ্য ইনিংসের ইতি

    নিকোলাস পুরানকে ফুলটসে ফেরালেন সিরাজ। বাউন্ডারিতে ক্যাচ শাহবাজের। মাত্র ১৯ বলে ৬২ রানের বিধ্বংসী ইনিংস পুরানের।

  • 10 Apr 2023 10:53 PM (IST)

    রেকর্ড অ্যালার্ট

    আইপিএলের ইতিহাসে দ্বিতীয় দ্রুততম অর্ধশতরানের তালিকায় নাম লেখালেন নিকোলাস পুরান। মাত্র ১৫ বলে অর্ধশতরানে পৌঁছলেন। এ বারের আইপিএলে দ্রুততম অর্ধশতরান এটিই। অজিঙ্ক রাহানে ১৯ বলে হাফসেঞ্চুরি করেছিলেন মুম্বইয়ের বিরুদ্ধে।

  • 10 Apr 2023 09:57 PM (IST)

    হুডার সঙ্গে ক্রুনালও!

    একই ওভারে দীপক হুডা এবং ক্রুনাল পান্ডিয়াকে ফেরালেন ওয়েন পার্নেল। আইপিএল প্রত্যাবর্তনে অনবদ্য বোলিং। সুইংয়ে বাজিমাত।

  • 10 Apr 2023 09:27 PM (IST)

    এক নজরে

    • টস জিতে ফিল্ডিং নেয় লখনউ সুপার জায়ান্টস
    • বিরাট কোহলি-ফাফ ডুপ্লেসি জুটির বিধ্বংসী শুরু
    • বিরাট কোহলি ৪৪ বলে ৬১ রান করেন।
    • শেষ পাঁচ ওভারে ৭৫ রান তোলে আরসিবি।
    • ফাফ ডুপ্লেসি ৭৯ রানে অপরাজিত।
    • গ্লেন ম্যাক্সওয়েল ২৯ বলে ৫৯ রানের বিধ্বংসী ইনিংস খেলেন।
  • 10 Apr 2023 07:56 PM (IST)

    পাওয়ার প্লে শেষ

    বিনা উইকেটে পাওয়ার প্লে-তে ৫৬ রান তুলেছে আরসিবি। ক্রিজে বিরাট কোহলি ও ফাফ ডু’প্লেসি।

  • 10 Apr 2023 07:51 PM (IST)

    আরসিবির ৫ ওভার শেষ

    আরসিবির ইনিংসের প্রথম ৫ ওভারের খেলা শেষ। কোনও উইকেট না হারিয়ে ৪২ রান তুলেছে আরসিবি।

  • 10 Apr 2023 07:12 PM (IST)

    একাদশ আপডেট

    রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর : ফাফ ডুপ্লেসি, বিরাট কোহলি, মহিপাল লোমরোর, গ্লেন ম্য়াক্সওয়েল, শাহবাজ আহমেদ, দীনেশ কার্তিক, অনুজ রাওয়াত, ডেভিড উইলি, ওয়েন পার্নেল, হর্ষল প্যাটেল, মহম্মদ সিরাজ

    লখনউ সুপার জায়ান্টস : লোকেশ রাহুল, কাইল মেয়ার্স, দীপক হুডা, ক্রুনাল পান্ডিয়া, মার্কাস স্টইনিস, নিকোলাস পুরান, জয়দেব উনাদকাট, আবেশ খান, রবি বিষ্ণোই, অমিত মিশ্র, মার্ক উড

  • 10 Apr 2023 07:06 PM (IST)

    টস হেরে চাপে আরসিবি!

    চিন্নাস্বামীতে রান তাড়া করা বেশি সুবিধার। প্রথম ম্যাচে রান তাড়া করেই জিতেছিল আরসিবি। টস হেরে কি চাপ বাড়ল বিরাটদের?

  • 10 Apr 2023 06:44 PM (IST)

    বিরাট অপেক্ষা

    ঘরের মাঠে এ বারের প্রথম ম্যাচে অপরাজিত ৮২ রানের বিধ্বংসী ইনিংস খেলেছিলেন আরসিবি ওপেনার বিরাট কোহলি। ফের এক বার ঘরের মাঠে ম্যাচ। লখনউয়ের বিরুদ্ধে একই রকম ইনিংস দেখা যাবে বিরাটের থেকে! প্রতিপক্ষ লখনউ সুপার জায়ান্টসে দুই লেগ স্পিনার রয়েছেন। অভিজ্ঞ অমিত মিশ্র এবং তরুণ রবি বিষ্ণোই। লেগ স্পিনারদের বিরুদ্ধে বিরাটের দুর্বলতা অজানা নয়। জোরদার লড়াইয়ের অপেক্ষা।

  • 10 Apr 2023 06:39 PM (IST)

    আরসিবি বনাম এলএসজি

    চিন্নাস্বামী স্টেডিয়ামে মুখোমুখি হতে চলেছে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর এবং লখনউ সুপার জায়ান্টস। ম্যাচের লাইভ আপডেটে সকলকে স্বাগত। নজর রাখুন TV9Bangla-র এই লাইভ ব্লগে।

Published On - Apr 10,2023 6:30 PM

Follow Us: