RR vs CSK Highlights, IPL 2023: চেন্নাইকে ঘরের মাঠে থামিয়ে জয়ে ফিরল রাজস্থান

| Edited By: | Updated on: Apr 28, 2023 | 1:39 AM

Rajasthan Royals vs Chennai Super Kings Live Score in Bengali : ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে ১৬তম সংস্করণে আজ জয়পুরের সোয়াই মান সিং স্টেডিয়ামে মুখোমুখি রাজস্থান রয়্যালস ও চেন্নাই সুপার কিংস। ম্যাচের পুঙ্খানুপুঙ্খ আপডেটের জন্য় নজর রাখুন এই পেজে।

RR vs CSK Highlights, IPL 2023: চেন্নাইকে ঘরের মাঠে থামিয়ে জয়ে ফিরল রাজস্থান
গ্রাফিক্স: টিভি৯ বাংলা

জয়পুর: ঘরের মাঠে হারের হ্যাটট্রিক আটকাল রাজস্থান রয়্যালস। একইসঙ্গে থামাল চেন্নাই সুপার কিংসের বিজয়রথ। জয়পুরের সোয়াই মানসিং স্টেডিয়ামে রাজস্থান রয়্যালস বনাম চেন্নাই সুপার কিংস ম্যাচে হেরে গিয়েছেন মহেন্দ্র সিং ধোনিরা। ৩২ রানে হেরেছে চেন্নাই। তিন ম্যাচ পর হেরে গিয়ে পয়েন্ট টেবলের শীর্ষস্থান খুইয়েছে চেন্নাই। ধোনি বাহিনীকে হারিয়ে শীর্ষস্থান ফের দখল করেছে রাজস্থান।

LIVE Cricket Score & Updates

The liveblog has ended.
  • 28 Apr 2023 01:39 AM (IST)

    এক নজরে

    ১. প্রথমে ব্যাট করে ৫ উইকেট হারিয়ে ২০২ রান তোলে রাজস্থান

    ২. ৭৭ রানের ইনিংস খেলেন যশস্বী জসওয়াল

    ৩. ১৫ বলে ৩৪ রানের ক্যামিও ইনিংস ধ্রুব জুরেলের

    ৪. রান তাড়া করতে নেমে পাওয়ার প্লেতে সিএসকে ছিল ৪২-১

    ৫. ৪৭ রান করেন ঋতুরাজ গায়কোয়াড়

    ৬. ৩৩ বলে ৫২ রান শিবম দুবের

    ৭. ২২ রান দিয়ে তিন উইকেট নেন অ্যাডাম জাম্পা

    ৮. ২টি উইকেট রবিচন্দ্রন অশ্বিনের ঝুলিতে

    ৯. ১৭০ রানে আটকে যায় চেন্নাইয়ের ইনিংস

  • 27 Apr 2023 11:14 PM (IST)

    জয়ী রাজস্থান

    শেষ বলে কুলদীপ যাদব ফেরালেন শিবম দুবেকে (৫২)। ৩২ রানে জয়ী রাজস্থান রয়্যালস।

  • 27 Apr 2023 11:07 PM (IST)

    শেষ ওভারে ৩৭ রানের প্রয়োজন

    জয়ের জন্য শেষ ৬ বলে ৩৭ রানের প্রয়োজন চেন্নাইয়ের।

  • 27 Apr 2023 11:06 PM (IST)

    দুবের অর্ধশতরান

    শিবম দুবের অর্ধশতরান। ২৯ বলে ৫০ রানে পৌঁছলেন শিবম।

  • 27 Apr 2023 11:02 PM (IST)

    ২ ওভারে ৪৬ রান!

    শেষ ২ ওভারে চেন্নাইয়ের প্রয়োজন ৪৬ রান। ৪৮ রানে ব্যাট করছেন শিবম দুবে। ১৪ রানে রবীন্দ্র জাডেজা।

  • 27 Apr 2023 10:44 PM (IST)

    জাম্পার তিন উইকেট

    মইন আলিকে ফেরালেন অ্যাডাম জাম্পা। সঞ্জু হাতে ক্যাচ। ১২ বলে ২৩ রান। ১৪.৫ ওভারে ১২৪-৫ সিএসকে।

  • 27 Apr 2023 10:23 PM (IST)

    দ্বিতীয় উইকেট অশ্বিনের

    এক ওভারে দ্বিতীয় উইকেট অশ্বিনের। জেসন হোল্ডারের হাতে ক্যাচ দিয়ে ফিরলেন ইমপ্যাক্ট প্লেয়ার অম্বাতি রায়ডু (০)।

  • 27 Apr 2023 10:21 PM (IST)

    আউট রাহানে

    ১৩ বলে ১৫ রান করে আউট অজিঙ্ক রাহানে। রবিচন্দ্রন অশ্বিনের বলে ফিরলেন রাহানে।

  • 27 Apr 2023 10:18 PM (IST)

    ১০ ওভারে ৭১-২

    ১০ ওভারে চেন্নাইয়ের স্কোর ৭১-২। ব্যাট করছেন অজিঙ্ক রাহানে এবং শিবম দুবে।

  • 27 Apr 2023 10:16 PM (IST)

    ফিরলেন ঋতুরাজ

    জাম্পার দ্বিতীয় উইকেট। ৯.২ ওভারে সেট ব্যাটার ঋতুরাজ গায়কোয়াড়ের ক্যাচ নিলেন দেবদত্ত পাডিকল। দ্বিতীয় উইকেট হারাল চেন্নাই।

  • 27 Apr 2023 09:56 PM (IST)

    আউট কনওয়ে

    পাওয়ার প্লের শেষ বলে আউট ডেভন কনওয়ে। ১৬ বলে ৮ রান করে অ্যাডাম জাম্পার বলে ফিরলেন চেন্নাই ওপেনার। ৬ ওভারে ৪২-১ চেন্নাই।

  • 27 Apr 2023 09:29 PM (IST)

    চেন্নাইয়ের ব্যাটিং শুরু

    রান তাড়ায় নামল চেন্নাই সুপার কিংস। ওপেনিংয়ে ডেভন কনওয়ে এবং ঋতুরাজ গায়কোয়াড়। বল হাতে সন্দীপ শর্মা।

  • 27 Apr 2023 09:14 PM (IST)

    রাজস্থানের ইনিংস শেষ

    যশস্বী জসওয়ালের ৭৭ রান। ধ্রুব জুরেল এবং দেবদত্ত পাডিকল জুটির দাপটে রাজস্থান রয়্যালসের স্কোরবোর্ডে উঠল ৫ উইকেট হারিয়ে ২০২ রান।

  • 27 Apr 2023 09:10 PM (IST)

    আউট ধ্রুব জুরেল

    ধোনির ডাইরেক্ট হিট। শেষ ওভারে রান আউট হয়ে ফিরলেন ধ্রুব জুরেল। ১৫ বলে ৩৪ রানের ইনিংস খেলে ফিরলেন ধ্রুব।

  • 27 Apr 2023 08:51 PM (IST)

    ফিরলেন হেটমায়ার

    ১৬তম ওভারে থিকসানার এসেই ফেরালেন শিমরন হেটমায়ারকে। ১০ বলে ৮ রান। ১৬.১ ওভারে রাজস্থান ১৪৬-৪।

  • 27 Apr 2023 08:45 PM (IST)

    ১৫ ওভার শেষ

    ১৫ ওভার শেষে রাজস্থানের স্কোর ১৩৯/৩।

  • 27 Apr 2023 08:38 PM (IST)

    আউট যশস্বী

    এক ওভারে দুটি উইকেট নিলেন তুষার দেশপান্ডে। ১৩তম ওভারের শেষ বলে ফিরলেন যশস্বী জসওয়াল। ৪৩ বলে ৭৭ রান।

  • 27 Apr 2023 08:35 PM (IST)

    আউট সঞ্জু

    ১৭ বলে ১৭ রান। তুষার দেশপান্ডের বলে ফিরলেন সঞ্জু স্যামসন।

  • 27 Apr 2023 08:19 PM (IST)

    ১০ ওভারে ১০০/১

    ১০ ওভারে রাজস্থানের স্কোর ১০০/১। ক্রিজে যশস্বী জসওয়াল এবং সঞ্জু স্যামসন।

  • 27 Apr 2023 08:10 PM (IST)

    ফিরলেন বাটলার

    ৮.২ ওভারে প্রথম উইকেট পেল চেন্নাই। রবীন্দ্র জাডেজার বলে শিবম দুবের হাতে ক্যাচ দিলেন জস বাটলার। রাজস্থানের স্কোর ৮৬/১।

  • 27 Apr 2023 08:04 PM (IST)

    যশস্বীর অর্ধশতরান

    ২৬ বলে ৫০ রান। দুরন্ত যশস্বী জসওয়ালের অর্ধশতরান। আইপিএল কেরিয়ারের ষষ্ঠ হাফ সেঞ্চুরি।

  • 27 Apr 2023 08:00 PM (IST)

    পাওয়ার প্লে ওভার শেষ

    পাওয়ার প্যাক পাওয়ার প্লে। ৬ ওভারে বিনা উইকেট খুইয়ে এল ৬৪ রান। ৪০ রানে ব্যাট করছেন যশস্বী। বাটলার ব্যাট করছেন ২৩ রানে।

  • 27 Apr 2023 07:57 PM (IST)

    রাজস্থানের ৫০ পার

    রাজস্থান রয়্যালসের স্কোর ৫০ পার করল। ব্যাটে ঝড় তুলেছেন যশস্বী জসওয়াল। ১৯ বলে ৩৯ রানে ব্যাট করছেন তিনি।

  • 27 Apr 2023 07:33 PM (IST)

    শুরু ম্যাচ

    রাজস্থানের হয়ে ওপেনিংয়ে যশস্বী জয়সওয়াল এবং জস বাটলার। বোলিংয়ের সূচনায় আকাশ সিং। ওভারের প্রথম দুটি বলে বাউন্ডারি এল যশস্বীর ব্যাটে। আক্রমণাত্মক ব্যাটিংয়ে চেন্নাইকে বড় স্কোর দেওয়ার লক্ষ্য রাজস্থানের।

  • 27 Apr 2023 07:16 PM (IST)

    চেন্নাই সুপার কিংস একাদশ

    ঋতুরাজ গায়কোয়াড়, ডেভন কনওয়ে, অজিঙ্ক রাহানে, মইন আলি, শিবম দুবে, রবীন্দ্র জাডেজা, এমএস ধোনি, মহেশ পাথিরানা, মহেশ থিকসানা, তুষার দেশপান্ডে, আকাশ সিং

    সাবস্টিটিউট: অম্বাতি রায়াডু, ডোয়েন প্রিটোরিয়াস, শুভ্রাংশু সেনাপতি, শেখ রশিদ, রাজবর্ধন হ্যাঙ্গারকর

  • 27 Apr 2023 07:11 PM (IST)

    ট্রেন্ট বোল্টের চোট!

    সামান্য চোট রয়েছে ট্রেন্ট বোল্টের। তাঁর পরিবর্তে অ্যাডাম জাম্পাকে খেলাচ্ছে রাজস্থান।

    রাজস্থান রয়্যালস একাদশ: যশস্বী জয়সওয়াল, জস বাটলার, দেবদত্ত পাড়িক্কল, সঞ্জু স্যামসন (অধিনায়ক ও উইকেটকিপার), শিমরন হেটমায়ার, ধ্রুব জুরেল, রবিচন্দ্রন অশ্বিন, জেসন হোল্ডার, অ্যাডাম জাম্পা, যুজবেন্দ্র চাহাল, সন্দীপ শর্মা

    সাবস্টিটিউট: ডোনাভেন ফেরেইরা, এম অশ্বিন, রিয়ান পরাগ, কেএম আসিফ, কুলদীপ সেন

  • 27 Apr 2023 07:02 PM (IST)

    টস আপডেট

    টস জিতে ঘরের মাঠে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত রাজস্থান রয়্যালসের।

  • 27 Apr 2023 06:37 PM (IST)

    মেজাজ হারিয়েছিলেন ‘ক্যাপ্টেন কুল’

    সোয়াই মানসিং স্টেডিয়ামে শেষবার রাজস্থান রয়্যালস ও চেন্নাই সুপার কিংস মুখোমুখি হয়েছিল ২০১৯ সালে। শেষ ওভারের থ্রিলারের ওই ম্যাচে মেজাজ হারাতে (হয়তো প্রথম বার) দেখা গিয়েছিল মহেন্দ্র সিং ধোনিকে। নো বল নিয়ে মাঠে নেমে আম্পায়ারদের সঙ্গে তর্ক জুড়ে দেন তিনি।

  • 27 Apr 2023 06:32 PM (IST)

    শেষ সাক্ষাতের ফলাফল

    শেষবার দুটি দল মুখোমুখি হয়েছিল চিপক স্টেডিয়ামে। চলতি মরসুমের প্রথম সাক্ষাতে শেষ ওভারের থ্রিলারে ধোনিদের তাঁদেরই ঘরের মাঠে হারিয়েছিল রাজস্থান।

Published On - Apr 27,2023 6:30 PM

Follow Us: