RR vs PBKS Highlights, IPL 2023: শেষ ওভারে রুদ্ধশ্বাস জয় পঞ্জাব কিংসের

TV9 Bangla Digital | Edited By: দীপঙ্কর ঘোষাল

Apr 06, 2023 | 12:06 AM

Rajasthan Royals vs Punjab Kings Live Score in Bengali : ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে ১৬তম সংস্করণে আজ গুয়াহাটির বর্ষাপাড়া স্টেডিয়ামে মুখোমুখি রাজস্থান রয়্যালস ও পঞ্জাব কিংস। ম্যাচের পুঙ্খানুপুঙ্খ আপডেটের জন্য নজর রাখুন এই পেজে।

RR vs PBKS Highlights, IPL 2023: শেষ ওভারে রুদ্ধশ্বাস জয় পঞ্জাব কিংসের
গ্রাফিক্স: টিভি৯ বাংলা

Follow Us

গুয়াহাটি : ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটের মেগা শো। ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের ১৬তম (IPL 2023) সংস্করণ শুরু হয়েছে। টুর্নামেন্টের অষ্টম ম্যাচে আজ মুখোমুখি হয়েছিল রাজস্থান রয়্যালস ও পঞ্জাব কিংস। এ বারের আইপিএলে সবচেয়ে আকর্ষণীয় ম্যাচ দেখা গেল। দীর্ঘ সময় পর হোম অ্যাওয়ে ফরম্যাটে হচ্ছে আইপিএল। রাজস্থান রয়্যালস অবশ্য হোম ম্যাচ খেলছে গুয়াহাটির বর্ষাপাড়া স্টেডিয়ামে। এই মাঠে আইপিএলের অভিষেক হল অনবদ্য একটা ম্যাচ দিয়ে। রিয়ান পরাগের কাছে ঘরের মাঠ (RR vs PBKS)। প্রথম ম্যাচে জ্বলে উঠতে পারেননি এই তরুণ অলরাউন্ডার। এই ম্য়াচে ব্যাটিং, ফিল্ডিংয়ে নজর কাড়লেন। শিখর ধাওয়ান, প্রভসিমরন সিংয়ের দুর্দান্ত ইনিংসে বড় রান করে পঞ্জাব কিংস। শুরুতে ধাক্কা খেলেও মিডল অর্ডারের লড়াইয়ে ম্যাচে ফেরে রাজস্থান। শেষ ওভারে প্রয়োজন ছিল ১৬ রান। মাত্র ৫ রানে জিতলেন ধাওয়ানরা। রাজস্থান রয়্যালস বনাম পঞ্জাব কিংস ম্যাচের লাইভ আপডেটের জন্য় নজর রাখুন TV9Bangla-র এই পেজে।

LIVE Cricket Score & Updates

The liveblog has ended.
  • 06 Apr 2023 12:01 AM (IST)

    এক নজরে

    • এ বারের আইপিএলের সবচেয়ে রুদ্ধশ্বাস ম্যাচ!
    • শেষ ওভারের লড়াইয়ে ৫ রানে জিতল পঞ্জাব কিংস।
    • রাজস্থানের লক্ষ্য ছিল ১৯৮ রান। মিডল অর্ডারের দারুণ লড়াইয়ে ম্যাচে ফিরেছিল রাজস্থান।
    • শেষ ওভারে ১৬ রান প্রয়োজন ছিল।
    • স্যাম কারানের বুদ্ধিদীপ্ত বোলিং জেতাল পঞ্জাবকে।
  • 05 Apr 2023 10:23 PM (IST)

    আনলাকি বাটলার!

    নাথান এলিস পাওয়ার প্লে-র শেষ ওভারে আক্রমণে আসেন। জস বাটলারের শট তাঁরই প্য়াডে লেগে ক্য়াচ ওঠে। বোলার নাথান এলিস উপস্থিত বুদ্ধি কাজে লাগান। দারুণ ক্য়াচ।


  • 05 Apr 2023 09:52 PM (IST)

    নতুন জুটি

    আইপিএলে নতুন নয়, তবে এ মরসুমে প্রথম বার ওপেনিংয়ে এলেন রবিচন্দ্রন অশ্বিন। বোর্ডে ১৯৮ রানের লক্ষ্য। যশস্বী-অশ্বিন জুটি ক্রিজে।

  • 05 Apr 2023 09:49 PM (IST)

    এক নজরে

    • টস জিতে রান তাড়ার সিদ্ধান্ত নিয়েছিলেন রাজস্থান রয়্যালস অধিনায়ক সঞ্জু স্যামসন।
    • শিখর ধাওয়ান এবং প্রভিসমরনের অনবদ্য জুটি।
    • প্রভসিমরন ৬০ রানের ঝোড়ো ইনিংসে ফেরেন।
    • পঞ্জাব কিংস অধিনায়ক শিখর ধাওয়ান ৮৬ রানে অপরাজিত।
    • নির্ধারিত ২০ ওভারে ৪ উইকেট হারিয়ে ১৯৭ রান করে পঞ্জাব কিংস।
  • 05 Apr 2023 08:47 PM (IST)

    ক্যাচ মিস

    অর্ধশতরান করা ধাওয়ানের ক্য়াচ ফসকালেন চাহাল। নিজের বোলিংয়ে উইকেট নেওয়ার সুযোগ ছিল রাজস্থান রয়্যালসের স্পিনারের কাছে।

  • 05 Apr 2023 08:22 PM (IST)

    অবশেষে উইকেট

    ইনিংসের প্রায় মাঝপথে পঞ্জাব কিংস। অবশেষে উইকেট পেল রাজস্থান রয়্যালস। জেসন হোল্ডারের শর্ট পিচ ডেলিভারি, বাটলারের চোখ ধাধানো ক্যাচ। আউট হয়ে ফিরলেন প্রভসিমরন।

  • 05 Apr 2023 08:08 PM (IST)

    হাফসেঞ্চুরিতে প্রভসিমরন

    আইপিএল কেরিয়ারে প্রথম হাফসেঞ্চুরি প্রভসিমরনের ২৮ বলে অর্ধশতরানে পৌঁছান।

  • 05 Apr 2023 07:51 PM (IST)

    আক্রমণে অশ্বিন

    পাওয়ার প্লে-র শুরুতে বিধ্বংসী মেজাজে পঞ্জাবের দুই ওপেনার। প্রথম ৪ ওভারের মধ্যে ৪৫ রান। রবিচন্দ্রন অশ্বিনকে আনতে বাধ্য হল রাজস্থান রয়্যালস।

  • 05 Apr 2023 07:46 PM (IST)

    ৩ ওভারে ২৬ রান

    ৩ ওভারে বিনা উইকেট খুইয়ে পঞ্জাব কিংসের খাতায় ২৬ রান। ক্রিজে শিখর ধাওয়ান এবং প্রভসিমরন সিং।

  • 05 Apr 2023 07:31 PM (IST)

    শুরু ম্যাচ

    পঞ্জাব কিংসের হয়ে ওপেনিংয়ে শিখর ধাওয়ান ও প্রভসিমরন। বল হাতে ট্রেন্ট বোল্ট।

  • 05 Apr 2023 07:13 PM (IST)

    পঞ্জাব কিংস একাদশ

    পঞ্জাব কিংস একাদশ: শিখর ধাওয়ান, প্রভসিমরন সিং, ভানুকা রাজাপক্ষে জিতেশ শর্মা, শাহরুখ খান, স্যাম কারান, সিকন্দর রাজা, নাথান এলিস, হরপ্রীত ব্রার, রাহুল চাহার এবং অর্শদীপ সিং

    ইমপ্যাক্ট প্লেয়ারের তালিকা: অথর্ব তাইডে, হরপ্রীত ভাটিয়া, ম্যাথু শর্ট, মোহিত রাঠি, ঋষি ধাওয়ান

  • 05 Apr 2023 07:07 PM (IST)

    রাজস্থান রয়্যালস একাদশ

    রাজস্থান রয়্যালস একাদশ: যশস্বী জয়সওয়াল, জস বাটলার, সঞ্জু স্যামসন, দেবদত্ত পাডিকল, রিয়ান পরাগ, সিমরন হেটমায়ার, জেসন হোল্ডার, রবিচন্দ্রন অশ্বিন, ট্রেন্ট বোল্ট, কেএম আসিফ এবং যুজবেন্দ্র চাহাল।

    ইমপ্যাক্ট প্লেয়ারের তালিকা: ধ্রুব জুরেল, আকাশ বশিষ্ঠ, মুরুগান অশ্বিন, কুলদীপ যাদব, ডোনোভান ফেরেইরা।

  • 05 Apr 2023 07:01 PM (IST)

    টস আপডেট

    টস জিতলেন রাজস্থান রয়্যালসের ক্যাপ্টেন সঞ্জু স্যামসন। প্রথমে ফিল্ডিং করবে রাজস্থান। দুটি দলেই অপরিবর্তিত একাদশ।

  • 05 Apr 2023 06:41 PM (IST)

    দ্বিতীয় জয়ের খোঁজে

    দুই দলই নিজেদের দ্বিতীয় জয়ের খোঁজে। গত রবিবার সানরাইজার্স হায়দরাবাদকে ৭২ রানের বড় ব্যবধানে হারিয়েছে রাজস্থান রয়্যালস। মোহালিতে ঘরের মাঠে ডাকওয়ার্থ লুইস পদ্ধতিতে কলকাতা নাইট রাইডার্সকে সাত রানে হারায় পঞ্জাব কিংস।