SRH vs DC Highlights, IPL 2023 : টানা দ্বিতীয় ম্যাচ জয় দিল্লি ক্যাপিটালসের
Sunrisers Hyderabad vs Delhi Capitals Live Score in Bengali : ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে ১৬তম সংস্করণে আজ হায়দরাবাদের রাজীব গান্ধী আন্তর্জাতিক স্টেডিয়ামে মুখোমুখি সানরাইজার্স হায়দরাবাদ ও দিল্লি ক্যাপিটালস। ম্যাচের পুঙ্খানুপুঙ্খ আপডেটের জন্য নজর রাখুন এই পেজে।
হায়দরাবাদ : আইপিএলের সৌজন্যে একের পর এক থ্রিলার দেখেছেন ক্রিকেট প্রেমীরা। ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটের মেগা শো ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ সবদিক থেকেই জমজমাট। ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (IPL 2023) ১৬তম সংস্করণে আজ এ বারের টুর্নামেন্টে ৩৪ তম ম্যাচ হল। হায়দরাবাদের রাজীব গান্ধী আন্তর্জাতিক স্টেডিয়ামে মুখোমুখি হয়েছিল সানরাইজার্স হায়দরাবাদ ও দিল্লি ক্যাপিটালস। একেবারেই ধারাবাহিক নয় সানরাইজার্স। অন্য দিকে, গত ম্যাচেই এ বারের আইপিএলে প্রথম জয়ের স্বাদ পেয়েছিল দিল্লি ক্যাপিটালস। লাস্ট বয়ের লড়াইয়ে শেষ ওভারে জিতল দিল্লি ক্যাপিটালস। সানরাইজার্স একটা সময় ম্যাচের নিয়ন্ত্রণ রাখলেও খেই হারায়। ওয়াশিংটন সুন্দর দুর্দান্ত পারফর্ম করেন। তবে টিম গেমে জয় দিল্লির। টানা দ্বিতীয় ম্যাচও জিতল ক্যাপিটালস। আইপিএলে সানরাইজার্স হায়দরাবাদ বনাম দিল্লি ক্যাপিটালস ম্যাচের লাইভ আপডেটের জন্য নজর রাখুন TV9Bangla Sports এর এই পেজে।
LIVE Cricket Score & Updates
-
এক নজরে
- টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন দিল্লি অধিনায়ক ডেভিড ওয়ার্নার।
- ভুবনেশ্বর কুমারের অনবদ্য বোলিং। ওয়াশিংটনের এক ওভারে তিন উইকেট।
- মাত্র ৬২ রানে ৫ উইকেট হারায় দিল্লি ক্যাপিটালস।
- মণীশ পান্ডে ও অক্ষর প্যাটেল জুটি পরিস্থিতি সামলায়।
- শেষ অবধি ২০ ওভারে ৯ উইকেটে ১৪৪ রান করে দিল্লি।
- সানরাইজার্সের সামনে সহজ লক্ষ্য।
- ব্যাটিং ব্যর্থতায় ডুবল সানরাইজার্স।
- শেষ ওভারে অনবদ্য বোলিং করেন দিল্লির ইমপ্যাক্ট প্লেয়ার মুকেশ কুমার।
- টানা দ্বিতীয় ম্যাচে জয় দিল্লির।
-
মায়াঙ্ক আউট
মরসুমের শুরু থেকে ফর্ম হাতড়ে বেড়াচ্ছিলেন। এক ম্যাচে ৪৮ রান করে ছন্দে ফেরার ইঙ্গিত দেন। এ দিন ফিরলেন ৪৯ রানে। দুটি অর্ধশতরান হাতছাড়া মায়াঙ্কের।
-
-
এক নজরে
- টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন দিল্লি অধিনায়ক ডেভিড ওয়ার্নার।
- অষ্টম ওভারে তিন উইকেট নেন ওয়াশিংটন সুন্দর।
- ভুবনেশ্বর কুমার নেন ২ উইকেট।
- মাত্র ৬২ রানে ৫ উইকেট হারায় দিল্লি।
- অক্ষর প্যাটেল-মণীশ পান্ডের সৌজন্যে ৯ উইকেটে ১৪৪ রান দিল্লির।
-
ওয়ার্নার হতাশা
দুর্দান্ত ছন্দে ছিলেন ডেভিড ওয়ার্নার। এ দিনও দারুণ শুরু করেন। যদিও বড় ইনিংস এল না। দিল্লির তৃতীয় উইকেট হিসেবে আউট ডেভিড ওয়ার্নার। ওয়াশিংটনের বোলিংয়ে সুন্দর ক্যাচ গ্লেন ফিলিপসের। এক বলের ব্যবধানে সরফরাজ খানকেও ফেরালেন ওয়াশিংটন সুন্দর।
-
মিচেল আউট
টি নটরাজন তুলে নিলেন মিচেল মার্শের উইকেট। দ্বিতীয় ধাক্কা খেল দিল্লি।
-
-
গোল্ডেন ডাক সল্ট
দিল্লির ওপেনিং জুটি জমল না। টানা দ্বিতীয় ম্য়াচে ব্য়র্থ ফিল সল্ট। ভুবির সুইংয়ে গোল্ডেন ডাক।
-
একাদশ আপডেট
সানরাইজার্স হায়দরাবাদ : হ্যারি ব্রুক, মায়াঙ্ক আগরওয়াল, টি নটরাজন, এইডেন মার্করাম, হেনরিখ ক্লাসেন, অভিষেক শর্মা, মার্কো জানসেন, মায়াঙ্ক মার্কন্ডে, ভুবনেশ্বর কুমার, ওয়াশিংটন সুন্দর, উমরান মালিক
সাবস্টিটিউট- নীতীশ রেড্ডি, বিভ্রান্ত শর্মা, গ্লেন ফিলিপস, মায়াঙ্ক ডাগর, রাহুল ত্রিপাঠী।
দিল্লি ক্য়াপিটালস : ডেভিড ওয়ার্নার, ফিল সল্ট, মিচেল মার্শ, সরফরাজ খান, মণীশ পান্ডে, অক্ষর প্যাটেল, অমন খান, রিপল প্যাটেল, অনরিখ নর্ৎজে, কুলদীপ যাদব, ইশান্ত শর্মা
সাবস্টিটিউট-মুকেশ কুমার, ললিত যাদব, প্রবীণ দুবে, চেতন সাকারিয়া, যশ ধূল
-
টস জিতে ব্যাটিং!
এ বারের আইপিএলে বেশিরভাগ ম্যাচেই দেখা গিয়েছে টস জিতে ফিল্ডিং নেন অধিনায়কেরা। হায়দরাবাদে টস জিতে ব্যাটিং নিলেন দিল্লি ক্যাপিটালস অধিনায়ক ডেভিড ওয়ার্নার।
-
ওয়ার্নারের হোম ম্যাচ!
দীর্ঘ সময় হায়দরাবাদ ফ্র্যাঞ্চাইজির হয়ে খেলেছেন ডেভিড ওয়ার্নার। তাঁর কাছে হায়দরাবাদ ঘরের মাঠ। গ্যালারিতে ওয়ার্নারের জন্যও সমর্থন থাকবে, বলাই যায়।
-
দিল্লি অনেক দূর!
ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে ঘরের মাঠে নামছে সানরাইজার্স হায়দরাবাদ। লিগ টেবলের তলানিতে সানরাইজার্স। প্রতিপক্ষ দিল্লি ক্যাপিটালস রয়েছে একে বারে শেষে। লাস্ট বয়ের লড়াই। ম্যাচের লাইভ আপডেটের জন্য নজর রাখুন TV9Bangla Sports-এর এই লিঙ্কে।
Published On - Apr 24,2023 6:30 PM