হায়দরাবাদ : আইপিএলের সৌজন্যে একের পর এক থ্রিলার দেখেছেন ক্রিকেট প্রেমীরা। ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটের মেগা শো ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ সবদিক থেকেই জমজমাট। সোমবার রাতে দক্ষিণের ডার্বি হয়েছে হাইস্কোরিং। বেঙ্গালুরুর চিন্নাস্বামী স্টেডিয়ামে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর ও চেন্নাই সুপার কিংস ম্যাচে উঠেছে ৪৪৪ রান। শেষ ওভারে ৮ রানের রুদ্ধশ্বাস জয় চেন্নাই সুপার কিংসের। ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের ১৬তম সংস্করণে আজ এ বারের টুর্নামেন্টে ২৫ তম ম্যাচ ছিল। হায়দরাবাদের রাজীব গান্ধী আন্তর্জাতিক স্টেডিয়ামে মুখোমুখি হয়েছিল সানরাইজার্স হায়দরাবাদ ও মুম্বই ইন্ডিয়ান্স। দু-দলই জয়ের হ্যাটট্রিকের লক্ষ্যে নেমেছিল। লক্ষ্য পূরণ হল মুম্বই ইন্ডিয়ান্সের। সানরাইজার্সের বিরুদ্ধে ১৪ রানে জয়। আইপিএল কেরিয়ারের প্রথম উইকেট নিলেন অর্জুন তেন্ডুলকর। আইপিএলে আজ সানরাইজার্স হায়দরাবাদ বনাম মুম্বই ইন্ডিয়ান্স ম্যাচের লাইভ আপডেটের জন্য নজর রাখুন TV9Bangla Sports এর এই পেজে।
রানের খোঁজে মায়াঙ্ক আগরওয়াল। এ বারের আইপিএলে টানা ব্যর্থতা চলছে। উল্টোদিকে হ্য়ারি ব্রুক। গত ম্য়াচে শতরান করেছিলেন সানরাইজার্স ওপেনার।
ভালো শুরু করেছিলেন। তবে রোহিতের মতো তাঁরও বড় ইনিংস এল না। ৩১ বলে ৩৮ রানে ফিরলেন ঈশান।
আইপিএলে ৬ হাজার রানের মাইলফলকে রোহিত শর্মা
ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে ৬ হাজার রানের মাইলফলকে পৌঁছাতে আর মাত্র ১৪ রান প্রয়োজন রোহিত শর্মার।
সানরাইজার্স হায়দরাবাদ : হ্যারি ব্রুক, মায়াঙ্ক আগরওয়াল, রাহুল ত্রিপাঠী, এইডেন মার্করাম, হেনরিখ ক্লাসেন, অভিষেক শর্মা, মার্কো জানসেন, মায়াঙ্ক মার্কন্ডে, ভুবনেশ্বর কুমার, টি নটরাজন, ওয়াশিংটন সুন্দর
সাবস্টিটিউট- আব্দুল সামাদ, বিভ্রান্ত শর্মা, গ্লেন ফিলিপ্স, মায়াঙ্ক ডাগর, উমরান মালিক
মুম্বই ইন্ডিয়ান্স : ক্যামেরন গ্রিন, রোহিত শর্মা, ঈশান কিষাণ, তিলক ভার্মা, সূর্যকুমার যাদব, হৃতিক শোকিন, টিম ডেভিড, পীযুষ চাওলা, নেহাল ওয়াদেরা, অর্জুন তেন্ডুলকর, জেসন বেহরেনডর্ফ
সাবস্টিটিউট-রাইলি মেরেডিথ, রমনদীপ সিং, কুমার কার্তিকেয়, শামস মুলানি, বিষ্ণু বিনোদ
মুম্বই টিমের সঙ্গে যুক্ত কিংবদন্তি সচিন তেন্ডুলকর। তেমনই সানরাইজার্স হায়দরাবাদ শিবিরে রয়েছেন ব্রায়ান লারা। এক ফ্রেমে দুই কিংবদন্তি…
.@sachin_rt & @BrianLara , legends of the game ?
What could they be discussing? ?
Follow the match ▶️ https://t.co/azrMhdLsr9#TATAIPL | #SRHvMI pic.twitter.com/JFR5NCutil
— IndianPremierLeague (@IPL) April 18, 2023
টস জিতলেন এইডেন মার্করাম। রাতের ম্যাচের ট্রেন্ড ধরে রেখে ফিল্ডিংয়েরই সিদ্ধান্ত।
ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে ২৫০ ছক্কার সামনে রোহিত শর্মা। এই ম্যাচে তিনটি ওভার বাউন্ডারি প্রয়োজন রোহিতের ব্যাটে।
কিছুক্ষণ পরই মুখোমুখি হতে চলেছে সানরাইজার্স হায়দরাবাদ ও মুম্বই ইন্ডিয়ান্স। দু-দলই জোড়া ম্যাচ জিতে নামছে। কার হবে জয়ের হ্যাটট্রিক? সানরাইজার্স বনাম মুম্বই ম্যাচের লাইভ আপডেটের জন্য নজর রাখুন TV9Bangla Sports-এর এই পেজে।