হায়দরাবাদ: ধীরে ধীরে আইপিএল-১৬ (IPL 2023) এগিয়ে চলেছে। আগামী ২ মাস ধরে চলবে বিনোদনে ভরপুর ভারতের কোটিপতি লিগ। আগামী কাল রবিবার রয়েছে আইপিএলের ডাবল হেডার। প্রথমে বিকেলের ম্যাচে মুখোমুখি হবে হার্দিক পান্ডিয়ার গুজরাট টাইটান্স এবং নীতীশ রানার কলকাতা নাইট রাইডার্স। তারপর রবি-রাতে হায়দরাবাদের হোম ম্যাচ রয়েছে। এইডেন মার্করামের সানরাইজার্স হায়দরাবাদের (Sunrisers Hyderabad) প্রতিপক্ষ শিখর ধাওয়ানের পঞ্জাব কিংস (Punjab Kings)। চলতি আইপিএলে ২টো দলই ২টো করে ম্যাচে খেলেছে। প্রীতির পঞ্জাব ২টিতেই জিতেছে। অন্যদিকে হায়দরাবাদ দু’টি ম্যাচেই হেরেছে। এ বার দেখার ঘরের মাঠে হায়দরাবাদ হারের হ্যাটট্রিক আটকাতে পারে নাকি। TV9Bangla-র এই প্রতিবেদনে জেনে নিন কখন, কীভাবে দেখবেন আইপিএল-১৬-তে হায়দরাবাদ বনাম পঞ্জাব ম্যাচ।
হেড টু হেডে নজর দিলে দেখা যাবে এর আগে আইপিএলের মঞ্চে ২০ বার মুখোমুখি হয়েছিল দুই দল। যার মধ্যে হায়দরাবাদ জিতেছিল ১৩ বার আর পঞ্জাব জিতেছিল ৭ বার। নতুন মরসুমে কোন দল কাকে টেক্কা দিতে পারে, এখন সেটাই দেখার।
সানরাইজার্স হায়দরাবাদ বনাম পঞ্জাব কিংসের ম্যাচটি কবে হবে?
সানরাইজার্স হায়দরাবাদ বনাম পঞ্জাব কিংসের ম্যাচটি (৯ এপ্রিল) আগামী কাল, রবিবার হবে।
সানরাইজার্স হায়দরাবাদ বনাম পঞ্জাব কিংসের ম্যাচটি কোথায় হবে?
সানরাইজার্স হায়দরাবাদ বনাম পঞ্জাব কিংসের ম্যাচটি হায়দরাবাদের রাজীব গান্ধী আন্তর্জাতিক স্টেডিয়ামে হবে।
সানরাইজার্স হায়দরাবাদ বনাম পঞ্জাব কিংসের ম্যাচটি কখন শুরু হবে?
ভারতীয় সময় অনুসারে সানরাইজার্স হায়দরাবাদ বনাম পঞ্জাব কিংসের ম্যাচটি শুরু হবে সন্ধ্যা ৭টা ৩০ মিনিটে। ম্যাচের আগে ৭টা নাগাদ টস হবে।
কোথায় দেখা যাবে সানরাইজার্স হায়দরাবাদ বনাম পঞ্জাব কিংসের ম্যাচের লাইভ স্ট্রিমিং?
সানরাইজার্স হায়দরাবাদ বনাম পঞ্জাব কিংসের ম্যাচটির লাইভ স্ট্রিমিং (Live streaming) দেখা যাবে টিভিতে স্টার স্পোর্টস নেটওয়ার্কে। এ ছাড়া দর্শকরা জিও সিনেমা অ্যাপ্লিকেশনেও দেখতে পাবেন আইপিএল ম্যাচের লাইভ স্ট্রিমিং। পাশাপাশি আইপিএল ২০২৩ এর প্রতিটি ম্যাচের লাইভ আপডেট দেখতে পাওয়া যাবে TV9Bangla ওয়েবসাইটে।