Exclusive Yashasvi Jaiswal : ইউপি থেকে মুম্বই স্বপ্নের সফর, মাঝে কোথায় ছিলেন যশস্বী?

IPL 2023 : ইন্দোর থেকে জীতু তোমর TV9Bangla Sports-কে ফোনে বললেন, ‘শুনলে অবাক হবেন, ও কিন্তু ডান হাতি লেগ স্পিন করত। তখন অবশ্য ততটা নজরে পড়েনি। একদিন ওর ব্যাটিং দেখি। সে সময়ই ওকে বোঝাই, তুমি এত সুন্দর ব্যাটিং করো, লেগ স্পিন নিয়ে কেন পড়ে আছো! সেই থেকে ব্যাটিংয়ে জোর দেয় যশস্বী। এখন দেখুন। মুম্বই গিয়ে অনেক কষ্ট করতে হয়েছে শুনেছি।’

Exclusive Yashasvi Jaiswal : ইউপি থেকে মুম্বই স্বপ্নের সফর, মাঝে কোথায় ছিলেন যশস্বী?
ইডেনে ম্যাচ জেতানোর পর এবং ইন্দোরে ট্রফি জয়ের সেলিব্রেশনে খুদে যশস্বী। (ছবি : আইপিএল, নিজস্ব)Image Credit source: TV9 Bangla Graphics
Follow Us:
| Edited By: | Updated on: May 12, 2023 | 4:52 PM

দীপঙ্কর ঘোষাল

ফর্মূলা ওয়ান যাঁরা দেখেন, তাঁরা খুব ভালো করে জানেন ‘পিট স্টপ’ মানে কী? প্রায় ৩০০ কিমি গতিতে গাড়ি ছোটে। গাড়ির ক্ষতিও হয়। অনেক সময় টায়ারও নষ্ট হয়। তাই রেসের মাঝেই কয়েক সেকেন্ডের জন্য পিট স্টপে দাঁড়ায় রেসিং কার। কয়েক সেকেন্ডের মধ্যেই চাকা পাল্টানো হয়। সবটাই অত্যন্ত দ্রুত করতে হয়, না হলে যে রেসে পিছিয়ে পড়বে! রাজস্থান রয়্যালসের তরুণ ওপেনার যশস্বী জয়সওয়ালও (Yashasvi Jaiswal) এখন রেসিং কারের মতোই ছুটছেন। এ বারের আইপিএলে নতুন তারকা তিনিই। ইতিমধ্যেই তাঁর নামের পাশে ৫৭৫ রান! ভারতীয় আনক্যাপড প্লেয়ারদের মধ্যে এক মরসুমে সবচেয়ে বেশি রানের রেকর্ড গড়েছেন। ইডেন গার্ডেন্সে মাত্র ৪৭ বলে ৯৮ রানে অপরাজিত একটি বিধ্বংসী ইনিংস খেলেছেন কয়েক ঘণ্টা আগেই। এ মরসুমে ইতিমধ্যেই একটি সেঞ্চুরিও রয়েছে। তাঁর আইপিএল কেরিয়ারের দ্বিতীয় সেঞ্চুরিটাও হয়তো আসতে পারতো ইডেনে। অল্পের জন্য হয়নি। নানা রেকর্ডও গড়েছেন। আচ্ছা, আপনি কি জানেন যশস্বীর কেরিয়ারেও একটা পিট স্টপ ছিল? আর সেখান থেকেই কেরিয়ারে নতুন মোড় এসেছিল! রেসিং কারের টায়ার বদলানোর মতোই। বিস্তারিত জেনে নিন TV9Bangla Sports-এর এই প্রতিবেদনে।

যশস্বী উত্তরপ্রদেশের ক্রিকেটার। তাঁর পৈতৃক বাড়ি সেখানেই। এরপর পাড়ি দেন মুম্বইতে। মায়ানগরীতে অনেক কাঠখড় পোড়াতে হয়েছিল। তার আগেও একটা অধ্যায় রয়েছে। সেটা মধ্যপ্রদেশে। ক্লিন সিটি নামেই পরিচিত মধ্যপ্রদেশের সেই শহর, ইন্দোর। সেখানে রয়েছে যশস্বীর মামার বাড়ি। ছেলেবেলায় ইউপির ভাদোহির বাড়ি থেকে চলে যান ইন্দোরে মামার কাছে। স্বপ্ন ছিল, ক্রিকেটার হবেন। মামার বন্ধু ইন্দোরের এক ক্রিকেট কোচ জীতু তোমর। যশস্বীর মামা জীতু তোমরের কাছেই নিয়ে যান তাঁকে। শুরু হয় ক্রিকেটের পাঠ। এত জনের মধ্যে আলাদা করে যশস্বীকে গুরুত্ব দেওয়া কঠিন ছিল। কিন্তু যশস্বীর ব্যাটিং স্কিল মুগ্ধ করেছিল জীতু তোমরকে। কিন্তু যশস্বী নাকি ব্যাটারই ছিলেন না!

ইন্দোর থেকে জীতু তোমর TV9Bangla Sports-কে ফোনে বললেন, ‘শুনলে অবাক হবেন, ও কিন্তু ডান হাতি লেগস্পিন করত। তখন অবশ্য ততটা নজরে পড়েনি। একদিন ওর ব্যাটিং দেখি। সে সময়ই ওকে বোঝাই, তুমি এত সুন্দর ব্যাটিং করো, লেগস্পিন নিয়ে কেন পড়ে আছো! সেই থেকে ব্যাটিংয়ে জোর দেয় যশস্বী। এখন দেখুন। মুম্বই গিয়ে অনেক কষ্ট করতে হয়েছে শুনেছি।’

‘শুনেছি’ শব্দটাতেই কিছুটা খটকা লাগল। কিছুটা কি অভিমানী কোচ জীতু তোমর? জিজ্ঞেস করতেই আরও কিছুটা খোলসা হল। বললেন, ‘ও এখানে প্রায় বছর খানেকের বেশি ছিল। নিখুঁত ভাবে মনে নেই। শুরুর দিকে ওর প্রতি সে ভাবে নজর না দিলেও ওর ব্যাটিংয়ে মুগ্ধ হয়েছি। বেশ কিছু টুর্নামেন্টও খেলেছে। হঠাৎ করেই জানতে পারলাম ও মুম্বই চলে গিয়েছে।’ যশস্বী জানিয়ে যাননি! জীতুর কথায়, ‘না। হয়তো পারিবারিক কোনও সমস্যায় হঠাৎই চলে যেতে হয়েছিল। ওসব আর মাথায় রাখিনি। ও দুর্দান্ত খেলছে। অনেক বড় হোক, জাতীয় দলে সুযোগ পাক, এখন এটুকুই চাই। অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপ খেলেছে। সিনিয়র দলে সুযোগ পেলে এবং ভালো পারফর্ম করতে পারলে, এর চেয়ে বড় প্রাপ্তি আর কী হতে পারে!’