AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

IPL 2024 Auction: গম্ভীরের KKR আইপিএল নিলামে বাংলার যে ক্রিকেটারদের নেওয়ার জন্য ঝাঁপাবে

IPL 2024: আইপিএলে কেকেআর দলকে নিয়ে কলকাতাবাসীদের একটা আলাদা আবেগ রয়েছে। একইসঙ্গে কলকাতাবাসীদের অভিযোগও রয়েছে কেকেআরে কেন বাংলার কোনও ক্রিকেটার নেই। এ বারের নিলাম থেকে বাংলার কোনও ক্রিকেটারকে কি কিনবে কেকেআর? সেই সম্ভবনা একেবারেই উড়িয়ে দেওয়া যাচ্ছে না।

IPL 2024 Auction: গম্ভীরের KKR আইপিএল নিলামে বাংলার যে ক্রিকেটারদের নেওয়ার জন্য ঝাঁপাবে
আইপিএলের নিলামে যে ৯ বাংলার ক্রিকেটারের ভাগ্য পরীক্ষা হবে তাঁরা কারা?
| Edited By: | Updated on: Dec 17, 2023 | 7:26 AM
Share

কলকাতা: বাংলার রাজ কি দেখা যাবে দুবাইতে হতে চলা আইপিএল নিলামে (IPL Auction)? এক, দুই নয় বাংলা থেকে মোট ৯জন ক্রিকেটার আইপিএলের নিলামে উঠতে চলেছেন। এই ৯জন ক্রিকেটার হলেন ঈশান পোড়েল, অভিমন্যু ঈশ্বরণ, সুদীপ ঘরামি, শশাঙ্ক সিং, ঋত্বিক চট্টোপাধ্যায়, মহম্মদ কাইফ, কৌশিক মাইতি, শাকির গান্ধী এবং রবি কুমার। তাঁদের মধ্যে অতীতে আইপিএলে খেলার অভিজ্ঞতা রয়েছে মাত্র ২ জনের। তাঁরা হলেন ঈশান পোড়েল ও ঋত্বিক চট্টোপাধ্যায়। প্রীতি জিন্টার পঞ্জাব কিংসে খেলেছিলেন ঈশান ও ঋত্বিক। এই দু’জনের মধ্যে ঈশানেরই একমাত্র আইপিএল ম্যাচ খেলার অভিজ্ঞতাও রয়েছে। এ বার দেখার আসন্ন আইপিএলের মিনি নিলামে বাংলার (Bengal) কোন ক্রিকেটাররা দল পান।

আইপিএলে কেকেআর দলকে নিয়ে কলকাতাবাসীদের একটা আলাদা আবেগ রয়েছে। একইসঙ্গে কলকাতাবাসীদের অভিযোগও রয়েছে কেকেআরে কেন বাংলার কোনও ক্রিকেটার নেই। এ বারের নিলাম থেকে বাংলার কোনও ক্রিকেটারকে কি কিনবে কেকেআর? সেই সম্ভবনা একেবারেই উড়িয়ে দেওয়া যাচ্ছে না। কারণ, তেইশের বিজয় হাজারে ট্রফিতে দুরন্ত ছন্দে ছিলেন অভিমন্যু ঈশ্বরণ। ভালো খেলেছেন বাংলার অধিনায়ক সুদীপ ঘরামিও।

বাংলার যে ৯ ক্রিকেটার আসন্ন আইপিএলের নিলামে কেকেআরের নজরে থাকতে পারেন, তাঁদের সাম্প্রতিক পারফরম্যান্স কেমন?

১. বাংলার অভিমন্যু ঈশ্বরণ বিজয় হাজারে ট্রফিতে সম্প্রতি ভালো ছন্দে ছিলেন। তাঁর শেষ ৪ ইনিংস দেখলে নজরে পড়বে রয়েছে ১টি শতরান (বরোদার বিরুদ্ধে ১৪১ রান) ও ২টি অর্ধশতরানও (নাগাল্যান্ডের বিরুদ্ধে অপরাজিত ৫৭ ও মধ্যপ্রদেশের বিরুদ্ধে ৭৩)।

২. অভিমন্যু ঈশ্বরণের মতো বাংলার বোলার ঈশান পোড়েল সদ্য বিজয় হাজারে ট্রফিতে খেলেছেন। ৬ ম্যাচে ৭ উইকেট নিয়েছেন তিনি।

৩. সুদীপ ঘরামি ঘরোয়া ক্রিকেটে নজর কেড়েছেন। বিজয় হাজারে ট্রফিতে তিনি বাংলা দলকে নেতৃত্বও দিয়েছেন। সুদীপ বিজয় হাজারে ট্রফিতে ৮টি ম্যাচে খেলেছেনয তার মধ্যে গুজরাটের বিরুদ্ধে একটি শতরানও করেছিলেন সুদীপ।

৪. আইপিএলের নিলামে বাংলার যে তারকার দিকে অবশ্যই নজর থাকবে তিনি মহম্মদ সামির ভাই মহম্মদ কাইফ। তিনি বিজয় হাজারে টফ্রিতে ৭টি ম্যাচ খেলেছেন। নিয়েছেন ১২টি উইকেট। ঘরোয়া ক্রিকেটে ছন্দে থাকা সামির ভাইয়ের দিকে ১০ ফ্র্যাঞ্চাইজির নজর থাকবে।

৫. বাংলার তারকা অলরাউন্ডার ঋত্বিক চট্টোপাধ্যায় বিজয় হাজারে ট্রফিতে ৫টি ম্যাচ খেলেছেন। সেখানে নিয়েছেন ২ উইকেট। আর ব্যাট হাতে করেছেন ৬১ রান।

অভিমন্যু, ঈশান, সুদীপ, সামির ভাই (মহম্মদ কাইফ), ঋত্বিক চট্টোপাধ্যায়ের দিকে যেমন নজর থাকবে, তেমনই বিশেষ নজর রাখতে হবে শশাঙ্ক সিং, কৌশিক মাইতি, শাকির গান্ধী ও রবি কুমারের উপর।