Mayank Yadav Fitness: ‘মায়াঙ্ক যাদব ফিট’, মুম্বই ম্যাচের আগে স্বস্তির খবর দিলেন মর্কেল

Apr 29, 2024 | 9:50 PM

IPL 2024, LSG vs MI: রাজধানী এক্সপ্রেসকে নিয়ে প্রবল চাপে পড়ে লখনউ সুপার জায়ান্টস। ঘরের মাঠে গুজরাট টাইটান্সের বিরুদ্ধে ম্যাচে মাত্র এক ওভার বোলিং করেই উঠে যান। প্রাথমিক ভাবে লখনউ সুপার জায়ান্টসের সিনিয়র প্লেয়ার ক্রুনাল পান্ডিয়া জানিয়েছিলেন, মায়াঙ্কের চোট গুরুতর নয়। সব কিছু ঠিক থাকলে, গত মরসুমেই আইপিএল অভিষেক হত মায়াঙ্কের। প্রস্তুতি ম্যাচে চোট পেয়ে ছিটকে গিয়েছিলেন।

Mayank Yadav Fitness: মায়াঙ্ক যাদব ফিট, মুম্বই ম্যাচের আগে স্বস্তির খবর দিলেন মর্কেল
Image Credit source: BCCI

Follow Us

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের এ মরসুমে অন্যতম আবিষ্কার মায়াঙ্ক যাদব। এক্সপ্রেস গতি এবং নিয়ন্ত্রণে তাক লাগিয়ে দিয়েছেন। টুর্নামেন্টের প্রথম ম্যাচে তাঁকে খেলায়নি লখনউ সুপার জায়ান্টস। হার দিয়ে টুর্নামেন্ট শুরু করেছিল। ঘরের মাঠে প্রথম ম্যাচেই মায়াঙ্কের অভিষেক হয়। আইপিএলে অভিষেক ম্যাচে ৩ উইকেট নিয়ে ম্যাচের সেরা হন মায়াঙ্ক। শুধু তাই নয়, পরের ম্যাচে আরও দুর্দান্ত পারফরম্যান্স। মাত্র ১৪ রান দিয়ে ৩ উইকেট। টানা দু-ম্যাচে সেরার পুরস্কার জিতেছিলেন মায়াঙ্ক।

রাজধানী এক্সপ্রেসকে নিয়ে প্রবল চাপে পড়ে লখনউ সুপার জায়ান্টস। ঘরের মাঠে গুজরাট টাইটান্সের বিরুদ্ধে ম্যাচে মাত্র এক ওভার বোলিং করেই উঠে যান। প্রাথমিক ভাবে লখনউ সুপার জায়ান্টসের সিনিয়র প্লেয়ার ক্রুনাল পান্ডিয়া জানিয়েছিলেন, মায়াঙ্কের চোট গুরুতর নয়। সব কিছু ঠিক থাকলে, গত মরসুমেই আইপিএল অভিষেক হত মায়াঙ্কের। প্রস্তুতি ম্যাচে চোট পেয়ে ছিটকে গিয়েছিলেন। এ বারও তেমনই পরিস্থিতি তৈরি হয়েছিল। অবশেষে স্বস্তির খবর।

মঙ্গলবার ঘরের মাঠে মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে নামছে লখনউ সুপার জায়ান্টস। তার আগে বোলিং কোচ মর্নি মর্কেল জানান, মায়াঙ্ক যাদব ফিট। লখনউ বোলিং কোচের কথায়, ‘মায়াঙ্ক ফিট। ও সব ফিটনেস পরীক্ষায় পাশ করেছে। আমরা খুবই খুশি। আশা করছি কালকের ম্যাচে ও প্রথম ১২-তে থাকবেই।’ মর্কেল যা ইঙ্গিত দিলেন, তাতে মায়াঙ্ককে ইমপ্যাক্ট হিসেবেও ব্যবহার করা হবে। তাঁর উপর যাতে অতিরিক্ত চাপ না পড়ে সে দিকে নজর রাখা হবে।

বুধবার বিশ্বকাপের স্কোয়াড জমা দেওয়ার শেষ দিন। মায়াঙ্কের এক্সপ্রেস গতি এবং নিয়ন্ত্রণ দেখে অনেক প্রাক্তন ক্রিকেটারই মনে করছেন, তাঁকে বিশ্বকাপের দলে রাখা উচিত। মাঝে চোট পাওয়ায় তাঁকে নিয়ে আলোচনা থমকে গিয়েছিল। মুম্বইয়ের বিরুদ্ধে দুর্দান্ত পারফর্ম করতে পারলে, বিশ্বকাপের একটা ক্ষীণ হলেও সম্ভাবনা হতে পারে।

Next Article