CSK vs RR IPL 2024 Match Prediction: রাজস্থানের বিরুদ্ধে ঘরের মাঠেও কঠিন সমস্যায় চেন্নাই সুপার কিংস

May 12, 2024 | 12:10 AM

Chennai Super Kings vs Rajasthan Royals Preview: গত ম্যাচে গুজরাট টাইটান্সের বিরুদ্ধে আমেদাবাদে নেমেছিল চেন্নাই সুপার কিংস। টস জিতে রান তাড়ার সিদ্ধান্ত নিয়েছিলেন সিএসকে অধিনায়ক ঋতুরাজ গায়কোয়াড়। শুভমন গিল ও সাই সুদর্শনের সেঞ্চুরিতে বিশাল লক্ষ্য ছিল ঋতুরাজদের সামনে। শুরুতেই তিন উইকেট হারিয়ে চাপ বাড়ে। সেখান থেকে আর ঘুরে দাঁড়াতে পারেনি চেন্নাই। গুজরাট টাইটান্সের কাছে হেরে রাস্তা কঠিন হয়েছে প্লে-অফের। বাকি আর মাত্র দু-ম্যাচ।

CSK vs RR IPL 2024 Match Prediction: রাজস্থানের বিরুদ্ধে ঘরের মাঠেও কঠিন সমস্যায় চেন্নাই সুপার কিংস
Image Credit source: PTI

Follow Us

পয়েন্ট টেবল বলছে, চারে রয়েছে চেন্নাই সুপার কিংস। কিন্তু একই পয়েন্ট রয়েছে দিল্লি ক্যাপিটালস ও লখনউ সুপার জায়ান্টসের। নেট রান রেটের কারণেই এই দু-দলের থেকে এগিয়ে চেন্নাই সুপার কিংস। টুর্নামেন্টের শুরুটা দুর্দান্ত হয়েছিল পাঁচ বারের চ্যাম্পিয়ন চেন্নাই সুপার কিংসের। যদিও ঘরের মাঠেও এখন আর সেই দাপট নেই ঋতুরাজ গায়কোয়াড়দের। এ মরসুমে দু-বার চেন্নাই দুর্গ ভেঙেছে।

গত ম্যাচে গুজরাট টাইটান্সের বিরুদ্ধে আমেদাবাদে নেমেছিল চেন্নাই সুপার কিংস। টস জিতে রান তাড়ার সিদ্ধান্ত নিয়েছিলেন সিএসকে অধিনায়ক ঋতুরাজ গায়কোয়াড়। শুভমন গিল ও সাই সুদর্শনের সেঞ্চুরিতে বিশাল লক্ষ্য ছিল ঋতুরাজদের সামনে। শুরুতেই তিন উইকেট হারিয়ে চাপ বাড়ে। সেখান থেকে আর ঘুরে দাঁড়াতে পারেনি চেন্নাই। গুজরাট টাইটান্সের কাছে হেরে রাস্তা কঠিন হয়েছে প্লে-অফের। বাকি আর মাত্র দু-ম্যাচ।

আজ ঘরের মাঠে রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে নামছে চেন্নাই সুপার কিংস। এ বারের আইপিএলে অন্যতম ধারাবাহিক দল রাজস্থান রয়্যালস। সব কিছু ঠিক থাকলে তারাই প্রথম দল হিসেবে প্লে-অফ নিশ্চিত করত। জোড়া হারে অস্বস্তি বেড়েছে। গত ম্যাচে দিল্লি ক্যাপিটালসের কাছে হারলেও দুর্দান্ত পারফর্ম করেছে রাজস্থান রয়্যালস। বিশেষ করে বলতে হয় তাদের বোলিং আক্রমণের কথা। এ বারের আইপিএলের সেরা বোলিং আক্রমণ রাজস্থানেরই।

দিল্লির বিরুদ্ধে ম্যাচে ব্যাট হাতে নজর কেড়েছিলেন রাজস্থান রয়্যালস অধিনায়ক সঞ্জু স্যামসন ও রিয়ান পরাগ। ক্যাপ্টেন ক্রিজে থাকা অবধি ম্যাচের নিয়ন্ত্রণ রাজস্থানের হাতেই ছিল। তাঁর আউট নিয়ে বিতর্কও তৈরি হয়। চেন্নাইয়ের বিরুদ্ধে জিতলে প্লে-অফ নিশ্চিত রাজস্থান রয়্যালসের। তেমনই দিল্লি ক্যাপিটালস, গুজরাট টাইটান্স, রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু, লখনউ সুপার জায়ান্টসের মতো দলও চাইবে রাজস্থানই জিতুক। চেন্নাই জিতলে বাকিদের রাস্তা কঠিন হবে।

চেন্নাই সুপার কিংস বনাম রাজস্থান রয়্যালস, বিকেল ৩.৩০, স্টার স্পোর্টস

Next Article