GT vs PBKS Confirmed Playing XI, IPL 2025: পঞ্জাবের দুই আনক্যাপড ওপেনার, জেনে নিন GT-PBKS টিমের একাদশ
Narendra Modi Stadium in Ahmedabad Confirmed Playing XI in Bengali: আইপিএলের ৮টি টিমের খেলা আপাতত এ মরসুমে হয়ে গিয়েছে। আজ, মঙ্গলবার ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে আমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে মুখোমুখি গুজরাজ ও পঞ্জাব। জেনে নিন কেমন হল দুই দলের একাদশ।

কলকাতা: বিশ্বের সবচেয়ে বড় ক্রিকেট স্টেডিয়ামে আজ মুখোমুখি গুজরাট টাইটান্স এবং পঞ্জাব কিংস। এ মরসুমে এখনও অবধি ৮টি দলের একটি করে ম্যাচ হয়েছে। বাকি শুধু শুভমন গিল ও শ্রেয়স আইয়ারের দল। দুই তরুণ তারকার উপরই রয়েছে বেশ চাপ। একদিকে চ্যাম্পিয়ন ক্যাপ্টেন এনে ট্রফি জয়ের আশায় রয়েছে প্রীতি জিন্টার পঞ্জাব কিংস। অন্যদিকে শুভমন গিল চাইবেন সফল অধিনায়ক হিসেবে নিজেকে প্রমাণ করতে। আমেদাবাদে টস জিতলেন শুভমন গিল। শ্রেয়স আইয়ারদের প্রথমে ব্যাটিংয়ে পাঠালেন গিল।
গিল টসের পর জানান, আজ ৪ জোরে বোলার, ২ স্পিনার এই কম্বিনেশনে খেলবে গুজরাট। শুভমন বলেন, “শিশিরের বিরাট প্রভাব পড়বে। সেই কথা মাথায় রেখেই শুরুতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত। আমাদের প্রথম ম্যাচ, তাই পিচটাকে আরও বুঝে নিতে চাইছি। বড় টার্গেটও তাড়া করতে পারব। আমাদের প্রস্তুতি অসাধারণ হয়েছে। আমাদের বোলিং বিভাগ শক্তিশালী।” গুজরাট প্রথম একাদশে ৩ বিদেশি রেখেছে। ফলে ইমপ্যাক্ট প্লেয়ার হিসেবে গ্লেন ফিলিপস বা শেরফান রাদারফোর্ডকে দেখা যেতেই পারে।
টসের পর শ্রেয়স বলেন, “টস জিতলে আমরাও প্রথমে বোলিং করতাম। আমি বরাবর রান তাড়া করতে পছন্দ করি। নতুন দল নতুন চ্যালেঞ্জ ঠিকই। কিন্তু পরিচিত মুখ রয়েছে। রিকি পন্টিং রয়েছেন। আমাদের টিমে প্রচুর অলরাউন্ডার রয়েছে। যে কারণে আমাদের কাছে চিন্তার কাকে ছেড়ে কাকে বাছব, তা নিয়ে।” শ্রেয়স জানান, আজ ১ স্পিনার, ৩ পেসারের খেলবে পঞ্জাব। প্রথমে যেহেতু পঞ্জাব ব্যাট করবে, তাই হরপ্রীত বা বিজয়কুমারকে ইমপ্যাক্ট হিসেবে দেখার সম্ভবনা বেশি।
গুজরাট টাইটান্সের একাদশ – শুভমন গিল, জস বাটলার, সাই সুদর্শন, শাহরুখ খান, রাহুল তেওয়াটিয়া, আর্শাদ খান, রশিদ খান, সাই কিশোর, কাগিসো রাবাডা, মহম্মদ সিরাজ, প্রসিধ কৃষ্ণ।
ইমপ্যাক্ট প্লেয়ার – শেরফান রাদারফোর্ড, গ্লেন ফিলিপস, ইশান্ত শর্মা, অনুজ রাওয়াত, ওয়াশিংটন সুন্দর।
পঞ্জাব কিংসের একাদশ – প্রভসিমরন সিং, প্রিয়াংশ আর্য, শ্রেয়স আইয়ার, গ্লেন ম্যাক্সওয়েল, মার্কাস স্টইনিস, শশাঙ্ক সিং, সূর্যাংশ শেড়গে, মার্কো জানসেন, অর্শদীপ সিং, যুজবেন্দ্র চাহাল, অজমতউল্লাহ উমরজাই।
ইমপ্যাক্ট বিকল্প – নেহাল ওয়াদেরা, প্রবীন দুবে, বিজয়কুমার বিশাখ, হরপ্রীত ব্রার, বিষ্ণু বিনোদ।





