AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

KKR vs LSG Confirmed Playing XI, IPL 2025: কোন একাদশ দিয়ে লখনউকে রুখতে চায় কেকেআর? টস জিতে রাহানে বললেন…

Kolkata Knight Riders vs Lucknow Super Giants Confirmed Playing XI in Bengali: ক্রিকেটের নন্দনকাননে মঙ্গলবার টস ভাগ্য সঙ্গ দিয়েছে কেকেআর অধিনায়ক অজিঙ্ক রাহানের। প্রথমে ঋষভ পন্থদের ব্যাটিংয়ে পাঠিয়েছেন তিনি।

KKR vs LSG Confirmed Playing XI, IPL 2025: কোন একাদশ দিয়ে লখনউকে রুখতে চায় কেকেআর? টস জিতে রাহানে বললেন...
কোন একাদশ দিয়ে লখনউকে রুখতে চায় কেকেআর? টস জিতে রাহানে বললেন...
| Updated on: Apr 08, 2025 | 4:07 PM
Share

কলকাতা: মঙ্গলবার কলকাতার তাপমাত্রা এক লহমায় যেন বেড়ে গিয়েছে। কারণ, ইডেন গার্ডেন্সে আইপিএলের ম্যাচ। এ বারের আইপিএলে এই প্রথম সপ্তাহের দ্বিতীয় দিন ডাবল হেডার। দিনের প্রথম ম্যাচে ক্রিকেটের নন্দনকাননে মুখোমুখি কলকাতা নাইট রাইডার্স ও লখনউ সুপার জায়ান্টস। টস ভাগ্য সঙ্গ দিয়েছে কেকেআরের অধিনায়ক অজিঙ্ক রাহানের। ইডেনে ঋষভ পন্থদের প্রথমে ব্যাটিংয়ে পাঠিয়েছেন নাইট ক্যাপ্টেন। আজ, কেকেআরের একাদশে একটি বদল হয়েছে।

ইডেনে টস জিতে কেকেআরের অধিনায়ক রাহানে বলেন, “আমরা প্রথমে বোলিং করব। উইকেট বেশ ভালো দেখাচ্ছে। খুব গরম নেই। মনে হচ্ছে উইকেটে খুব বেশি বদল হবে না। একদিকের বাউন্ডারি ছোট, তাই আমরা শুরুতে বোলিং করব। এই ম্যাচটার দিকে সকলেই তাকিয়ে রয়েছে। আগের কথা ভুলে এখানে সকলকে একটা নতুন শুরু করতে হবে। কুইন্টন ডি’কক ও সুনীল নারিন ম্যাচ উইনার। ওদের নিয়ে চিন্তার কিছু নেই। আজ মইন আলির বদলে একাদশে এসেছে স্পেনসর জনসন।”

লখনউ অধিনায়ক ঋষভ টসের পর বলেন, “মরসুমটা যেভাবে কাটছে, তাতে খুব খুশি বলতে পারব না। অতীত নিয়ে অতিরিক্ত ভাবতে চাই না। ইতিবাচক ভাবনা নিয়ে সামনে এগিয়ে যেতে চাই। দল হিসেবে জিতছি এবং অধিনায়ক হিসেবে তাতে আমি খুশি। আমরা অপরিবর্তিত একাদশ নিয়ে মাঠে নামব।”

কেকেআরের একাদশ – কুইন্টন ডি’কক, সুনীল নারিন, অজিঙ্ক রাহানে (অধিনায়ক), ভেঙ্কটেশ আইয়ার, রিঙ্কু সিং, আন্দ্রে রাসেল, রমনদীপ সিং, বৈভব আরোরা, স্পেনসর জনসন, হর্ষিত রানা ও বরুণ চক্রবর্তী।

ইমপ্যাক্ট বিকল্প – মনীশ পান্ডে, অঙ্গকৃশ রঘুবংশী, অনুকূল রায়, রোভম্যান পাওয়েল, লভনীত সিসোদিয়া।

লখনউ সুপার জায়ান্টস – মিচেল মার্শ, এইডেন মার্কব়্যাম, নিকোলাস পুরান, ঋষভ পন্থ, আয়ুষ বাদোনি, ডেভিড মিলার, আব্দুল সামাদ, শার্দূল ঠাকুর, আকাশ দীপ, আবেশ খান, দিগ্বেশ সিং রাঠী।

ইমপ্যাক্ট বিকল্প – রবি বিষ্ণোই, প্রিন্স যাদব, শাহবাজ আহমেদ, ম্যাথু, হিম্মত সিং।