AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

CSK Practice at EDEN GARDENS: ইডেন গার্ডেন্সে প্র্যাক্টিস শুরু, কাল বিশেষ প্ল্যান ধোনিদের!

IPL 2025, KKR vs CSK: ঋতুরাজ গায়কোয়াড় কনুইয়ের চোটে ছিটকে যাওয়ায় মাঝপথে ফের ক্যাপ্টেন্সি নেন ধোনি। বেশ কয়েকজন নতুন প্লেয়ারকে সুযোগ দিয়েছেন। তাঁরা পারফর্মও করছেন। বুধবার কেকেআর ম্যাচের প্রস্তুতি শুরু করে দিল চেন্নাই সুপার কিংস।

CSK Practice at EDEN GARDENS: ইডেন গার্ডেন্সে প্র্যাক্টিস শুরু, কাল বিশেষ প্ল্যান ধোনিদের!
Image Credit: OWN PHOTOGRAPH
| Edited By: | Updated on: May 05, 2025 | 8:17 PM
Share

সাত নম্বর জার্সি, শেষ বার ইডেন গার্ডেন্সে নামবেন ৭ মে? আইপিএলে মহেন্দ্র সিং ধোনির এটাই শেষ মরসুম মনে করা হচ্ছে। যদিও তাঁর অবসর নির্ভর করবে একান্তই ধোনির উপর। চেন্নাই টিম ম্যানেজমেন্ট যে তাঁকে কিছু বলবেন না, সেটা ওপেন সিক্রেট। চেন্নাই সুপার কিংসকে পাঁচ বার চ্যাম্পিয়ন করেছেন মহেন্দ্র সিং ধোনি। এ বার শুরু থেকেই চেন্নাইয়ের হাল বেহাল ছিল। ঋতুরাজ গায়কোয়াড় কনুইয়ের চোটে ছিটকে যাওয়ায় মাঝপথে ফের ক্যাপ্টেন্সি নেন ধোনি। বেশ কয়েকজন নতুন প্লেয়ারকে সুযোগ দিয়েছেন। তাঁরা পারফর্মও করছেন। বুধবার কেকেআর ম্যাচের প্রস্তুতি শুরু করে দিল চেন্নাই সুপার কিংস।

রবিবার ইডেনে মুখোমুখি হয়েছিল কলকাতা নাইট রাইডার্স ও রাজস্থান রয়্যালস। রুদ্ধশ্বাস ম্যাচে ১ রানে জয় ছিনিয়ে নিয়েছে কেকেআর। এরপরই সিএবির তরফে জানিয়ে দেওয়া হয়, আজ সন্ধ্যায় প্র্যাক্টিসে নামবে চেন্নাই সুপার কিংস। মহেন্দ্র সিং ধোনি, রবীন্দ্র জাডেজা, স্যাম কারান ছাড়া প্রায় সকলেই প্র্যাক্টিসে নেমে পড়লেন ইডেনে। ট্রেনিংয়ে বাড়তি জোর দেখা গেল শেখ রশিদ, ডিওয়াল্ড ব্রেভিস, আয়ুষ মাহত্রে, শিবম দুবেদের।

ইডেন গার্ডেন্সে দীর্ঘ সময় প্র্যাক্টিস চেন্নাইয়ের তরুণ ব্রিগেডের। কেকেআর অবশ্য গতকালই ম্যাচ খেলায় এদিন আর প্র্য়াক্টিসে নামেনি। মঙ্গলবার সন্ধ্যায় দু-দলই চূড়ান্ত অনুশীলন করবে। তার আগে অবশ্য চেন্নাই শিবিরের অন্য পরিকল্পনা রয়েছে বলে সূত্রের খবর। ইডেনে এ দিন উপস্থিত ছিলেন চেন্নাই সুপার কিংসের সিইও কাশী বিশ্বনাথন। শোনা যাচ্ছে, কাল কালীঘাট মন্দিরে যেতে পারেন চেন্নাই সুপার কিংস ক্রিকেটাররা।