IPL 2025, CSK vs DC, Live Streaming: হারের হ্যাটট্রিক এড়াতে অপারজিত দিল্লিকে হারাতে হবে ধোনিদের, কখন-কোথায়-কীভাবে দেখবেন CSK vs DC ম্যাচ?
Chennai Super Kings vs Delhi Capitals, IPL Live Streaming: চেন্নাই সুপার কিংস জয় দিয়ে টুর্নামেন্ট শুরু করেছিল। এরপর জোড়া ম্যাচ হেরেছে ইয়েলোব্রিগেড। এ বার ধোনির দলের সামনে জোড়া ম্যাচ জেতা অক্ষর প্যাটেলের দিল্লি ক্যাপিটালস।

কলকাতা: উইকএন্ড মানেই আইপিএলের উত্তেজনা বেশি। শনি ও রবিবার থাকে ডাবল হেডার। যদিও প্রতি শনি ও রবিবারেই আইপিএলে দুটি করে ম্যাচ থাকে না। তবে শনিবার রয়েছে ডাবল হেডার। আইপিএলের ১৮তম মরসুম জয় দিয়ে শুরু করেছিল চেন্নাই সুপার কিংস (Chennai Super Kings)। এরপর জোড়া ম্যাচ হেরেছে ইয়েলোব্রিগেড। এই পরিস্থিতিতে ফের ২ পয়েন্ট তুলে নিয়ে খাতা সচল করতে চায় চেন্নাই। সিএসকের ঘরের মাঠে সামনে এ বার দিল্লি ক্যাপিটালস (Delhi Capitals)। যারা এ মরসুমে এখনও অবধি ২টি ম্যাচ খেলেছে। তাতে জয় ২টিতেই। অক্ষর প্যাটেলের পল্টন যে কারণে লড়াইয়ের জন্য তৈরি। কী হবে আগামিকাল চিপকে? TV9Bangla এর এই প্রতিবেদনে জেনে নিন কখন, কীভাবে ও কোথায় দেখবেন CSK vs DC ম্যাচ। উল্লেখ্য, শনিবারের এটিই প্রথম আইপিএল ম্যাচ।
আইপিএলে চেন্নাই সুপার কিংস বনাম দিল্লি ক্যাপিটালসের ম্যাচটি কবে হবে?
আইপিএলে চেন্নাই সুপার কিংস বনাম দিল্লি ক্যাপিটালসের ম্যাচটি (৫ এপ্রিল) আগামিকাল, শনিবার হবে।
এই খবরটিও পড়ুন




আইপিএলে চেন্নাই সুপার কিংস বনাম দিল্লি ক্যাপিটালসের ম্যাচটি কোথায় হবে?
আইপিএলে চেন্নাই সুপার কিংস বনাম দিল্লি ক্যাপিটালসের ম্যাচটি চেন্নাইয়ের এমএ চিদাম্বরম ক্রিকেট স্টেডিয়াম হবে।
আইপিএলে চেন্নাই সুপার কিংস বনাম দিল্লি ক্যাপিটালসের ম্যাচটি কখন শুরু হবে?
ভারতীয় সময় অনুসারে আইপিএলে চেন্নাই সুপার কিংস বনাম দিল্লি ক্যাপিটালসের ম্যাচটি শুরু হবে বিকেল ৩.৩০ মিনিটে। ম্যাচের আগে টস হবে বিকেল ৩টে নাগাদ।
কোথায় দেখা যাবে আইপিএলে চেন্নাই সুপার কিংস বনাম দিল্লি ক্যাপিটালসের ম্যাচের লাইভ স্ট্রিমিং?
আইপিএলে চেন্নাই সুপার কিংস বনাম দিল্লি ক্যাপিটালসের ম্যাচটির লাইভ স্ট্রিমিং (Live streaming) দেখা যাবে টিভিতে স্টার স্পোর্টস নেটওয়ার্কে। এ ছাড়া দর্শকরা জিওস্টার অ্যাপ্লিকেশনেও দেখতে পাবেন আইপিএল ম্যাচের লাইভ স্ট্রিমিং।
আইপিএলের আরও খবর পড়তে ক্লিক করুন এই লিঙ্কে।





