ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের গত সংস্করণে ইতিহাস তৈরি হয়েছিল। মিনি অকশনে দুই অজি তারকাকে নিয়ে টাকার বন্য বয়েছিল। শুরুটা হয়েছিল অজি অধিনায়ক পেসার প্যাট কামিন্সকে নিয়ে। তাঁকে সানরাইজার্স হায়দরাবাদ নিয়েছিল প্রায় ২১ কোটি টাকায়। আইপিএলের নিলামে যা রেকর্ড হয়ে দাঁড়িয়েছিল। যদিও সেই রেকর্ড ভেঙে গিয়েছিল কিছুক্ষণের মধ্যেই। কামিন্সের সতীর্থ বাঁ হাতি পেসার মিচেল স্টার্ককে প্রায় ২৫ কোটি (২৪.৭৫) টাকায় নিয়েছিল কলকাতা নাইট রাইডার্স। আইপিএলের নিলামে যা সর্বাধিক। এ বার কামিন্সকে রিটেন করেছে তাঁর ফ্র্যাঞ্চাইজি সানরাইজার্স। স্টার্ককে অবশ্য রাখেনি কলকাতা নাইট রাইডার্স। এ বার পরিবর্ত হিসেবে আর এক অজি বাঁ হাতি পেসারকেই টার্গেট করতে পারে কেকেআর।
গত সংস্করণে মিনি অকশনে ছিলেন স্পেন্সার জনসন। অস্ট্রেলিয়ার তরুণ বাঁ হাতি পেসারের বেস প্রাইস ছিল মাত্র ৫০ লক্ষ টাকা। আন্তর্জাতিক ক্রিকেটে সেই অর্থে অভিজ্ঞতা ছিল না। তবে ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে নাম করতে শুরু করেছিলেন। আমেরিকার মেজর লিগ ক্রিকেটে কলকাতার ফ্র্যাঞ্চাইজি লস অ্যাঞ্জেলস নাইট রাইডার্সে খেলেছিলেন। কলকাতা নাইট রাইডার্স স্টার্কের জন্য রেকর্ড অর্থ খরচ করার পর তাঁর জন্য ঝাঁপিয়েছিল। যদিও পার্সে টাকা না থাকায় ৭৫ লক্ষর পরই দৌড় থেকে সরে দাঁড়িয়েছিল কেকেআর। এরপর তাঁকে নিয়ে লড়াই চলে গুজরাট টাইটান্স ও দিল্লি ক্যাপিটালসের। শেষ অবধি তাঁকে ১০ কোটি টাকায় নিয়েছিল টাইটান্স। তবে বিদেশি কোটার কারণে মাত্র পাঁচ ম্যাচেই খেলার সুযোগ পেয়েছিলেন। নিয়েছিলেন ৪ উইকেট।
মিচেল স্টার্ককে রিটেন না করায় ভালো মানের বাঁ হাতি পেসার চাইবে কলকাতা নাইট রাইডার্স। মেগা অকশন হওয়ায় কোনও টিমই এ বার একজন প্লেয়ারের জন্য বিপুল পরিমাণ অর্থ খরচ করবে না বলাই যায়। স্পেন্সারের জন্য এ বার ঝাঁপানোর অন্যতম কারণ, গত এক বছরে আরও উন্নতি করেছেন। ধারাবাহিক ভাবে ১৪০ কিমি/ঘণ্টা গতিতে বোলিং করতে পারেন। সঙ্গে উইকেট নেওয়ারও দক্ষতা। সীমিত ওভারের ক্রিকেটে অস্ট্রেলিয়া জাতীয় দলে নিয়মিত খেলছেন স্পেন্সার। কেকেআরের নতুন মেন্টর ডোয়েন ব্র্যাভো খুব ভালো ভাবেই চেনেন স্পেন্সারকে। তাঁর দক্ষতা সম্পর্কেও ওয়াকিবহাল। পারথে পাকিস্তানের বিরুদ্ধে তৃতীয় ওয়ান ডে-তে উইকেট না পেলেও লো-স্কোরিং ম্যাচে ৮ ওভারে মাত্র ২৮ রান দিয়েছেন। সামনে পাকিস্তানের বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজও রয়েছে অস্ট্রেলিয়ার। এই সিরিজে ভালো পারফর্ম করে মেগা অকশনের আগে নজরে আসার আরও সুযোগ রয়েছে স্পেন্সারের।
কেকেআরের রিটেনশন লিস্ট- আন্দ্রে রাসেল (১২ কোটি), সুনীল নারিন (১২ কোটি), রিঙ্কু সিং (১৩ কোটি), বরুণ চক্রবর্তী (১২) হর্ষিত রানা (৪ কোটি), রমনদীপ সিং (৪ কোটি)।