IPL 2025, PBKS: পঞ্জাব মালকিন প্রীতি জিন্টার সম্পত্তির গ্রাফ উর্ধ্বমুখী, ট্রফি খরাও কাটবে এ বার?
IPL 2025 PBKS Co Owner Preity Zinta Net Worth: প্রত্যেকের আক্ষেপ ট্রফির। এ বার দুর্দান্ত টিম গড়েছে প্রীতির পঞ্জাব। কোচ রিকি পন্টিং। ক্যাপ্টেন শ্রেয়স আইয়ার। দলে একঝাঁক দক্ষ ক্রিকেটার। একটা ম্যাচ হারলেও এবারের আইপিএলে প্রীতি জিন্টার পঞ্জাব কিংসকে ফেভারিট ধরা হচ্ছে।

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের জন্মলগ্ন থেকেই খেলছে পঞ্জাব কিংস। যদিও টিমের নাম বদল হয়েছে। শুরুতে এই ফ্র্যাঞ্চাইজির নাম ছিল কিংস ইলেভেন পঞ্জাব। বর্তমানে তা পঞ্জাব কিংস। নাম যাই হোক, যেটা বদলায়নি তা হল ট্রফি। ফাইনালেও উঠেছিল পঞ্জাব। সে বারও হতাশাই জুটেছে। দেশ-বিদেশের প্রচুর সুপারস্টার এই ফ্র্যাঞ্চাইজিতে খেলেছেন। প্রত্যেকের আক্ষেপ ট্রফির। এ বার দুর্দান্ত টিম গড়েছে প্রীতির পঞ্জাব। কোচ রিকি পন্টিং। ক্যাপ্টেন শ্রেয়স আইয়ার। দলে একঝাঁক দক্ষ ক্রিকেটার। একটা ম্যাচ হারলেও এবারের আইপিএলে প্রীতি জিন্টার পঞ্জাব কিংসকে ফেভারিট ধরা হচ্ছে।
পঞ্জাবের অন্যতম কর্ণধার বলিউড স্টার প্রীতি জিন্টা। যদিও দলের প্রধান মুখ ধরা যায় তাঁকেই। হোম গ্রাউন্ডে বেশির ভাগ ম্যাচেই দলকে তাতাতে স্ট্যান্ডে থাকেন প্রীতি জিন্টা। প্লেয়ারদের সঙ্গে তাঁর আচরণও খুবই সুন্দর। রাগ! এমনটা খেলার মাঠে অন্তত দেখা যায়নি। প্রতিপক্ষ হোক বা নিজের দলের ক্রিকেটার, কারও বন্ধু, কারও দিদি হিসেবেই মিশে গিয়েছেন। এবার পঞ্জাবের প্রথম ম্যাচেও সেটা দেখা গিয়েছে। দলের সাফল্যে যেমন উচ্ছ্বাসে ভেসেছেন, হারের পর কিছুটা মুষড়েও পড়েছিলেন। প্লেয়ারদের সঙ্গে কথা বলার সময় অবশ্য মুখে সেই মিষ্টি হাসি অটুট।
আইপিএলের সময় বিভিন্ন দল, ক্রিকেটারদের নিয়ে যেমন আলোচনা হয়, তেমনই প্রীতির নানা মুহূর্তও আকর্ষণে থাকে। তাঁকে নিয়ে আলোচনাও হয়। বয়স বাড়লেও প্রীতি সেই একইরকম প্রিটি রয়ে গিয়েছেন। শুধু কি রূপেই ধনী? তাঁর জীবন যাপন, সম্পত্তির পরিমাণও কিন্তু চমকে দেবে। একটু উঁকি দেওয়া যাক প্রীতি জিন্টার ব্যক্তিগত জীবনে।
তথ্য বলছে, প্রীতি জিন্টার মোট সম্পত্তির পরিমাণ অন্তত ১৮৩ কোটি টাকা। যদিও সেটা বছর দুয়েক আগের তথ্য। সময়ের সঙ্গে যে তা বেড়েছে, বলাই যায়। দীর্ঘ সময় সিনেমা থেকে বিরতিও নিয়েছেন। তবে ব্র্যান্ড এনডোর্সমেন্ট রয়েছে। তথ্য অনুযায়ী, ব্র্যান্ড এনডোর্সমেন্টের জন্য প্রায় দেড় কোটির মতো নেন প্রীতি।
বছর দুয়েক আগে ১৭ কোটির বেশি টাকায় আরও একটি অ্যাপার্টমেন্ট কিনেছেন প্রীতি। এ ছাড়াও তাঁর নিজের শহর সিমলাতেও বাড়ি রয়েছে। এমনকি লস অ্যাঞ্জেলসেও। বাড়ির পাশাপাশি গাড়ির কালেকশনও হেলাফেলার নয়। পোরশে, মার্সিডিজের মতো একাধিক বিলাসবহুল গাড়ি রয়েছে তাঁর।
অভিনয়ের পাশাপাশি বিনিয়োগের দিকেও ঝোঁক রয়েছে। ২০০৮ সালে আইপিএলে মিলিত ভাবে মালিকানা কেনেন প্রীতি। তিনি ৩৫ কোটি টাকা বিনিয়োগ করেছিলেন। সময়ের সঙ্গে টিমের ভ্যালু বেড়েছে। ব্যবসাতেও ‘সুন্দর’ প্রীতি। সর্বশেষ পাওয়া তথ্য অনুযায়ী পঞ্জাব কিংসের ভ্যালু প্রায় ৮ হাজার কোটি টাকা! আক্ষেপ শুধুই ট্রফির। সেই স্বপ্ন পূরণেই লক্ষ্য প্রীতির পঞ্জাব।





