
ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের মেগা অকশন। দু-দিনের অকশনের প্রথম দিন শিরোনামে ভারতীয় ক্রিকেটাররাই। আইপিএলের ইতিহাসে সবচেয়ে দামি ক্রিকেটারের তকমা এখন ঋষভ পন্থের নামে। ২৭ কোটিতে লখনউ সুপার জায়ান্টসে যোগ দিলেন ঋষভ। বিশ্বের সেরা ফ্র্যাঞ্চাইজি লিগে খেলার জন্য রেজিস্টার করেছিলেন ১৫৭৪ জন ক্রিকেটার। চূড়ান্ত তালিকায় জায়গা পেয়েছিলেন ৫৭৪ জন। শেষ মুহূ্র্তে তিনজনকে যোগ করা হয়েছিল। তাঁরা হলেন জোফ্রা আর্চার, সৌরভ নেত্রভালকর এবং অথর্ব তাইডে। জোফ্রা আর্চার দল পেয়েছেন। দ্বিতীয় দিন নজরে থাকব আরও নানা চমকে। নিলামের প্রথম দিন কী কী হল, মেগা অকশনের যাবতীয় আপডেট পাবেন রইল লিঙ্কে।
৩০ লক্ষ বেস প্রাইস। আপাতত আনসোল্ড। আজকের মতো অকশন শেষ। আবারও কাল কন্টিনিউ হবে।
৩০ লক্ষ বেস প্রাইসে গুজরাট টাইটান্সে মানব সুতার। বাঁ হাতি স্পিনার। অলরাউন্ডার।
বেস প্রাইস ৩০ লক্ষ। রাজস্থান ওপেনিং বিড করে। রাজস্থান রয়্যালস নিল।
বেস প্রাইস ৫০ লক্ষ। অভিজ্ঞ লেগ স্পিনার। গত মরসুমে মুম্বইতে ছিলেন। এ বার আপাতত আনসোল্ড।
৩০ লক্ষ বেস প্রাইস। কেকেআর লাস্ট মোমেন্টে বিড করে। বেস প্রাইসে পেল তরুণ স্পিনারকে। আরটিএম নেয় সানরাইজার্স।
অভিজ্ঞ লেগ স্পিনার। ৫০ লক্ষ বেস প্রাইস। মুম্বই ওপেনিং বিড করে। বেস প্রাইসেই তাঁকে নেয় মুম্বই। আরসিবি আরটিএম ব্য়বহার করেনি।
বেস প্রাইস ৩০ লক্ষ। গত মরসুমে কেকেআরে ছিলেন। ওপেনিং বিড করে আরসিবি। মুম্বই আসরে নামে। ২.২০ আরসিবি। মুম্বই ২.৪০। আরসিবি লড়াই ছাড়েনি। ২.৬০ কোটি আরসিবির। আর কেউ বিড করেনি।
৩০ লক্ষ টাকার বেস প্রাইস। চেন্নাই-হায়দরাবাদ লড়াইয়ে। দ্রুতই কোটি ছাপিয়ে গিয়েছে। ১.৩০ কোটি সানরাইজার্স হায়দরাবাদ। চেন্নাই ফের বিড করে। ১.৫০ কোটিতে অবশেষে সানরাইজার্সে সিমরজিৎ।
৪০ লক্ষ টাকার বেস প্রাইস। কেউ আগ্রহ দেখায়নি। আপাতত আনসোল্ড।
৩০ লক্ষ বেস প্রাইস। পঞ্জাব, গুজরাট লড়াই। ১ কোটি দর উঠেছে। ১.৬০ কোটিতে পঞ্জাব নিল যশ ঠাকুরকে।
কেকেআরের তরুণ ক্রিকেটার। বেস প্রাইস ৩০ লক্ষতে কেকেআর বিড করে। রাজস্থান রয়্য়ালস ময়দানে নামে। কেকেআরের সঙ্গে জোর লড়াই বৈভবকে নিয়ে। ১.২০ কোটিতে কেকেআরে যাওয়ার পথে রাজস্থান ফের লড়াইয়ে। কেকেআর হাল ছাড়েনি। শেষ অবধি ১.৬০ কোটিতে কেকেআরে যাওয়ার সুযোগ। আবার বাধা। লড়াইয়ে দিল্লি। কেকেআর ১.৮০ কোটিতে দিল্লি দান ছাড়ে। অবশেষে কলকাতা ফেরাতে পারল বৈভবকে।
বেস প্রাইস ৩০ লক্ষ। আরসিবিতে ছিলেন। সদ্য জাতীয় দলে সুযোগ পেয়েছিলেন। সানরাইজার্স ও গুজরাটের সঙ্গে পঞ্জাব লড়াইয়ে। পঞ্জাব কিংস ১.৮০ কোটি। আর কেউ আগ্রহ দেখায়নি। আরটিএম ইউজ করেনি আরসিবি।
৫০ লক্ষ বেস প্রাইসে তাঁকে বিড করে গুজরাট। গত মরসুমে গুজরাটেই ছিলেন। তবে দিল্লি লড়াইতে ঢোকে। ১.৮০ কোটি গুজরাট। পঞ্জাব অপেক্ষা করতে বলে। যদি তারা বিড করেনি। দিল্লি ফিরে আসে। গুজরাট ২ কোটি দর হাঁকায়। দিল্লি ২.২০ কোটি। শেষ অবধি দিল্লি তাঁকে এই দরে পায়।
বেস প্রাইস ৩০ লক্ষ। রাজস্থান ওপেনিং বিড। পঞ্জাব আসরে। ৭০ লক্ষ পেরিয়ে গিয়েছে। ১ কোটি রাজস্থান। পঞ্জাবও ছাড়ছে না। ১.২০ কোটিতে দান ছাড়ে পঞ্জাব। দিল্লি ভাবছে। না করে দিয়েছে। রাজস্থান ১.২০ কোটিতে আকাশকে পেল।
বেস প্রাইস ৩০ লক্ষ। গত মরসুমে দিল্লিতে ছিলেন। আরসিবি ওপেনিং বিড করে। সানরাইজার্সও আসরে নামে। ২ কোটিতে সানরাইজার্স দান ছাড়ে। আরসিবি তাঁকে নেয় ২ কোটিতে। আরটিএম ব্যবহার করে দিল্লি। আরসিবির ফাইনাল বিড ৬ কোটি। রশিককে ছেড়ে দিল দিল্লি। আরসিবি ৬ কোটিতে নিল।
কেকেআর ওপেনিং বিড করে ৩০ লক্ষ টাকায়। লড়াইয়ে নামে পঞ্জাব। কেকেআর ৪০ লক্ষ দর তোলে। পঞ্জাব ৪৫ লক্ষ। কেকেআর আগ্রহ দেখায়নি। মুম্বই আসরে নামে। পঞ্জাব তাঁকে নেয় ৯৫ লক্ষ টাকায়।
বেস প্রাইস ৩০ লক্ষ টাকা। কেউ বিড করেনি। আপাতত অবিক্রিতই।
৩০ লক্ষ বেস প্রাইস। কেউ বিড করেনি। আপাতত আনসোল্ড।
আর্য জুয়েলকে ৩০ লক্ষ টাকার বেস প্রাইসে নেয় লখনউ সুপার জায়ান্টস।
আরসিবিতে খেলেছেন। ৩০ লক্ষ বেস প্রাইস। ওপেনিং বিড করে গুজরাট টাইটান্স। বেস প্রাইসেই তাঁকে পায় গুজরাট টাইটান্স। আরটিএম থাকলেও নেয়নি আরসিবি।
রবিনও ঝাড়খণ্ডের কিপার ব্য়াটার। গত মরসুমে গুজরাটে ছিলেন। চোটের কারণে খেলা হয়নি। চেন্নাই-মুম্বই লড়াই চলে। ৬৫ লক্ষ টাকায় মুম্বই তাঁকে নেয়।
ঝাড়খণ্ডের কিপার ব্য়াটার। ৩০ লক্ষ বেস প্রাইস। গত মরসুমে দিল্লিতে ছিলেন। ওপেনিং বিড করে চেন্নাই সুপার কিংস। অনেক ভাবনার পর পঞ্জাব লড়াইয়ে ঢোকে। ৫০ লক্ষতে পঞ্জাব দান ছাড়ে। গুজরাট লড়াইয়ে ঢোকে। চেন্নাইও তাঁকে নিতে আগ্রহী ছিল। তবে ৫৫ লক্ষতে দান ছাড়ে চেন্নাই। ৬৫ লক্ষ টাকায় তাঁকে নেয় গুজরাট টাইটান্স। আরটিএম অপশন থাকলেও দিল্লি ব্যবহার করেনি।
বেস প্রাইস ৩০ লক্ষ। কেউই বিড করেনি। আপাতত আনসোল্ড।
বেস প্রাইস ৩০ লক্ষ। গত মরসুমে পঞ্জাবের অন্যতম সেরা পারফর্মার। আরসিবি ওপেনিং বিড করেছে। রাজস্থানও লড়াইয়ে। মাঝে লড়াইয়ে দিল্লি ক্যাপিটালসও। আরসিবি ওয়েট করে ১.৫০ কোটি দর ওঠার পর। আরসিবি সরে দাঁড়ায়। ১.৬০ কোটি দিয়ে লড়াইয়ে পঞ্জাব কিংস। দিল্লির সঙ্গে লড়াই। ৩ কোটিতে দিল্লি ছিল। পঞ্জাব লড়াইয়ে ছিলই। লড়াই জারি থাকে আরও কিছুক্ষণ। ৩.৮০ কোটি দিল্লি ক্যাপিটালসে যাওয়ার আগে পঞ্জাব ওয়েট করতে বলে। পঞ্জাব মানা করে দেয়। দিল্লি তাঁকে নেয় ৩.৮০ কোটিতে।
বেস প্রাইস ৫০ লক্ষ। গত মরসুমে আরসিবিতে ছিলেন। আরসিবিই ওপেনিং বিড করে। গুজরাট লড়াইয়ে ঢোকে। রাজস্থানও লড়াইয়ে। অনেক চিন্তা-ভাবনা। ১.৭০ কোটিতে গুজরাট টাইটান্স তাঁকে নেয়। আরটিএম অপশন থাকলেও ব্যবহার করেনি আরসিবি।
পেস বোলিং অলরাউন্ডার। ৩০ লক্ষ বেস প্রাইস। সিএসকে ওপেনিং বিড করে। গুজরাট লড়াইয়ে। ১.২০ কোটিতে চেন্নাই তাঁকে নেয়।
স্পিনার। ৩০ লক্ষ টাকা বেস প্রাইস। লখনউ বিড করে। পঞ্জাব লড়াইয়ে ঢোকে। কোটি ছাপিয়ে গিয়েছে। লখনউ সরে দাঁড়ায়। ১.১০ কোটিতে পঞ্জাবেই ফিরলেন হরপ্রীত। মুম্বই মাঝে ঢুকলেও পঞ্জাব লড়াই চালিয়ে যায়। ১.৫০ কোটিতে শেষ অবধি পায় পঞ্জাব।
বেস প্রাইস ৩০ লক্ষ। আরসিবি ওপেনিং বিড করে। লখনউ লড়াইয়ে। দ্রুতই কোটি ছাপিয়ে যায় তাঁর দর। পঞ্জাব লড়াইয়ে ঢোকে। লখনউও রেডি ছিল। লখনউ ৪.২০ কোটি দর তুলতেই পঞ্জাব সময় নেয়। আরটিএম নেয়নি সানরাইজার্স। ফলে ৪.২০ কোটিতে লখনউ সুপার জায়ান্টসে আব্দুল সামাদ।
এই তরুণ ক্রিকেটার গত মরসুমে মুম্বইতে ছিলেন। নজর কেড়েছিলেন। বেস প্রাইসে মুম্বই ইন্ডিয়ান্সই বিড করে। লড়াইয়ে ঢোকে আরসিবি। দিল্লি সময় চায়। মুম্বই ও আরসিবির লড়াই চলে। মুম্বই তাঁকে নিতে মরিয়া ছিল। দিল্লি লড়াইয়ে ঢোকে। মুম্বই ছাড়ার মেজাজে ছিল না। রাজস্থানও লড়াইয়ে ঢুকে পড়ে। শেষ অবধি ২.৬০ কোটিতে নমন ধীরকে নেওয়ার পরিস্থিতিতে ছিল রাজস্থান। ফের পঞ্জাব লড়াইয়ে ঢোকে। রাজস্থান ৩ কোটি ডাকলেও পঞ্জাব লড়াই চালায়। শেষ অবধি ৩.৪০ কোটিতে রাজস্থান নেয় নমন ধীরকে। আরটিএম ব্য়বহার মুম্বই ইন্ডিয়ান্স। রাজস্থানের ফাইনাল বিড ৫.২৫ কোটি। মুম্বই আরটিএম ব্য়বহার করে ৫.২৫ কোটিতে নিয়ে নিল।
গত মরসুমে চেন্নাইতে ছিলেন। নজর কাড়তে পারেননি। ৩০ লক্ষ বেস প্রাইসে চেন্নাই বিড করে। লড়াইয়ে ঢোকে দিল্লি। ৯৫ লক্ষ টাকা বিড করে দিল্লি। চেন্নাই আর ফেরেনি। দিল্লিতেই সমীর রিজভি।
৩০ লক্ষ বেস প্রাইস। অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপ খেলেছেন। আইপিএলেও টিমে ছিলেন। গুজরাট বেস প্রাইসে টার্গেট করে। শেষ অবধি তাঁকে বেস প্রাইসেই পায় গুজরাট। আরটিএমের অপশন থাকলেও নেয়নি।
বেস প্রাইস ৩০ লক্ষ। তাঁকে নিয়ে লড়াই হবে প্রত্যাশিত ছিল। সিএসকে, আরসিবি লড়াইয়ে। গত মরসুমে গুজরাটে ছিলেন অভিনব মনোহর। গুজরাট লড়াইয়ে যোগ দেয় মাঝপথে। চেন্নাইয়ের সঙ্গে লড়াই চলে। গুজরাট ২কোটি দর তুলতে চেন্নাই ভাবতে বসে। ২.২০ কোটি দর হাঁকে চেন্নাই। গুজরাট সরে দাঁড়ায়। সানরাইজার্স লড়াইয়ে ঢোকে। ২.৮০ কোটিতে সিএসকে সরে দাঁড়ায়। সানরাইজার্স হায়দরাবাদ ২.৮০ কোটিতে নেয় বিধ্বংসী ব্যাটার অভিনব মনোহরকে। কিন্তু আবারও নিলাম ওপেন। কেকেআর শেষ মুহূর্তে দর তোলে। ৩ কোটি দর কেকেআরের। সানরাইজার্স ৩.২০ কোটিতে পায় শেষ অবধি।
দিল্লির ক্রিকেটার। দেশের হয়ে অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপ খেলেছেন। ৩০ লক্ষ টাকার বেস প্রাইসেও আপাতত অবিক্রিত।
অভিজ্ঞ ব্যাটারের জন্য ৩০ লক্ষ টাকার বেস প্রাইসে দিল্লি বিড করে। আরসিবি লড়াইয়ে নামে। দিল্লির সঙ্গে লড়াই। ৫০ লক্ষ টাকা বিড করে দিল্লি। আর কেউ ঝাঁপায়নি। দিল্লি করুণ নায়ারকে নেয় ৫০ লক্ষ টাকায়।
গত মরসুমে কলকাতা নাইট রাইডার্সে নজর কেড়েছিলেন। বেস প্রাইস ৩০ লক্ষ টাকায় তাঁকে টার্গেট করে কেকেআর। তবে অকশনের আগে চেন্নাইতে ট্রায়াল দিয়েছিলেন। চেন্নাইয়েরও তাঁকে পছন্দ। দর বাড়তে রঘুবংশীর। চেন্নাই ও কলকাতার লড়াই। ৩ কোটি দর তোলে কেকেআর। চেন্নাই দান ছাড়ে। কেকেআরেই ফিরলেন অংকৃষ রঘুবংশী।
৩০ লক্ষ বেস প্রাইস। চেন্নাই ও লখনউ তাঁকে নিতে ঝাঁপায়। গত মরসুমে মুম্বইয়ের হয়ে নজর কাড়েন এই তরুণ ক্রিকেটার। যদিও মুম্বই শুরু থেকে তাঁকে নিতে আগ্রহ দেখায়নি। চেন্নাই ও লখনউয়ের মধ্যেই লড়াই। পঞ্জাব ঢোকে ১.৫০ কোটিতে। চেন্নাই মরিয়া ছিল। দর বাড়ে তরুণ বাঁ হাতি ব্যাটারের জন্য়। ২.৬০ কোটির পর চেন্নাইয়ের আগ্রহ কমে। গুজরাট ও পঞ্জাবের মধ্যে লড়াই। ৩.৮০ কোটি পৌঁছনোর পর সময় চায় গুজরাট। পঞ্জাব ৩.৮০ কোটিতে তাঁকে পাওয়ার মুখে। দিল্লি লড়াইয়ে ঢোকে ৪ কোটি দিয়ে। পঞ্জাব তবু লড়াইয়ে। দিল্লি দান ছাড়ে। ৪.২০ কোটিতে তাঁকে অবশেষে নেয় পঞ্জাব কিংস। আরটিএম অপশন ছিল। তবে তারা রাজি হয়নি।
অনমোলপ্রীত আপাতত অবিক্রিত। তাঁর বেস প্রাইস ছিল ৩০ লক্ষ টাকা।
বেস প্রাইস ৩০ লক্ষ টাকায় সানরাইজার্সে।
চায়নাম্যান। গত মরসুমে গুজরাটে ছিলেন। ২ কোটির ওপেনিং বিড করল মুম্বই। লড়াইয়ে চেন্নাই সুপার কিংস। ৫ কোটি চেন্নাই সুপার কিংস। আরটিএম ব্যবহার করতে চায় গুজরাট। চেন্নাইয়ের ফাইনাল বিডের অপেক্ষা। চেন্নাইয়ের ফাইনাল বিড ১০ কোটি। আরটিএম ছেড়ে দিল। চেন্নাই সুপার কিংসে ১০ কোটিতে নুর আহমেদ।
আফগান স্পিনার। ৭৫ লক্ষ টাকা বেস প্রাইস। আপাতত আনসোল্ড।
শ্রীলঙ্কার লেগ স্পিনার গত মরসুমে সানরাইজার্স টিমে ছিলেন। তাঁকে চোটের জন্য পাওয়া যায়নি। বেস প্রাইসে বিড করল রাজস্থান রয়্যালস। মুম্বই লড়াইয়ে ঢুকল। ৩.২০ কোটি রাজস্থান। মুম্বই ভাবছে। ৩.৪০ কোটিতে ফিরলেও রাজস্থানও লড়াইয়ে। রাজস্থান ৪ কোটি। ৪.২০ মুম্বই। রাজস্থান ৪.৪০। মুম্বই ৪.৬০। রাজস্থান ৪.৮০ কোটি। মুম্বই ৫ কোটি। রাজস্থান ৫.২৫ কোটিতে। ভাবনায় মুম্বই। তারা দান ছেড়ে দিল। আর কেউ বিড করেনি। রাজস্থান রয়্যালস তাঁকে নিল ৫.২৫ কোটিতে।
২ কোটি বেস প্রাইস অজি লেগ স্পিনারের। সানরাইজার্স ওপেনিং বিড করেছে। রাজস্থান রয়্যালস ময়দানে। সানরাইজার্স ২.৪০ কোটি। রাজস্থান মানা করে দিল। আর কেউ লড়াইয়ে নামেনি। সানরাইজার্স ২.৪০ কোটিতে অ্যাডাম জাম্পাকে পেয়ে গেল।
বেস প্রাইস ১ কোটি। সানরাইজার্স ওপেনিং বিড করল। মুম্বই লড়াইয়ে। ধীরে ধীরে দর বাড়ছে। ২ কোটিতে রাহুল চাহারের দর। লেগস্পিনারের জন্য ভাবছে মুম্বই ইন্ডিয়ান্স। মুম্বই মানা করে দিল। লখনউ ময়দানে নেমেছে। সানরাইজার্সের সঙ্গে লড়াই। ৩.২০ কোটি সানরাইজার্স হায়দরাবাদ। আরটিএম অপশন নিল না পঞ্জাব কিংস। ৩.২০ কোটিতে হায়দরাবাদে রাহুল চাহার।
মুম্বই ও রাজস্থানের লড়াই। ৪ কোটি দ্রুতই ছাপিয়ে গিয়েছে। রহস্য স্পিনারের জন্য় লড়াই। ৪.৪০ কোটি রাজস্থানের। অপেক্ষায় অন্য় দলের। রাজস্থান রয়্যালস পেল মহেশ থিকসানাকে।
রাজস্থান রয়্যালস ২ কোটির বেস প্রাইসে ওপেনিং বিড করে। লখনউ দ্রুতই লড়াইয়ে। ঝোড়ো লড়াই বোল্টের জন্য়। ৫ কোটি ছাপিয়ে গিয়েছে মুহূর্তে। লখনউ ও রাজস্থানই লড়াইয়ে। ৬.২৫ কোটিতে রাজস্থান। লখনউ দান ছেড়ে দিল। মুম্বই দৌড়ে ঢুকে পড়ল। ৯ কোটি মুম্বই। রাজস্থানও ছাড়তে নারাজ। ৯.৫০ মুম্বই। ১০ কোটি পার। মুম্বই দৌড় ছাড়েনি। রাজস্থানও না। ১১.৫০ পার। মুম্বই ১২ কোটি। রাজস্থান ১২.৫০-তে দান ছাড়ল। মুম্বই ইন্ডিয়ান্স ১২.৫০ কোটিতে নিল ট্রেন্ট বোল্টকে।
আরসিবি ও সানরাইজার্স লড়াইয়ে। ৩ কোটি ডাকে আরসিবি। সানরাইজার্স ৩.২০। আরসিবি লড়াইয়ে। ৪.২০ কোটি আরসিবি। লড়াইয়ে প্রবেশ দিল্লির। আরসিবি বনাম দিল্লি। ৫ কোটি ছাপিয়ে গেল দর। আরসিবি ৭ কোটি। দিল্লি ৭.২৫। আরসিবি ফিরল। ৮ কোটি আরসিবি। দিল্লি ৮.২৫ কোটি। ৮.৫০ আরসিবি। দিল্লি ভাবনায়। ৮.৭৫ কোটি দিল্লির। আরসিবি ৯ কোটি। দর বাড়ছে। দিল্লি ১০.২৫ কোটি। আরসিবি ফিরল ১০.৫০ কোটিতে। যদিও দিল্লি ১০.৭৫ কোটি। সময় চাইল আরসিবি। আরসিবি আর দর বাড়াতে নারাজ। দিল্লি ক্য়াপিটালস ১০.৭৫ কোটিতে নটরাজনকে নিল।
ভারতের বাঁ হাতি পেসারের জন্য ২ কোটির ওপেনিং বিড চেন্নাই সুপার কিংসের। লখনউ ময়দানে ঢুকল। ৪ কোটি ছাপিয়ে গেল। ৪.৮০ কোটিতে লখনউ দান ছেড়ে দেয়। চেন্নাই সুপার কিংস পেল খলিল আহমেদকে। আরটিএম ব্য়বহার করতে রাজি হয়নি দিল্লি ক্যাপিটালস। চেন্নাই সুপার কিংসের নতুন মেম্বার খলিল।
লখনউ সুপার জায়ান্টস বেস প্রাইস ২ কোটির বিড করল। লড়াইয়ে ঢুকল আর্চারের প্রাক্তন দল মুম্বই। ঝোড়ো লড়াই। ৬ কোটি পেরিয়ে গিয়েছেন আর্চার। ৭ কোটিতে মুম্বই। ৭.২৫ লখনউ। মুম্বই ৮ কোটি। ৮.২৫ কোটি লখনউ। আর এক প্রাক্তন দল রাজস্থান ঢুকলো লড়াইয়ে। রাজস্থান ৮.৭৫ কোটি, মুম্বই ফিরল লড়াইয়ে। রাজস্থান ১০ কোটি। মুম্বইও দর বাড়াচ্ছে। ১১ কোটি। মুম্বই ফিরবে কি না নজরে। মুম্বই ফিরল ১১.২৫ কোটিতে। রাজস্থানও লড়াইয়ে। মুম্বই ভাবনায়। ১২ কোটিতে রাজস্থান। মুম্বই ১২.২৫ কোটি। ১২.৫০ কোটিতে রাজস্থান। আর কেউ বিড করার নেই। ১২.৫০ কোটিতে জোফ্রা আর্চারকে নিল রাজস্থান।
কেকেআর ও লখনউ লড়াইয়ে। পেসার চাই। দ্বিমুখী লড়াই জারি। ৪ কোটি ছাপিয়ে গিয়েছে নর্টজে। ৫.৫০ কেকেআর। ৬.৫০ কোটি কেকেআর। লখনউ দান ছাড়ল। দিল্লিকে আরটিএমের বিকল্প। দিল্লি সরাসরি মানা করে। ৬.৫০ কোটিতে প্রোটিয়া পেসারকে পেল কেকেআর।
বেস প্রাইস ২ কোটিতে লখনউ সরাসরি বিড করল। সময় চাইল পঞ্জাব। লড়াইয়ে নামল। পঞ্জাব ও লখনউয়ের লড়াই। ৩ কোটি পার। ৪ কোটি দর উঠল। লখনউয়ের দর ছাপিয়ে ৪.২০ পঞ্জাব। লড়াই চলছে। ৫ কোটি পঞ্জাবের। লখনউও লড়াই চালিয়ে যাচ্ছে। ৬.২৫ কোটিতে পঞ্জাব দান ছাড়ল। রাজস্থান লড়াইয়ে ঢুকল ৬.৫০ কোটিতে। লখনউয়ের সঙ্গে লড়াই। ৯.৭৫ কোটিতে রাজস্থান আউট। লখনউয়ের হাতে আপাতত আবেশ। লখনউ সুপার জায়ান্টস ৯.৭৫ কোটিতে আবেশকে নিল।
ভারতীয় পেসারের বেস প্রাইস ২ কোটি। রাজস্থান রয়্যালস ওপেনিং বিড। সঙ্গে গুজরাটের লড়াই। ৫ কোটি দর উঠল। গুজরাট ৫.৫০ কোটি, রাজস্থান দৌড়ে এলেও গুজরাট ৬ কোটি। রাজস্থানও হাল ছাড়েনি এখনও। ৭ কোটি দর প্রসিধের। গুজরাট ৮ কোটি। রাজস্থান ৮.২৫। গুজরাট ৮.৫০ কোটি। রাজস্থান ৮.৭৫ কোটি। ৯ কোটি গুজরাট। ভাবনায় রাজস্থান। ৯.৫০ গুজরাট। রাজস্থান দান ছেড়ে দিয়েছে। ৯.৫০ কোটিতে শেষ সুযোগ। গুজরাট টাইটান্সে প্রসিধ কৃষ্ণ।
কেকেআর জশ হ্য়াজলউডের জন্য দৌড়চ্ছে। লখনউয়ের সঙ্গে লড়াই। ৬ কোটি কেকেআর। লখনউ লড়াইয়ে। ৭ কোটি পার। ৭.৭৫ কোটিতে কেকেআর দান ছাড়ল। ৮ কোটিতে প্রবেশ আরসিবির। লড়াইয়ে আরসিবি ও লখনউ। ১০ কোটি আরসিবির। মুম্বই ১০.২৫ কোটিতে লড়াইয়ে। আরসিবির সঙ্গে লড়াইয়ে মুম্বই। ১২.৫০ কোটিতে আরসিবিতে জশ হ্যাজলউড।
কিপার-ব্য়াটারের বেস প্রাইস ১ কোটি। সিএসকে ওপেনিং বিড। লখনউ সুপার জায়ান্টসও দৌড়ে। লখনউ ও সিএসকের লড়াই। ৪.৪০ কোটিতে লখনউ দান ছাড়ে। দিল্লির বিড ছিল ৪.৪০। এরপর আরসিবি ৪.৬০ কোটিতে লড়াইয়ে। আরসিবি ৫ কোটি। দিল্লিও লড়াইয়ে রয়েছে। আরসিবি ৫.৫০ কোটিতে এগিয়ে। সিএসকে ৫.৭৫ কোটিতে। আরসিবি ৬ কোটি। সিএসকে আবারও লড়াইয়ে। ৭ কোটি আরসিবির। আপাতত আর কেউ আগ্রহী নয়। আরসিবি ৭ কোটিতে জিতেশ। তবে পঞ্জাব আরটিএম ব্য়বহার করবে কি না দেখার। আলোচনা চলছে পন্টিংদের। সময় চাইল পঞ্জাব। আরটিএম ব্য়বহার করবে। আরসিবির ফাইনাল বিড ১১ কোটি। পঞ্জাব ছেড়ে দিল। আরসিবিতে ১১ কোটিতে জিতেশ শর্মা।
২ কোটির বেস প্রাইসে ওপেনিং বিড মুম্বই ইন্ডিয়ান্সের। লড়াইয়ে পঞ্জাব কিংস। মুম্বই তাঁকে নিতে মরিয়া লড়াই করবে আশা করা যায়। ৩.২০ কোটি মুম্বই, ৩.৪০ পঞ্জাব। দিল্লি লড়াইয়ে ঢুকল। ৪ কোটি দিল্লি। ৪.৪০ দিল্লি ক্যাপিটালস। পঞ্জাব ভাবনায়। ৪.৬০ পঞ্জাব, দিল্লি লড়াইয়ে। ৪.৮০ কোটিতে দিল্লি। পঞ্জাব ৫ কোটি। ৬ কোটি ছাপিয়ে গেল ঈশানের দর। ৮ কোটিতে পঞ্জাব। দিল্লি লড়াইয়ে ৮.২৫ কোটিতে। পঞ্জাব সময় চাইল। আলোচনায় পন্টিং। ৮.৫০ কোটি দর পঞ্জাবের। দিল্লি ৮.৭৫ কোটি। ৯ কোটি পঞ্জাব, ৯.২৫ দিল্লি। ৯.৫০ পঞ্জাব, দিল্লি দান ছেড়ে দেয়। ৯.৫০ কোটিতে পঞ্জাবের বিড। দিল্লি ফিরল ৯.৭৫ কোটি দিয়ে। পঞ্জাব ১০ কোটি। দিল্লি পুরোপুরি ছাড়ল। ১০.২৫ সানরাইজার্সের প্রবেশ। ১১ কোটি পঞ্জাব। সানরাইজার্স লড়াইয়ে। ১১.২৫ কোটিতে সানরাইজার্সে ঈশান কিষাণ।
গত মরসুমে কেকেআরে ছিলেন। বেস প্রাইসে ওপেনিং বিড কেকেআরের। গত মরসুমে সল্ট দুর্দান্ত খেলায় গুরবাজ সুযোগ পাননি। এ বার বেস প্রাইসেই গুরবাজকে পেল কেকেআর।
ফিল সল্টকে নিয়ে লড়াই শুরু। গত মরসুমে কেকেআরে ছিলেন। এ বার ৪.৪০ কোটিতে আসরে নামলে কলকাতা। সঙ্গে আরসিবি। ৬.৭৫ কোটি কেকেআর। আরসিবি দীর্ঘ ভাবনার পর ৭ কোটির বিড। কেকেআর লড়াই ছাড়েনি। ৭.৫০ আরসিবির পর কেকেআরও ৭.৭৫। আরসিবি ৮ কোটি। কেকেআর মরিয়া। ৯ কোটি আরসিবি। কলকাতা ভাবছে। কেকেআর ৯.২৫ কোটি। আরসিবি ৯.৫০, কেকেআর ৯.৭৫ কোটি। ১০ কোটি ছাপিয়ে গিয়েছে দর। ১০.৫০ কোটিতে সময় চাইল কেকেআর। ১০.৭৫ কোটি কেকেআরের। আরসিবি ১১ কোটি। আবারও ভাবনায় কেকেআর। ১১.২৫ কোটি ডাকতেই আরসিবি ১১.৫০ কোটি। কেকেআর আর সুযোগ নিল না, আরসিবি ১১.৫০ কোটিতে ফিল সল্টকে নিল।
কেউ দর হাঁকেনি। আনসোল্ড আপাতত।
বেস প্রাইস ২ কোটি। সানরাইজার্স ওপেনিং বিড। পঞ্জাব সময় নিলেও দর হাঁকেনি। মুম্বই লড়াইয়ে নামল। ৩ কোটি মুম্বইয়ের বিড। কলকাতা সময় চাইল। ৩.২০ কোটিতে লড়াইয়ে কেকেআর। মুম্বইয়ের সঙ্গে দরাদরি। ৩.৬০ কোটি কেকেআরের। মুম্বই মাথা নাড়িয়ে দান ছেড়ে দিল। আরটিএম অপশন ব্যবহার করল না লখনউ। কেকেআর ৩.৬০ কোটিতে নিল কুইন্টন ডি’কককে।
কলকাতা কাকে নেতা করবে? রিঙ্কু সিং? তা হলে ভেঙ্কটেশ আইয়ারের জন্য এত করচ কেন! ভেঙ্কিকে নেতৃত্বের ভাবনায় রেখেছে কেকেআর? বিস্তারিত পড়ুন: পন্থ, শ্রেয়সকে ছেড়ে ২৪ কোটিতে ভেঙ্কটেশ! তিন গুণ বেশি দিয়ে ক্যাপ্টেন কিনল কেকেআর?
বেস প্রাইস ২ কোটি। অজি অলরাউন্ডারের জন্য গুজরাট টাইটান্স সময় চাইল। কেউ বিড করল না। পঞ্জাব সময় চাইছে। সানরাইজার্স ওপেনিং বিড করল। পঞ্জাব লড়াইয়ে। হায়দরাবাদের সঙ্গে ভাবনায় পঞ্জাব। ৩ কোটি পঞ্জাব। ৩.২০ কোটিতে ময়দানে চেন্নাই। পঞ্জাবের পাল্টা বিড। ৪.২০ কোটিতে চেন্নাই দান ছেড়ে দেয়। পঞ্জাব ৪.২০ কোটিতে নিতে চায়। আরসিবি আরটিএম ব্যবহার না করায় পেয়েও যায়।
প্রথম বিড ২ কোটিতে সানরাইজার্স। লখনউও ময়দানে। ৩.৪০ কোটিতে দাঁড়িয়ে মার্শের দর। সানরাইজার্স ভাবনায়। লখনউ ৩.৪০ কোটিতে মিচেল মার্শ। তবে আরটিএম-এ দিল্লির কাছে প্রশ্ন। দিল্লি আরটিএম ব্য়বহার করল না। লখনউ নিল ৩.৪০ কোটিতে।
অজি অলরাউন্ডারকে নিয়ে সিএসকে ও আরসিবি ময়দানে। ৪ কোটি পার মার্কাস স্টইনিসের দর। চেন্নাই ৪.৬০ কোটি। আরসিবি লড়াইয়ে। চেন্নাই ৬ কোটি। লড়াই জারি। ৮ কোটি পার মার্কাস স্টইনিস। ৯ কোটি দিয়ে পঞ্জাবের প্রবেশ। আরসিবি লড়াইয়ে। এবার পঞ্জাব বনাম আরসিবি। পঞ্জাব ১১ কোটি। আরসিবি দান ছাড়ল। পঞ্জাব কিংসকে ১১ কোটিতে দিলেও লখনউকে আরটিএম-এর অপশন। লখনউ মানা করে দিয়েছে। ১১ কোটিতে মার্কাস স্টইনিসকে নিলেন পন্টিং-প্রীতিরা।
কেকেআর রিটেন করেনি। তবে তাঁর জন্য অকশনে লড়াই। লখনউ সুপার জায়ান্টসও ভেঙ্কটেশকে ফেরাতে মরিয়া। আরসিবি লড়াইয়ে ঢুকল ৮ কোটি দর হেঁকে। কেকেআর লড়াইয়ে রয়েছে। দাম পেরিয়ে গেল ১৫ কোটি। কেকেআর ও আরসিবির লড়াই জারি। কেকেআর দর হাঁকতেই দ্রুত জবাব আরসিবির। ১৭ কোটি ছুঁল ভেঙ্কটেশ। কেকেআর ১৯.২৫ কোটি ডাকতেই কিছুটা পজ। আরসিবি ফের লড়াইয়ে। ২১ কোটি দর হাঁকে কেকেআর। আরসিবি লড়াইয়ে। ২২ কোটি ছাপিয়ে গেল ভেঙ্কটেশ আইয়ার। ২৩.২৫ কোটিতে আরসিবি ভেবে ২৩.৫০ কোটি। কলকাতা যেন মরিয়া ভেঙ্কটেশকে ফেরাতে। ২৩.৭৫ কোটিতে দান ছাড়ে আরসিবি। বাকিরা আর কেউ লড়াইয়ে আসেনি। কেকেআর নিল ভেঙ্কটেশকে ২৩.৭৫ কোটি টাকায়! কিছুটা যেন অপ্রত্যাশিত!
রবিচন্দ্রন অশ্বিনের জন্য শুরুতেই চেন্নাই বিড করে। লড়াইয়ে লখনউ। দ্রুতই ঢোকে আরসিবি। তাঁর জন্য় আরটিএম অপশন নেই। রাজস্থান লড়াইয়ে নামল। রাজস্থান ৫ কোটি বিড করতেই সিএসকে ৫.২৫ কোটি ডাকে। সিএসকে ও রাজস্থানের লড়াই। ৭ কোটি ছাপিয়ে গিয়েছে। রাজস্থান ও চেন্নাইয়ের লড়াই চলছে। ৯.৭৫ কোটিতে রাজস্থান দান ছেড়ে দেয়। চেন্নাই সুপার কিংস ৯.৭৫ কোটিতে পেল রবিচন্দ্রন অশ্বিনকে। এমন প্রত্যাশাই ছিল। চেন্নাই সুপার কিংস তাদের ক্রিকেট অ্যাকাডেমির গ্লোবাল হেডের দায়িত্ব দিয়েছিল অশ্বিনকে। চেন্নাইয়ের হয়ে আইপিএলেও ফেরার সুযোগ পেলেন অশ্বিন।
চেন্নাই সুপার কিংস বেস প্রাইস ১.৫ কোটিতে বিড করে। পঞ্জাব লড়াইয়ে। ৩ কোটি দর। পঞ্জাব ৩.২০ কোটি। এই দামেই পঞ্জাব নিতে চাইছিল। চেন্নাই আরটিএম ব্য়বহার করল। পঞ্জাবের ফাইনাল বিড ৪ কোটি। চেন্নাই সুপার কিংস আরটিএম দিয়ে ৪ কোটিতে নিল রাচিন রবীন্দ্রকে।
ভারতের পেস বোলিং অলরাউন্ডার হর্ষল প্য়াটেলের জন্য বেস প্রাইস ২ কোটিতে সানরাইজার্স। দৌড়ে এল গুজরাট। লড়াই জমছে। ৫ কোটি পেরিয়ে গিয়েছে দর। ৬ কোটি উঠতেই আলোচনায় সানরাইজার্স। তবে লড়াই না ছাড়ার সিদ্ধান্ত। ৬.৭৫ কোটি সানরাইজার্স। গুজরাট দান ছেড়ে দিল। সানরাইজার্স নিল হর্ষল প্য়াটেলকে। আরটিএম ব্য়বহার না করার সিদ্ধান্ত পঞ্জাব কিংসের। দীর্ঘ আলোচনা। সময় নিল তারা। আরটিএম ব্যবহার করল পঞ্জাব। সানরাইজার্সের ফাইনাল বিড ৮ কোটি। পঞ্জাব ছেড়ে দিল। ৮ কোটিতে হর্ষলকে নিল সানরাইজার্স হায়দরাবাদ।
দিল্লি বেস প্রাইস ২ কোটিতে বিড করে। পঞ্জাব ২.২০ কোটিতে তাঁকে পেতে চলেছিল। লখনউ ময়দানে। পঞ্জাব ও লখনউয়ের লড়াই। ৪ কোটিতে দর। রিকি পন্টিং মরিয়া জ্যাক ফ্রেজার ম্যাকগুরুককে নিতে। ৫.৫০ কোটিতে পন্টিংয়ের পঞ্জাবে জ্য়াক ফ্রেজার ম্য়াকগুরুক। দিল্লি আরটিএম অপশন নিল। সর্বাধিক দর হাঁকিয়ে তাঁকে নিতে হবে। পঞ্জাব ভাবনায়। পঞ্জাবের ফাইনাল বিড ৯ কোটি। দিল্লি ৯ কোটি দিয়ে আরটিএম ব্য়বহার পন্টিংয়ের থেকে জ্য়াক ফ্রেজারকে কেড়ে রেখে দিল দিল্লি।
বেস প্রাইস ২ কোটি। কেউ প্যাডল তোলেননি। আপাতত অবিক্রিত।
বেস প্রাইস ৭৫ লক্ষ। চেন্নাই ওপেনিং বিড। কলকাতা লড়াইয়ে। কেকেআরের প্রাক্তন প্লেয়ার রাহুল। তাঁর জন্য লড়াইয়ে চেন্নাইয়ের সঙ্গে। ২.২০ কোটি চেন্নাই। দীর্ঘ ভাবনার পর কেকেআর ফেরে। চেন্নাই ৩ কোটি উঠেছে। কেকেআর ময়দানে। ব্র্যাভো ও ভেঙ্কি মাইসোরের দীর্ঘ আলোচনা। ৩.৪০ কোটিতে চেন্নাই সুপার কিংসে রাহুল ত্রিপাঠি।
ওপেনিং বিড ২ কোটিতে চেন্নাই সুপার কিংসের। পঞ্জাব ২.২ কোটিতে লড়াইয়ে। সিএসকে লড়াইয়ে রয়েছে তাদের হয়ে খেলা কনওয়ের জন্য। আপাতত ৩ কোটিতে পঞ্জাব এগিয়ে। চেন্নাই দান ছাড়ছিল কিন্তু সিদ্ধান্ত বদলে ৩.২০ কোটিতে ফের লড়াইয়ে। পঞ্জাব ৩.৪০ কোটি দর তুলতেই সময় নিল চেন্নাই এবং ৩.৬০ কোটি দর হাঁকে। পঞ্জাব ৩.৮০ কোটি, চেন্নাই ৪ কোটি। আর কোনও টিম আগ্রহ দেখায়নি। ৬.২৫ কোটিতে চেন্নাই সুপার কিংস নিল ডেভন কনওয়েকে।
প্রোটিয়া ব্যাটার, অলরাউন্ডার এইডেন মার্কব়্যামের জন্য় বেস প্রাইস ২ কোটিতে বিড করল লখনউ। বেস প্রাইসেই পেয়ে গেল সুপার জায়ান্টস।
বেস প্রাইস ২ কোটি। কেউ ঝাঁপায়নি। আপাতত আনসোল্ড দেবদত্ত পাড়িক্কল।
চেন্নাই ও পঞ্জাব কিংসের লড়াই শুরু ইংল্যান্ড ব্যাটার হ্যারি ব্রুকের জন্য। সিএসকে ৩ কোটি ডেকেছিল। পঞ্জাব লড়াই চালিয়ে যাচ্ছে। ৪ কোটি ছাপিয়ে গিয়েছে ব্রুক। ৪.৬০ কোটিতে পঞ্জাব। চেন্নাই ভাবছে। ময়দানে থাকল। পঞ্জাবও ৫ কোটিতে লড়াইয়ে। চেন্নাই ফেরে ৫.২৫ কোটিতে। পঞ্জাব ৫.৫০ কোটি। বিক্রির শেষ মুহূর্তে ৫.৭৫ কোটিতে ফের চেন্নাই লড়াইয়ে। ৬ কোটি উঠতেই চেন্নাই সরে দাঁড়ায়। লড়াইয়ে দিল্লি। ৬.২৫ কোটিতে তাঁকে নিল দিল্লি ক্যাপিটালস।
আইপিএলে গত মরসুমে দিল্লি ক্যাপিটালসে হঠাৎই সুযোগ পেয়েছিলেন। ঝড় তুলেছিলেন। এ বার নজরে জেএফএম।
সামির জন্য় আরটিএম ব্যবহার করল না গুজরাট টাইটান্স। গত বছর চোটের কারণে আইপিএল খেলতে পারেননি। টাইটান্স রিটেন করেনি। বিস্তারিত পড়ুন: ঘরে ফেরা হল না! সূর্যোদয়ের খোঁজে ১০ কোটিতে হায়দরাবাদে সামি
লোকেশ রাহুলকে নিয়ে আলোচনা ছিল তুঙ্গে। ভারতীয় প্লেয়ারদের মধ্যে সবচেয়ে বেশি আলোচনায় ছিলেন লোকেশ রাহুল, পন্থ ও শ্রেয়স। লোকেশ রাহুলের নিলাম কেমন হল? বিস্তারিত পড়ুন: হাল ছাড়ল কেকেআর, লোকেশ রাহুলকে নিল দিল্লি
আইপিএল রিটেনশনের আগে হঠাৎই সোশ্যাল মিডিয়ায় ঋষভ পন্থ জানতে চেয়েছিলেন, তিনি যদি অকশনে ওঠেন, কত দর উঠতে পারে? সকলেই ভেবেছিলেন মজার প্রশ্ন। যদিও রিটেনশন তালিকা প্রকাশ হতেই চিত্রটা পরিষ্কার হয়। তাঁকে রিটেন করেনি দিল্লি। সবচেয়ে দামি হলেন ঋষভই। বিস্তারিত পড়ুন: নিলামে বিশাল ছক্কা লখনউয়ের, সবচেয়ে দামি ঋষভ; ২৭ কোটিতে বিকোলেন পন্থ
গত বারের চ্যাম্পিয়ন কেকেআর। এ বার রিটেন করেনি শ্রেয়সকে। কত দর পেলেন শ্রেয়স? বিস্তারিত পড়ুন: সব রেকর্ড ভেঙে ইতিহাস, তুমুল লড়াই করে শ্রেয়সকে ছিনিয়ে নিল পঞ্জাব
কলকাতা নাইট রাইডার্স প্রথম বিড করে। দ্রুতই আরসিবি লড়াইয়ে। ৫ কোটি আরসিবি। কেকেআর ৫.২৫। কলকাতা ও আরসিবির লড়াই রাহুলকে নিয়ে। ৮ কোটি আরসিবি। কেকেআরও ময়দানে। ৯.৫০ কোটিতে ভাবনায় কেকেআর। তবে লড়াইয়ে। ১০.৭৫ কোটিতে ভাবনায় আরসিবি। সময় চেয়ে নেয় তারা। কেকেআরের সঙ্গে ১১ কোটিতে দিল্লি লড়াইয়ে নামে। কেকেআর ফের ভাবনায়। ১১.২৫ কোটি কেকেআর। ১১.৫০ দিল্লি। ১১.৭৫ কলকাতা। ১২ কোটি দিল্লি। কেকেআর ছেড়ে দিল। ১২.২৫ কোটিতে ময়দানে সিএসকে। দিল্লি ১২.৫০। সিএসকে ১২.৭৫। দিল্লি ও সিএসকে। ১৩.৫০ কোটি দিল্লি। এগচ্ছে চেন্নাই। ১৪ কোটিতে দান ছাড়ল চেন্নাই সুপার কিংসও। দিল্লি ক্যাপিটালস ১৪ কোটিতে। আরটিএম নিয়ে প্রশ্ন লখনউকে। তারা মানা করে। দিল্লি ক্যাপিটালসকে লোকেশ রাহুল মাত্র ১৪ কোটিতে।
আরসিবি প্রথম বিড করে। এরপর হায়দরাবাদের প্রবেশ। আরসিবি ৩.৬০ কোটি। হায়দরাবাদ ধীরে চলছে। ৪ কোটিতে আরসিবি। ৪ কোটিতে হায়দরাবাদ দান ছাড়ে। দিল্লির প্রবেশ। আরসিবি বনাম দিল্লি। ৬ কোটি দিল্লির। দ্রুতই চ্যালেঞ্জ আরসিবির। দ্বিমুখী লড়াই। ৬.৭৫-এ দিল্লি ভাবনায়। দান ছেড়ে দেয় দিল্লি। চেন্নাই সুপার কিংসের প্রবেশ। ৭.৭৫ কোটিতে আরসিবি। চেন্নাই ৮ কোটি। আরসিবি দ্রুতই ৮.২৫ কোটি। চেন্নাই ভাবনার পর দান ছেড়ে দেয়। পঞ্জাব আরটিএম ব্য়বহার করবে কিনা প্রশ্ন। তারা মানা করে। ৮.৭৫ কোটিতে আরসিবিতে লিয়াম লিভিংস্টোন।
গুজরাট টাইটান্স প্রথম বিড। সিএসকে লড়াইয়ে। ৮.২৫ কোটিতে চেন্নাই দান ছাড়ে। রাজস্থান ৮.৫০ কোটিতে দৌড়ে। রাজস্থান ও গুজরাটের লড়াই। ১০.৭৫ গুজরাট। ভাবনায় রাজস্থান। দ্রুতই ১১ কোটি রাজস্থানের, গুজরাটও সঙ্গে সঙ্গে ১১.২৫ কোটি। রাজস্থানও দেরি করেনি। ১২ কোটি রাজস্থান। ১২.২৫ গুজরাট টাইটান্স। রাজস্থান দান ছেড়ে দিল। আরটিএম-এর জন্য আরসিবিকে প্রশ্ন। আরসিবি মানা করে দিল। গুজরাট টাইটান্স সিরাজকে নিল ১২.২৫ কোটিতে।
চেন্নাই সুপার কিংস বিড শুরু করে। ময়দানে গুজরাট টাইটান্সও। ৫.৭৫ কোটি দর তোলে গুজরাট। চেন্নাই ভাবনায়। লড়াইয়ে প্রবেশ পঞ্জাব কিংসের। গুজরাট ও পঞ্জাবের লড়াইয়ে। ৬.৭৫ কোটি পঞ্জাব। মাঝে ঢোকে লখনউ সুপার জায়ান্টস। ১০ কোটি পার। ১১.২৫ কোটি লখনউ। ১৪ কোটি দর উঠল চাহালের। পঞ্জাব এগিয়ে। লখনউ ভাবছে। লখনউ দান ছেড়ে দিল। আরসিবি সময় চাইল। ১৪.২৫ দর তুলল আরসিবি। ভাবনায় পঞ্জাব। ১৪.৫০ দর পঞ্জাবের। সানরাইজার্স লড়াইয়ে ১৪.৭৫ কোটিতে। ১৬.৭৫ কোটিতে সময় চেয়ে ১৭ কোটি পঞ্জাবের। সানরাইজার্স এখনও দৌড়ে ১৭.২৫ কোটি। পঞ্জাব ১৭.৫০ কোটি। ১৭.৭৫ কোটি দর হায়দরাবাদের। পঞ্জাব সময় নিল। পঞ্জাব ১৮ কোটিতে ফিরল। সানরাইজার্স দান ছাড়ল। ১৮ কোটিতে পঞ্জাব কিংস নিল যুজবেন্দ্র চাহালকে।
প্রোটিয়া ব্যাটার ডেভিড মিলারের জন্য় গুজরাট ও আরসিবির লড়াই। ৪ কোটি ছাপিয়ে গেল দর। বেস প্রাইস ছিল ১.৫ কোটি। ৫.২৫ কোটি রয়্যাল চ্যালেঞ্জার্স। দিল্লি লড়াইয়ে। আরসিবিও। ৭ কোটি দর দিল্লির। দ্রুতই আরসিবি ৭.২৫ কোটি দর ডাকে। লখনউ ঢোকে ৭.৫০ কোটিতে। আরসিবি দান ছেড়ে দিল। লখনউ সুপার জায়ান্টস ৭.৫০ কোটি। গুজরাটকে আরটিএম কার্ড ব্য়বহারের প্রশ্ন। আরটিএম ব্যবহার করেনি গুজরাট। ৭.৫০ কোটিতে লখনউ সুপার জায়ান্টসে ডেভিড মিলার।
সামির জন্য প্রথম বিড কলকাতার। দ্রুতই প্রবেশ চেন্নাই সুপার কিংসের। ৮ কোটিতে ময়দানে প্রবেশ লখনউ সুপার জায়ান্টসের। ত্রিমুখী লড়াই সামির জন্য। লখনউ আউট। কলকাতা ৯.৭৫ কোটি। মহম্মদ সামির জন্য আরটিএম ব্যবহার করতে চায়নি গুজরাট। সানরাইজার্স ঢুকল লড়াইয়ে। ১০ কোটিতে দান ছাড়ে কলকাতা। সানরাইজার্স ১০ কোটি দর তুলেছে। গুজরাটকে ফের আরটিএমের জন্য জিজ্ঞেস করা হয়। সানরাইজার্স নিল ১০ কোটিতে।
লখনউ সুপার জায়ান্টস প্রথম বিড ঋষভের জন্য। লড়াইয়ে আরসিবি। ধুন্ধমার লড়াই ৯ কোটি ছাপিয়ে গিয়েছে ঋষভ পন্থের দর। দু-দলই কি ক্যাপ্টেন খুঁজছে? ৯.৭৫ কোটিকে লখনউ এগিয়ে ছিল। দ্রুত আরসিবি ১০ কোটি। তাঁকে নিতে লড়াই ছাড়েনি লখনউ। ১১.২৫ কোটিতে আরসিবি ছেড়ে দিয়েছে। সানরাইজার্সের প্রবেশ। লখনউ বনাম সানরাইজার্স। ১৩ কোটি পার। ১৬ কোটি পার ঋষভ। ১৯ কোটি সানরাইজার্স। ১৯.২৫ কোটি লখনউ। আবারও লড়াইয়ে সানরাইজার্স ১৯.৫০ কোটি। লখনউ ১৯.৭৫। ২০ কোটি সানরাইজার্স। লখনউ ২০.২৫ কোটি। কাব্যা-ভেত্তোরির দীর্ঘ আলোচনা। ২০.৫০ কোটিতে সানরাইজার্স। হায়দরাবাদ ২০.৭৫ এ আউট। লখনউ সুপার জায়ান্টস ২০.৭৫ কোটিতে নিল ঋষভ পন্থকে। দিল্লিকে আরটিএম-এর জন্য প্রশ্ন। আরটিএম ব্যবহার করল দিল্লি ক্যাপিটালস। ২৭ কোটির দর লখনউ সুপার জায়ান্টসের। অবিশ্বাস্য। দিল্লি আরটিএম ব্যবহারের পর লখনউয়ের পর থেকে ডিরেক্ট ২৭ কোটির দর দেওয়া হয়। দিল্লি আর এগোয়নি।
মু্ম্বই প্রথম বিড। এরপরই কলকাতার প্রবেশ। ৬ কোটিতে মুম্বই ছেড়ে দেয়। ৬.২৫ কোটিতে দিল্লির প্রবেশ। কলকাতার সঙ্গে লড়াইয়ে। ৮.২৫ কোটিতে ভাবনায় কেকেআর। দ্রুতই ৮.৫০ কেকেআরের। দিল্লি লড়াই থামায়নি। ১০ কোটি উঠল কলকাতা। ১০.২৫ কোটিতে এ দান ছাড়ে কলকাতা। আরসিবির প্রবেশ। দিল্লি বনাম আরসিবি। দিল্লি আউট। ১১ কোটিতে আরসিবি। শেষ মুহূ্র্তে আবারও দিল্লির প্রবেশ। ১১.৭৫ কোটিতে দিল্লি ক্যাপিটালসে মিচেল স্টার্ক।
গুজরাট টাইটান্স ও রাজস্থান রয়্যালস লড়াইয়ে। ৬ কোটি পেরিয়ে গিয়েছে বাটলারের দর। সরে দাঁড়ায় রাজস্থান। ৯ কোটিতে। প্রচণ্ড গতিতে ঝড় বাটলারকে নিয়ে। পঞ্জাবও লড়াইয়ে। গুজরাটের সঙ্গে লড়াই। ১২.২৫ পঞ্জাব, ১২.৫০ কোটি গুজরাট। ১৩.৭৫ কোটিতে লখনউয়ের প্রবেশ। গুজরাট ও লখনউ লড়াইয়ে। ১৫.৭৫ কোটিতে লখনউ ছেড়ে দেয়। গুজরাট টাইটান্সে জস বাটলার।
বেস প্রাইস ২ কোটি। ডিফেন্ডিং চ্যাম্পিয়ন কেকেআরের ক্যাপ্টেন। কলকাতা নাইট রাইডার্স প্রথম বিড শ্রেয়সের জন্য। পঞ্জাবের সঙ্গে লড়াই। ৪ কোটি ছাপিয়ে গিয়েছে। লড়াইয়ে ঢুকল দিল্লি ক্যাপিটালস ১০ কোটিতে। কলকাতা ছেড়ে দিল বিড। পঞ্জাব ও দিল্লির লড়াই শ্রেয়সকে নিয়ে। শ্রেয়সকে নিতে মরিয়া দিল্লি ও পঞ্জাব। দর ছাপিয়ে গেল ১৩ কোটি। ১৫ কোটি দিল্লির। লড়াই ছাড়েনি পঞ্জাব। দিল্লি ১৭ কোটি। পঞ্জাবও লড়াইয়ে। ১৮ কোটি পার। ১৯ কোটি দিল্লির। ২০ কোটি দিল্লির। পঞ্জাব এখনও লড়াইয়ে। দিল্লি ২২ কোটি। পঞ্জাব ময়দানে এখনও। দিল্লি ২৩ কোটি। পঞ্জাবও হাল ছাড়েনি। দীর্ঘ আলোচনা। ২৪.৫০ দিল্লি। ২৫ কোটি দিল্লি ক্য়াপিটালসের। ২৬ পার পঞ্জাবের। ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ক্যাপ্টেনকে নিতে ইতিহাস। স্টার্ককে ছাপিয়ে এখনও পর্যন্ত সবচেয়ে দামি হয়ে উঠেছেন শ্রেয়স। ২৬.৭৫ পঞ্জাব কিংস। দিল্লি হাল ছেড়ে দিয়েছে। শ্রেয়স আইয়ার ২৬.৭৫ কোটিতে পঞ্জাব কিংসে। আইপিএলে সবচেয়ে দামি।
গুজরাট, মুম্বইয়ের মধ্যে রাবাডাকে নিয়ে লড়াই। আপাতত দ্বিমুখী লড়াই। ৮ কোটি পার। প্রোটিয়া পেসারের জন্য আরসিবি নিলামে ফিরল। ১০ কোটি পার। ত্রিমুখী লড়াই। ১০.৫০ আরসিবি। ১০.৭৫ গুজরাট। ১০.৭৫ কোটিতে রাবাডাকে নিল গুজরাট। তবে আরটিএম ব্যবহার করবে না পঞ্জাব। ফলে গুজরাট টাইটান্সে রাবাডা।
অর্শদীপ সিংকে দিয়ে অকশন শুরু। বেস প্রাইস ২ কোটি। চেন্নাই সুপার কিংস প্রথম বিড করল। দিল্লি ক্যাপিটালসের সঙ্গে লড়াই। জমজমাট লড়াই। ৬ কোটি ছাপিয়ে গিয়েছে। ৭ কোটি পার। ৭.৫ কোটি দিল্লির সঙ্গে গুজরাট লড়াইয়ে। গুজরাট ৯.৭৫ কোটি। আরসিবি যোগ দিল। ১০.৭৫ টাইটান্স। রাজস্থান যোগ দিল ১১ কোটিতে। গুজরাট ১১.২৫ কোটিতে। গুজরাট-রাজস্থানের লড়াই। ১২ কোটি রাজস্থান। ১২.৭৫ কোটিতে সানরাইজার্স। ১৩ কোটি রাজস্থান। সানরাইজার্সের সঙ্গে লড়াই। ১৫ কোটি পার। ১৫.৭৫ কোটিতে সানরাইজার্স নিল অর্শদীপকে। পঞ্জাব আরটিএম ব্যবহার করছে। ১৮ কোটি সানরাইজার্স। আরটিএম ব্যবহার করে ১৮ কোটিতে নিল পঞ্জাব কিংস।
আইপিএল মেগা অকশন শুরু। উদ্বোধনী বক্তব্য রাখছেন ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের চেয়ারম্যান অরুণ ধূমাল। টেবিলে ফ্র্যাঞ্চাইজির প্রতিনিধিরা প্রস্তুত। রয়েছেন ভারতীয় ক্রিকেট বোর্ডের শীর্ষকর্তারা।
দু-দিনের অকশন। প্রথম দিন ১২টি সেটের ৮৪ জনের ভাগ্য নির্ধারণ। এমনটাই খবর বোর্ডের তরফে। এর মধ্যে সবচেয়ে বেশি নজর জস বাটলার, লোকেশ রাহুল, শ্রেয়স আইয়ার, ঋষ পন্থের দিকে।
আইপিএল মেগা অকশনের আর কয়েক মিনিট। জস বাটলার, ঋষভ পন্থ, শ্রেয়স আইয়ার, কাগিসো রাবাডারা প্রথম মার্কি সেটে। তাঁদের দিয়েই শুরু হবে অকশন।
আইপিএল মেগা অকশনে ৫৭৪ জন প্লেয়ার ফাইনাল লিস্টে ছিলেন। শেষ মুহূর্তে আরও তিন ক্রিকেটার সুযোগ পান। এক্সটেন্ডেড লিস্টে রয়েছেন ইংল্যান্ডের পেসার জোফ্রা আর্চার, মার্কিন যুক্তরাষ্ট্রের সৌরভ নেত্রভালকর ও ভারতের হার্দিক তামোরে। অর্থাৎ নিলামে মোট সংখ্যা ৫৭৭।
একদিকে বর্ডার-গাভাসকর ট্রফি, অন্য দিকে আইপিএল অকশন। বিরাট কোহলির ব্যাটিংয়ে মুগ্ধ ক্রিকেট বিশ্ব। পারথে কেরিয়ারের আরও একটা সেঞ্চুরি সামনে বিরাট। নিলামের আগে আলোচনায় বিরাটের ইনিংসও।
ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে অকশন টেবিলে রাহুল দ্রাবিড়। রাজস্থান রয়্যালসের কোচ হিসেবে আইপিএলে প্রত্যাবর্তন হয়েছে। উত্তেজনায় ফুটছেন বিশ্বজয়ী কোচ। বিস্তারিত পড়ুন: নিলামে চমক… উত্তেজনায় টগবগ করে ফুটছেন রাজস্থানের কোচ রাহুল দ্রাবিড়
ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে এ বারের অকশনে যে সুপারস্টাররা নেই। বিস্তারিত পড়ুন: ধাওয়ান-উড পঁচিশের আইপিএলের মেগা নিলামে নেই যে ৭ সুপারস্টার, রইল তালিকা…
ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে এ বারের নিয়ম অনুযায়ী ছয় জন প্লেয়ারকে রিটেন করা যেত। এর মধ্যে আরটিএমও যোগ করা রয়েছে। কলকাতা নাইট রাইডার্স এবং রাজস্থান রয়্যালস ৬ জন রিটেন করেছে। কোন টিমের কটা স্লট খালি? বিস্তারিত পড়ুন: মেগা নিলামে কোন ফ্র্যাঞ্চাইজি কতজন ক্রিকেটার কিনে দল সাজাতে পারবে? রইল তালিকা
মহম্মদ সামি, শাহবাজ আহমেদের মতো তারকা ক্রিকেটাররা রয়েছেন আইপিএলের মেগা অকশনে। তেমনই বেশ কিছু অন্য মুখও। তাঁরা দল পাবেন? বিস্তারিত রইল: বাংলা থেকে IPL মেগা নিলামে ১৩, ভবিষ্যৎ হতে পারেন যাঁরা…
আইপিএলের অকশনে সবচেয়ে দামি ক্রিকেটারের ইতিহাস গড়েছিলেন মিচেল স্টার্ক। গত সংস্করণে মিনি অকশনে তাঁকে ২৪.৭৫ কোটি টাকায় নিয়েছিল কলকাতা নাইট রাইডার্স। এ বার মেগা অকশন। এত খরচ করবে কোনও ফ্র্যাঞ্চাইজি? বিস্তারিত রইল: নাইট প্রাক্তনী স্টার্ককে ছাপিয়ে আইপিএল মেগা নিলামে নতুন ইতিহাস গড়তে পারেন কে?